ন্যানো ফাইবার ইলেক্ট্রো স্পিনিং | Nano Fibre | Electro Spinning - Textile Lab | Textile Learning Blog
ন্যানো ফাইবার টেকনোলোজী

বর্তমানে মেডিক্যাল এবং হোম টেক্সটাইলে ন্যানোফাইবার টেকনোলোজি বিশেষ ভূমিকা রাখছে। এই ন্যানোফাইবারের সুতার সূক্ষ্নতা আর্দ্রতা শোষণে বিশেষভাবে কাজ করে।
ন্যানোফাইবার বলতে ১০০ ডায়ামিটার অথবা তার চেয়ে কম ডায়ামিটারের কার্বন ফাইবারকে বুঝানো হয়। এটি একটি কৃত্রিম ফাইবার।
এই কৃত্রিম ফাইবার ইলেক্ট্রোস্পিনিংয়ের সাহায্যে পলিমারকরণের মাধ্যমে প্রস্তুত করা হয়।










এই ইলেক্ট্রোস্পিনিং পদ্ধতিটি নিম্ন বিভব থেকে অতি উচ্চ বিভব বৈদ্যুতিক আধানে সম্পন্ন করা হয়। যেখানে পলিমার দ্রবণের সিরিন্জের সাথে একটি ইলেকট্রোড রাখা হয়। এরপর ইলেক্ট্রোডের সুইচ অন করে নিম্নোক্তভাবে কাজ সম্পন্ন করা হয় : 


১. এই ইলেক্ট্রোডের সাহায্যে পলিমারের নিম্ন বিভবের আধানকে অতি উচ্চ বিভবে রুপান্তরিত করে ইলেক্ট্রোস্প্রেয়িংয়ের সাহায্যে ন্যানোমিটার ব্যাসার্ধ্যের পলিমারের তন্তু প্রস্তুত করা হয়। 
ইলেক্ট্রোস্প্রেয়িং পদ্ধতিটি গ্লাস অথবা অন্য কোন সংকর ধাতুতে তৈরি অ্যায়ারজেট পদ্ধতিতে একটি ড্রপলেটের মাধ্যমে নিঃসৃত করে সম্পন্ন করা হয়। 



২. একটি স্থির বৈদ্যুতিক বলের ঘর্ষণ বল দ্বারা পলিমার একীভূত করে নিঃসৃত করা হয়। এই স্থির বৈদ্যুতিক বলের প্রভাবে পৃষ্ঠটানের শক্তি কাজ করে যখন কার্বনের পলিমারেরতড়িৎঋণাত্নকতা ইলেক্ট্রোডের আধানকে বিপরীত মুখী করার চেষ্টা করে। তখন একটি পিস্টনের সাহায্যে এই নিম্নমুখী বিভবকে অতি উচ্চ বিভবের দিকে চালনা করা হয় এর ফলে কার্বন পলিমারের তড়িৎঋণাত্নকতার বলয় ভেঙ্গে নেগেটিভ চার্জ পেছনের দিকে চলে আসে এবং পজিটিভ চার্জ সামনের দিকে অগ্রসর হয়। এই নেগেটিভ চার্জের বলয়ের বিস্ফোরণে পলিমার বিস্তৃত হয়ে ড্রপলেটের মাধ্যমে নিঃসৃত হয়। 








৩. এই বলয়ের বিস্ফোরণ অবস্থানকে 'টেইলর কোণ' বলা হয়। এই ড্রপলেটের সাহায্যে নিঃসৃত উচ্চ আধানবিশিষ্ট পলিমারের কালেক্টরে জমা করা হয়। কালেক্টরের সাথে থাকা ইলেকট্রোডের মাধ্যমে পলিমার তন্তুর আধান নাকচ হয়ে যায়। 

এই পলিমার মিশ্রণের মধ্য থাকে সাধারণত পিইই, পিইটি , পিপি ইত্যাদি।









Khurram Bahadur
Shyamoli Textile Engineering College, Dhaka

ন্যানো ফাইবার ইলেক্ট্রো স্পিনিং | Nano Fibre | Electro Spinning

ন্যানো ফাইবার টেকনোলোজী

বর্তমানে মেডিক্যাল এবং হোম টেক্সটাইলে ন্যানোফাইবার টেকনোলোজি বিশেষ ভূমিকা রাখছে। এই ন্যানোফাইবারের সুতার সূক্ষ্নতা আর্দ্রতা শোষণে বিশেষভাবে কাজ করে।
ন্যানোফাইবার বলতে ১০০ ডায়ামিটার অথবা তার চেয়ে কম ডায়ামিটারের কার্বন ফাইবারকে বুঝানো হয়। এটি একটি কৃত্রিম ফাইবার।
এই কৃত্রিম ফাইবার ইলেক্ট্রোস্পিনিংয়ের সাহায্যে পলিমারকরণের মাধ্যমে প্রস্তুত করা হয়।










এই ইলেক্ট্রোস্পিনিং পদ্ধতিটি নিম্ন বিভব থেকে অতি উচ্চ বিভব বৈদ্যুতিক আধানে সম্পন্ন করা হয়। যেখানে পলিমার দ্রবণের সিরিন্জের সাথে একটি ইলেকট্রোড রাখা হয়। এরপর ইলেক্ট্রোডের সুইচ অন করে নিম্নোক্তভাবে কাজ সম্পন্ন করা হয় : 


১. এই ইলেক্ট্রোডের সাহায্যে পলিমারের নিম্ন বিভবের আধানকে অতি উচ্চ বিভবে রুপান্তরিত করে ইলেক্ট্রোস্প্রেয়িংয়ের সাহায্যে ন্যানোমিটার ব্যাসার্ধ্যের পলিমারের তন্তু প্রস্তুত করা হয়। 
ইলেক্ট্রোস্প্রেয়িং পদ্ধতিটি গ্লাস অথবা অন্য কোন সংকর ধাতুতে তৈরি অ্যায়ারজেট পদ্ধতিতে একটি ড্রপলেটের মাধ্যমে নিঃসৃত করে সম্পন্ন করা হয়। 



২. একটি স্থির বৈদ্যুতিক বলের ঘর্ষণ বল দ্বারা পলিমার একীভূত করে নিঃসৃত করা হয়। এই স্থির বৈদ্যুতিক বলের প্রভাবে পৃষ্ঠটানের শক্তি কাজ করে যখন কার্বনের পলিমারেরতড়িৎঋণাত্নকতা ইলেক্ট্রোডের আধানকে বিপরীত মুখী করার চেষ্টা করে। তখন একটি পিস্টনের সাহায্যে এই নিম্নমুখী বিভবকে অতি উচ্চ বিভবের দিকে চালনা করা হয় এর ফলে কার্বন পলিমারের তড়িৎঋণাত্নকতার বলয় ভেঙ্গে নেগেটিভ চার্জ পেছনের দিকে চলে আসে এবং পজিটিভ চার্জ সামনের দিকে অগ্রসর হয়। এই নেগেটিভ চার্জের বলয়ের বিস্ফোরণে পলিমার বিস্তৃত হয়ে ড্রপলেটের মাধ্যমে নিঃসৃত হয়। 








৩. এই বলয়ের বিস্ফোরণ অবস্থানকে 'টেইলর কোণ' বলা হয়। এই ড্রপলেটের সাহায্যে নিঃসৃত উচ্চ আধানবিশিষ্ট পলিমারের কালেক্টরে জমা করা হয়। কালেক্টরের সাথে থাকা ইলেকট্রোডের মাধ্যমে পলিমার তন্তুর আধান নাকচ হয়ে যায়। 

এই পলিমার মিশ্রণের মধ্য থাকে সাধারণত পিইই, পিইটি , পিপি ইত্যাদি।









Khurram Bahadur
Shyamoli Textile Engineering College, Dhaka

কোন মন্তব্য নেই: