ওভেন ফেব্রিকের উইভিং কস্টিং
ওভেন ফেব্রিকের কস্টিং বা উইভিং চার্জ নির্ধারনের জন্য একটি নয় আছে সেটা হলো এর পিক সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুলি করা এর জন্য ফেব্রিক কন্সট্রাকশান অনুযায়ী ফেক্টরিতে এর পরিমাণ ভিন্ন হয়।
পপলিন জাতীয় ফেব্রিকঃ
PPI X 0.26
PPI X 0.26
টুইল জাতীয় ফেব্রিকঃ
PPI X 0.26 /0. 28
PPI X 0.26 /0. 28
Satin জাতীয় ফেব্রিকঃ
PPI X 0.28/0.30
PPI X 0.28/0.30
YD জাতীয় ফেব্রিকঃ
PPI X 0.32
PPI X 0.32
Dobby জাতীয় ফেব্রিকঃ
PPI X 0.32
PPI X 0.32
উদাহরণ
128X60/20X16 Twill কন্সট্রাকশনের কোন ফেব্রিক হলে কন্সট্রাকশন এর পিক পার ইঞ্চি PPI হচ্ছে 60 মানে ওয়েফটে প্রতি ইঞ্চিতে ৬০ টা সুতা ।
128X60/20X16 Twill কন্সট্রাকশনের কোন ফেব্রিক হলে কন্সট্রাকশন এর পিক পার ইঞ্চি PPI হচ্ছে 60 মানে ওয়েফটে প্রতি ইঞ্চিতে ৬০ টা সুতা ।
এখানে টুইল ফেব্রিকের উইভিং চার্জ হবে
PPI X .26 /. 28
=60X 0.26
= 15.6
= 16 Tk / yds
PPI X .26 /. 28
=60X 0.26
= 15.6
= 16 Tk / yds
এখানে প্রাইস ডিজাইন, ফেক্টরি, মেশিন, ভলিউম ভেদে কম বেশি হয় , ইয়ার্নডাইডে কালার বেশি প্রডাকশন স্লো থাকার জন্য এর প্রাইস বেশি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন