বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল (বুটেক্স) ২০১৮-২০১৯ এর এম .এসসি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি এবং অন্যান্য তথ্য
টেক্সটাইল এ বি.এসসি. ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে অনেক স্টুডেন্টই বুটেক্স এ M.Sc তে পড়তে চান।। তাদের উদ্দ্যেশ্য করেই লিখাটা লিখছি।।
M.Sc. In Textile Engineering Program 2018-2019 Session , Admission Announcement গত 22 November এ দেয়া হয়েছে । M.Sc. Course টি ইভিনিং শিফট এর এবং এর প্রতি সেমিস্টার ছয় মাস করে টোটাল ৩ টি।
চারটি ফ্যাকাল্টির অধীনে মোট পাঁচটি ডিপার্টমেন্ট । প্রতিটি ডিপার্টমেন্ট এ ১৫ টি করে সীট। নিচে চার্ট আকারে উল্লেখ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে।
Requirements For Application:
The applicant must have minimum CGPA 3.00 Out of 4.00/1st class in B.Sc. in Textile Engineering/Technology degree from Bangladesh University of Textiles or Recognized University.
2. Candidate having 2nd class in B.Sc. in Textile Engineering/Technology degree with 10 years Research/Industrial experience also can apply.
3. The applicant must have at least 1st division or GPA 3.00 in SSC or Equivalent and HSC (Science) or Equivalent examination with Mathematics.
4. Employed Person must apply through proper channel.
Application Form:
Application Forms are available on University Website: www.butex.edu.bd
Application Forms are available on University Website: www.butex.edu.bd
Application Submission:
On Cash Payment of Tk.2000/-(Two Thousand) in the Finance & Accounts Office of this University the Application Form to be Submitted from 2nd December to 20th December 2018 during office hour ( Sunday to Thursday 9:00 am-5:00 pm and Friday & Saturday 4:00 pm 7:00 pm) in the Academic Section of Register Office along with the money receipt and necessary documents [ 3 copies of PP size attested color photograph, attested copies of all academic transcripts and testimonial from last educational institution]
On Cash Payment of Tk.2000/-(Two Thousand) in the Finance & Accounts Office of this University the Application Form to be Submitted from 2nd December to 20th December 2018 during office hour ( Sunday to Thursday 9:00 am-5:00 pm and Friday & Saturday 4:00 pm 7:00 pm) in the Academic Section of Register Office along with the money receipt and necessary documents [ 3 copies of PP size attested color photograph, attested copies of all academic transcripts and testimonial from last educational institution]
Admit Card Will be distributed among the eligible candidates on 6th January 2019.
পরীক্ষার নাম্বার মানবন্টন এবং সময় সূচীঃ
Selection Procedure:
Candidates will be selected on the basis of merit position in written test.
Candidates will be selected on the basis of merit position in written test.
contact Academic Section of Regfficell:554-926220)
এবার আসি পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ বা নমুনা কেমন হতে পারে সে প্রসঙ্গেঃ
১০০ নাম্বারের পরীক্ষায় যে ডিপার্টমেন্ট থেকে আবেদন করবেন , সেখান থেকে ৪০ , অন্যান্য টেক্সটাইল সাবজক্ট থেকে ৪০ , এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ২০ নাম্বার থাকবে। M.Sc. Course এ প্রশ্নপত্রেই উত্তর লিখতে হয়। তাই প্রশ্ন প্রকাশ এর সুযোগ নেই। লিখিত পরীক্ষায় প্রতি প্রশ্নের মান ২ করে , মোট ৫০ টি প্রশ্ন থাকে। প্রশ্ন গুলির নিচে পর্যাপ্ত জায়গা থাকে আন্সার লিখার জন্যে। প্রস্তুতির জন্যে হাতে যে সময় আছে সেটি কাজে লাগালে চান্স হয়ে যাবে বলে আশা করছি।
Exam এর জন্যে ২ টি বই ফলো করতে পারেন, বইগুলি নীলক্ষেত এ পাবেন।
1. General Knowledge In Textiles & Garments – Dr. M. A Sayeed
2. Tex-Root (Department Guide For Textile Engineering) [Published by Unity of Textile Students, DUET]
ইংলিশ এর ক্ষেত্রে,
Articles, Right Form of Verbs, Preposition, Bengali to English Translation, Phrase & Idioms এসবের উপর কোশ্চেন হয়। আপনার গ্রামার এর উপর দক্ষতা থাকলে সব গুলো প্রশ্নের উত্তর করতে পারবেন। ইংরেজিতে ভাল হলে অন্যান্য কোশ্চেন গুলোর আন্সার ও কিন্তু ইজি দিতে পারবেন। কারণ কিছু প্রশ্ন ন্যারেটিভ টাইপ হয়, বা নিজের ভাষায় লিখতে হয়।
ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট এর জন্যে ডিপার্টমেন্ট ভিত্তিক বই গুলি পড়তে পারেন।
ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট এর জন্যে ডিপার্টমেন্ট ভিত্তিক বই গুলি পড়তে পারেন।
আর টেক্সটাইল রিলেটেড সাবজেক্ট গুলি ভাল করে পড়লে অনেক প্রশ্ন কমন পাবেন।
Admission Notice: M.Sc. in Textile Engineering Session 2018-19
Application Link:
Julia Rahaman
M.Sc. in Textile Engineering Management
7Th Batch
BUTEX
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন