ক্লোদিং কি :
অামরা বিভিন্ন রকমের পোশাক পরি । যেমন, শার্ট,প্যান্ট,ট্রাউজার,ফতুয়া ইত্যাদি । পৃথিবীতে যত রকমের পোশাক অাছে সবগুলোকে একসাথে ক্লোদিং বলা হয় । অাপনি নিশ্চয় "জনগন" শব্দটা শুনে থাকবেন । জনগন বলতে কিন্তু সব ধরণের মানুষ কে একসাথে বোঝায় । তেমনি ক্লোদিং বলতে সব ধরণের কাপড়কে একসাথে বোঝায় ।
গার্মেন্ট কি :
গার্মেন্ট বলতে যে কোন নির্দিষ্ট একটা পোশাক বোঝায় । যেমন ধরুন একটা দোকানে দশটা অাইটেমের পোশাক অাছে যেমন: শার্ট, প্যান্ট, ট্রাউজার, ফতুয়া ইত্যাদি । অাপনি সেখান থেকে একটা ফতুয়া অাইটেম কিনলেন । তাহলে এই ফতুয়াটা একটা গার্মেন্ট ।
অ্যাপারেল কি :
অ্যাপারেল বললে তখন ব্যাপারটা শুধু পোশাকের সাথে মধ্যো সীমাবদ্ধ থাকবে না । পোশাকের সাথে সাথে অামরা যে ঘড়ি,টুপি,ব্যাগ বিভিন্ন জুয়েলারি ইত্যাদি ব্যাবহার করি সেগুলোকেও বোঝাবে । সহজ কথায়,
পোশাক+ অ্যাকসেসরিজ =অ্যাপারেল ।
টেক্সটাইল কি :
উইভিং, নিটিং, বা ফেলটিংয়ের মাধ্যমে উৎপাদিত যে কোন বস্তুকেই টেক্সটাইল বলে ।
[পয়েন্টস টু বি নোটেড: ফেয়ার চাইল্ড ফ্যাশন ডিকশনারিতে apparel, clothing, garment, dress, attire শব্দগুলোকে সিনোনিম বলা হচ্ছে । অন্যান্য ডিকশনারিতেও তাই বলা হচ্ছে । অাসলেই শব্দগুলো সিনোনিম । কিন্তু ব্যাপকভাবে অালোচনা করতে গেলে উপর্যুক্ত সংঙ্গাগুলো পাওয়া যায় ]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন