জার্মানিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | Textile Engineering In Germany
টেক্সটাইল ব্যাচেলর / মাস্টার্স
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে জার্মানিতে উচ্চশিক্ষার অফুরন্ত সুযোগ রয়েছে। সেই সাথে পড়াশুনার শেষে কাজের সুযোগ নেহায়েত কম নয়। আমাদের দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যেমন ব্যাপকতা রয়েছে এখানে সরাসরি টেক্সটাইল নামে খুঁজে পাওয়া ডিফিকাল্ট। অন্যদিকে জার্মানিতে ব্যাচেলর সাবজেক্টের সাথে মাস্টার্সের আকাঙ্খিত সাবজেক্টের মিল না থাকলে রিজেকশন খাবার সম্ভবনা সবচেয়ে প্রবল। টাইম এবং মানি- দুইটি অপচয় হবে। নিজের উপর নিজের ফ্রাশটেশন চলে আসা স্বাভাবিক ব্যাপার মাত্র। এ কারনে শুরু থেকেই কিছুটা কৌশলী হতে হবে।
বিশেষ প্ল্যানিং
আউট-অব-দ্যা-বক্স চিন্তা করতে হবে। যাদের ইচ্ছা টেক্সটাইল থেকে জার্মানিতে সম্পর্কিত কোন সাবজেক্টে মার্স্টাস করা তাদেরকে মোটামুটিভাবে চারটি পথে (ব্যক্তিগত আইডিয়া মাত্র, হতে পারে আরো হাজারটা উপায় আছে যা এক্সপ্লোর করা হয়নি) অগ্রসর হওয়া যেতে পারে।
প্ল্যান-১ সরাসরি টেক্সটাইল অথবা ফ্যাশন রিলেটেড কোর্স
জার্মানিতে অল্প কিছু সংখ্যাক ইউনিভার্সিটি সরাসরি টেক্সটাইল সম্পর্কিত কোর্স অফার করে। এই তালিকায় সবার উপরে আছে হোকশূলে নিদেরহাইন। তারা Masters in Textile Products এবং Masters in Management of Textile Trade and Technology এই দুইটি কোর্স অফার করে থাকে। মনে রাখা ভালো উভয় কোর্সের জন্যই দুই বছরের জব অভিজ্ঞতা দরকার হতে পারে এবং সিজিপিএ ভালো থাকতে হবে। এর বাইরে ফ্যাশন ও কনজ্যুমার রিলেটেড কোর্সে আবেদন করতে পারেন। যেমন- Masters in Retail and Consumer Management, Technische Hochschule Ingolstadt. এবং Master of Arts in Sustainability in Fashion and Creative Industries, Hochschule Fresenius, Berlin. সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবগুলো কোর্স পুরোপুরি ইংরেজি সংস্করণে।
প্ল্যান-২ মেকানিকাল সম্পর্কিত কোর্স
জার্মানিতে মাস্টার্সে টেক্সটাইল সম্পর্কিত কিছু মেকানিকাল কোর্স রয়েছে। যেমন- Masters in Textile Engineering, RWTH Aachen University এবং Masters in Textile Machinery and High Performance Material Technology, TU Dresden. তবে উভয় কোর্সের জন্যই এ২ থেকে বি১ পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ জানা জরুরি। কোয়ালিটির বিবেচনায় আখেন অনেক উপরের ইউনিভার্সিটি তবে কোর্সটি সেল্ফ ফান্ডেড। প্রতি সেমিস্টারে গুণতে হবে সাড়ে ৪ হাজার ইউরো।
প্ল্যান-৩ ম্যাটেরিয়াল সাইন্স বা পলিমার কোর্স
ম্যাটেরিয়াল সাইন্স এবং পলিমার ম্যাটেরিয়ালে বর্তমানে বেশ কিছু কোর্স রয়েছে। যেমন- Masters in Chemistry and Physics of Functional Materials, University of Koblenz-Landau; Masters in Nanobiophysics, Technische Universität Dresden; Masters in Science Sustainable Materials – Polymer Sciences, University of Freiburg; Masters in Polymer Materials Science, Martin Luther University Halle-Wittenberg এই কোর্সগুলোতে সরাসরি ইংরেজি মাধ্যমে আবেদন করা যায়। তবে এডমিশন পাবার জন্য জার্মান স্কেলে সিজিপিএ ২.৫ অথবা তারচেয়ে বেশি ভালো থাকতে হবে। যদিও ড্রেসডেনের ন্যানোবায়োফিজিক্সের স্কোর কতো দরকার সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই।
প্ল্যান-৪ এনভারমেন্টাল সম্পর্কিত কোর্স
মাস্টার্সে কিছুক্ষেত্রে এনভায়রমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ আবেদন করা সম্ভব। যাদের সিজিপিএ তুলনামূলক জার্মান স্কেলে ২.৫ এর নিচে আছে তাদের জন্য বেস্ট অপশন হতে পারে Masters in Environmental Engineering, HTW Dresden. এনভারমেন্টালের জন্য BTU Cottbus একই ধাঁচের মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকে। এবং সেখানে টেক্সটাইল গ্রাজুয়েটদের আবেদন করার সুযোগ রয়েছে।
সতর্কতা
উপরোক্ত অ্যানলাইসিস ডাড ওয়েব সাইট এবং কিছু অ্যাপ্লিকেন্টের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আলোচনা হয়েছে মাত্র। সেমিস্টার ভেদে রিকোয়ারমেন্ট পরিবর্তিত হতে পারে। কাজেই সবচেয়ে ভালো উপায় হচ্ছে আর্টিকেলের ধারণা কাজে লাগিয়ে নিজে নিজে অ্যানলাইসিস করা এবং সিদ্ধান্ত নিয়ে সেভাবে অগ্রসর হওয়া।
জার্মানিতে ইঞ্জিনিয়ারিং অথবা সাইন্সের সাবজেক্টগুলো তুলনামূলক বেশ কঠিন এবং শ্রমসাধ্য। কাজেই যারা টেক্সাটাইল থেকে প্ল্যান-১ ব্যাতিত বাকি অপশনগুলোর কথা ভাবছেন তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। অনেক বেশি পড়াশুনা করতে হবে এবং এটাই বাস্তবতা হিসেবে মেনে নিয়ে মনোসংযোগ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন