টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য চাইনিজ গভমেন্ট স্কলারশিপে CSC আবেদন করার নিয়ম - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য চাইনিজ গভমেন্ট স্কলারশিপে CSC আবেদন করার নিয়মঃ

আমার এই পোস্টটি China তে Higher Study এবং Scholarship নিয়ে। আশাকরি এই পোস্টটি যারা China তে Higher Study করতে ইচ্ছুক তাদের অনেক উপকারে আসবে।

প্রথমে শুরু করব “Chinese Government Scholarship” নিয়ে যা CSC-China Scholarship Council- Scholarship নামেও পরিচিত।

Chinese Government Scholarship এর সুযোগ-সুবিধা সমূহঃ

আপনি যদি Full Scholarship পান তাহলে যে সুযোগ-সুবিধা সমূহ পাবেন তাহল

• Master’s students যার CSC winners হবেন তারা monthly প্রায় RMB 3000 যা বাংলাদেশি টাকায় 37,544 stipend পাবেন।

আর Doctoral students যার CSC winners হবেন তারা monthly প্রায় RMB 3500 যা বাংলাদেশি টাকায় 43,801 stipend পাবেন।

• CSC winners রা পাবেন ফ্রি accommodation বা থাকার সুবিধা ।

• Tuition ফি অথবা accommodation/ থাকার জন্য আপনাকে কোন pay করতে হবে না।

• ফ্রি health insurance

Apply শুরু করার আগে আপনার হাতে নিচের বর্ণিত documents বা papers গুলি ready
রাখতে হবেঃ

• আপনার last degree’s সার্টিফিকেট এবং transcript এর photocopies যেকোনো lawyer এর থেকে notary করতে হবে ।

• A study plan অথবা research proposal (at least 800 words) লিখতে হবে।কিভাবে লিখতে হয় আমি পরে কোন দিন discuss করব।

• Recommendation letters (২ টি) যেকোনো professors এর কাছে থেকে। এইটাও আপনাকে নিজে লিখতে হবে কারন আমদের university- র Sir রা generally নিজেরা কখনও লিখেন না। আপনি চাইলে অন্য varsity এর professors দের কাছে থেকেও নিতে পারেন।

• Foreigner physical Examination Form এর Photocopy । Applicants must prepare their medical examination and ask any doctor to fill and sign on this Foreigner physical Examination Form for CSC

• Language qualification সার্টিফিকেট

উদাহরণঃ 
Chinses Language (HSK সার্টিফিকেট বা IELTS অথবা TOFEL)। সকল varsity তে IELTS অথবা TOFEL লাগেনা সেক্ষেত্রে alternate হিসেবে Medium of Instruction/English Proficiency Certificate যা Primeasia থেকে নিতে হবে। তবে IELTS করা থাকেল অন্যদের থেকে আপনি বেশি
preference পাবেন for sure। শুধু তাই না আপনার সামনে অনেক সুযোগ সৃষ্টি হবে

যেমনঃ multinational company তে job opportunity, ইউরোপ বা অন্য দেশ এ higher study আরও অনেক।

✔ কিভাবে apply করবেন বা apply করার দিকনির্দেশনাঃ

• আপনাকে সরাসরি এই লিঙ্ককেঃ
 https://studyinchina.csc.edu.cn/#/login  গিয়ে account create করতে হবে। তবে আপনি যদি CSC সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলেএ ই লিঙ্কগুলিঃ


http://www.csc.edu.en/studyinchina
follow করতে পারেন।

• Account open করে login করার পর প্রথমে home/instruction page আসবে, আপনি চাইলে instruction গুলি পড়তে পারেন। তারপর বাম side top corner এ “Application Online” tab পাবেন।
• “Application Online” tab এর উপর click করুন,এখানে click করার পর আপনার সামনে
“Program Category” এবং “Agency No.” এই ২ টি option আসবে। আর এই ২ টি option খুবই
গুরুত্বপূর্ণ সেই জন্য একটু মনযোগ দিয়ে এই part টি পড়েন তাহলে কোন problem হবেনা।
“Program Category” মানে হল CSC বিভিন্ন agency কে scholarship ভাগ করে দেয়।
এখানে agency বলতে consultancy farm বা অন্য কোন মানব পাচার organization নয় বরং
বিভিন্ন দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং china এর বিভিন্ন ইউনিভার্সিটি। অর্থাৎ CSC তাদের scholarship গুলি বিভিন্ন দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং china এর বিভিন্ন ইউনিভার্সিটি কে দিয়ে দেয় যোগ্য
candidate দের দেয়ার জন্য।

• “Program Category” তে “Type A” , “Type B” , এবং “Type C” , যেকোনো একটি select করতে হবে। “Type A” হল বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং “Type B” হল china এর
বিভিন্ন ইউনিভার্সিটি। আপনি যদি “Type A” select করেন তাহলে আপনার application
যাবে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এবং এই ক্ষেত্রে “Agency No.” হবে
(0501) এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় আপনার documents যাচাই বাছাই করে result
দিবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক লবিং হয়।

• আর আপনি যদি “Type B” select করেন তাহলে আপনাকে আগে chain-র যেকোনো
ইউনিভার্সিটি choose করতে হবে। যেমন, আপনি যদি “Type B” select করেন এবং
Donghua university-তে apply করতে চান তাহলে “Agency No.” হবে (10255) অথবা
আপনি যদি Jiangnan university-তে apply করতে চান তাহলে “Agency No.” হবে (10295)।
“Type B” তে scholarship পাওয়া ইজি হয় কারন এখানে লবিং থাকেনা।

• তাহলে “Program Category” তে “Type B”
select করবেন তারপর যে university-তে apply করবেন তার “Agency No.” দিবেন। Agency No.” পাইতে problem হলে comments box এ university এর নাম বলবেন আমি try করব No. দিতে। আর যখন Agency No.” দিবেন ওই  university এর নাম অটোমেটিক পাশে show করবে। তারপর information গুলি সঠিকভাবে পূরণ করুন এবং supporting documents গুলি correctly upload করুন। তারপর submit button এ ক্লিক করুন এবং application ফর্ম টি প্রিন্ট করুন এবং আপনার Agency এর কাছে sent করুন যদি চায়। তারপর যে university-তে apply করবেন তার website এ গিয়ে আরেকটি

application পূরণ করতে হবে। সেটা আমি next post এ discuss করব। ভাল থাকবেন সবাই।
যেকোনো question থাকলে comments box করুন আমি try করব সঠিক answer দিতে।


Best Regards,
Md Sadaqul Bari (Sadek)
B.Sc. in Textile Engineering PAU (062-batch)
MS in Apparel, Textiles, and Merchandising
Ohio University, USA

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য চাইনিজ গভমেন্ট স্কলারশিপে CSC আবেদন করার নিয়ম

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য চাইনিজ গভমেন্ট স্কলারশিপে CSC আবেদন করার নিয়মঃ

আমার এই পোস্টটি China তে Higher Study এবং Scholarship নিয়ে। আশাকরি এই পোস্টটি যারা China তে Higher Study করতে ইচ্ছুক তাদের অনেক উপকারে আসবে।

প্রথমে শুরু করব “Chinese Government Scholarship” নিয়ে যা CSC-China Scholarship Council- Scholarship নামেও পরিচিত।

Chinese Government Scholarship এর সুযোগ-সুবিধা সমূহঃ

আপনি যদি Full Scholarship পান তাহলে যে সুযোগ-সুবিধা সমূহ পাবেন তাহল

• Master’s students যার CSC winners হবেন তারা monthly প্রায় RMB 3000 যা বাংলাদেশি টাকায় 37,544 stipend পাবেন।

আর Doctoral students যার CSC winners হবেন তারা monthly প্রায় RMB 3500 যা বাংলাদেশি টাকায় 43,801 stipend পাবেন।

• CSC winners রা পাবেন ফ্রি accommodation বা থাকার সুবিধা ।

• Tuition ফি অথবা accommodation/ থাকার জন্য আপনাকে কোন pay করতে হবে না।

• ফ্রি health insurance

Apply শুরু করার আগে আপনার হাতে নিচের বর্ণিত documents বা papers গুলি ready
রাখতে হবেঃ

• আপনার last degree’s সার্টিফিকেট এবং transcript এর photocopies যেকোনো lawyer এর থেকে notary করতে হবে ।

• A study plan অথবা research proposal (at least 800 words) লিখতে হবে।কিভাবে লিখতে হয় আমি পরে কোন দিন discuss করব।

• Recommendation letters (২ টি) যেকোনো professors এর কাছে থেকে। এইটাও আপনাকে নিজে লিখতে হবে কারন আমদের university- র Sir রা generally নিজেরা কখনও লিখেন না। আপনি চাইলে অন্য varsity এর professors দের কাছে থেকেও নিতে পারেন।

• Foreigner physical Examination Form এর Photocopy । Applicants must prepare their medical examination and ask any doctor to fill and sign on this Foreigner physical Examination Form for CSC

• Language qualification সার্টিফিকেট

উদাহরণঃ 
Chinses Language (HSK সার্টিফিকেট বা IELTS অথবা TOFEL)। সকল varsity তে IELTS অথবা TOFEL লাগেনা সেক্ষেত্রে alternate হিসেবে Medium of Instruction/English Proficiency Certificate যা Primeasia থেকে নিতে হবে। তবে IELTS করা থাকেল অন্যদের থেকে আপনি বেশি
preference পাবেন for sure। শুধু তাই না আপনার সামনে অনেক সুযোগ সৃষ্টি হবে

যেমনঃ multinational company তে job opportunity, ইউরোপ বা অন্য দেশ এ higher study আরও অনেক।

✔ কিভাবে apply করবেন বা apply করার দিকনির্দেশনাঃ

• আপনাকে সরাসরি এই লিঙ্ককেঃ
 https://studyinchina.csc.edu.cn/#/login  গিয়ে account create করতে হবে। তবে আপনি যদি CSC সম্পর্কে আরও বেশি জানতে চান তাহলেএ ই লিঙ্কগুলিঃ


http://www.csc.edu.en/studyinchina
follow করতে পারেন।

• Account open করে login করার পর প্রথমে home/instruction page আসবে, আপনি চাইলে instruction গুলি পড়তে পারেন। তারপর বাম side top corner এ “Application Online” tab পাবেন।
• “Application Online” tab এর উপর click করুন,এখানে click করার পর আপনার সামনে
“Program Category” এবং “Agency No.” এই ২ টি option আসবে। আর এই ২ টি option খুবই
গুরুত্বপূর্ণ সেই জন্য একটু মনযোগ দিয়ে এই part টি পড়েন তাহলে কোন problem হবেনা।
“Program Category” মানে হল CSC বিভিন্ন agency কে scholarship ভাগ করে দেয়।
এখানে agency বলতে consultancy farm বা অন্য কোন মানব পাচার organization নয় বরং
বিভিন্ন দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং china এর বিভিন্ন ইউনিভার্সিটি। অর্থাৎ CSC তাদের scholarship গুলি বিভিন্ন দেশের শিক্ষা মন্ত্রণালয় এবং china এর বিভিন্ন ইউনিভার্সিটি কে দিয়ে দেয় যোগ্য
candidate দের দেয়ার জন্য।

• “Program Category” তে “Type A” , “Type B” , এবং “Type C” , যেকোনো একটি select করতে হবে। “Type A” হল বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় এবং “Type B” হল china এর
বিভিন্ন ইউনিভার্সিটি। আপনি যদি “Type A” select করেন তাহলে আপনার application
যাবে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এবং এই ক্ষেত্রে “Agency No.” হবে
(0501) এবং বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় আপনার documents যাচাই বাছাই করে result
দিবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক লবিং হয়।

• আর আপনি যদি “Type B” select করেন তাহলে আপনাকে আগে chain-র যেকোনো
ইউনিভার্সিটি choose করতে হবে। যেমন, আপনি যদি “Type B” select করেন এবং
Donghua university-তে apply করতে চান তাহলে “Agency No.” হবে (10255) অথবা
আপনি যদি Jiangnan university-তে apply করতে চান তাহলে “Agency No.” হবে (10295)।
“Type B” তে scholarship পাওয়া ইজি হয় কারন এখানে লবিং থাকেনা।

• তাহলে “Program Category” তে “Type B”
select করবেন তারপর যে university-তে apply করবেন তার “Agency No.” দিবেন। Agency No.” পাইতে problem হলে comments box এ university এর নাম বলবেন আমি try করব No. দিতে। আর যখন Agency No.” দিবেন ওই  university এর নাম অটোমেটিক পাশে show করবে। তারপর information গুলি সঠিকভাবে পূরণ করুন এবং supporting documents গুলি correctly upload করুন। তারপর submit button এ ক্লিক করুন এবং application ফর্ম টি প্রিন্ট করুন এবং আপনার Agency এর কাছে sent করুন যদি চায়। তারপর যে university-তে apply করবেন তার website এ গিয়ে আরেকটি

application পূরণ করতে হবে। সেটা আমি next post এ discuss করব। ভাল থাকবেন সবাই।
যেকোনো question থাকলে comments box করুন আমি try করব সঠিক answer দিতে।


Best Regards,
Md Sadaqul Bari (Sadek)
B.Sc. in Textile Engineering PAU (062-batch)
MS in Apparel, Textiles, and Merchandising
Ohio University, USA

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Please give a proper way guideline.