Lab Dip submission ও কিছু প্রসংগিক কথা
অর্ডার প্রাপ্তির পর একজন মার্চেন্ডাইজারের প্রথম কাজ হচ্ছে Lab Dip submission । Lab Dip হচ্ছে বায়ার কর্তৃক দেয়া Color এর approval process যার মাধ্যমে Dyeing recipe নির্ধারণ করা হয় । Lab Dip হবে তখন Dyeing এর জন্য recipe standard । কাজেই Lab Dip এর ক্ষেত্রে সামান্যতম ভুল হলে সমগ্র অর্ডারের জন্য হবে বিশাল দুর্ঘটনা । তাই Lab Dip এর approval ও সংশ্লিষ্ট আরও কিছু বিষয় খুব গুরুত্বের সাথে নিতে হবে । আজ আমরা Lab Dip নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব ।
প্রথমেই মার্চেন্ডাইজারকে জেনে নিতে হবে color এর pantone অথবা color standard যা দিয়ে Lab Dip প্রস্তুত করা হবে । Lab Department কে সঠিক তথ্য দিয়ে Lab Dip চাইতে হবে । মনে রাখতে হবে বায়ার কর্তৃক আপনাকে দেয়া নির্দিষ্ট সময়ের যে schedule আছে তা ল্যাব কর্তৃপক্ষকে অবহিত করবেন। সাধারণত তারা চায় একটু সময় নিয়ে কাজ করতে কিন্তু আপনি অবশ্য নিজের সময়ের কথা জানিয়ে দিবেন ।
Lab Dip এর জন্য fabric composition ও construction খুব গুরুত্বপূর্ণ । সে জন্য Lab Dip request করার আগে সব কিছু নিশ্চিত হন । Dyeing process কি হবে তা জানাতে ভুল করবেন না । যেমন reactive dye , pigment কিংবা discharge dye কিনা জেনে নিন । অনেক সময় দেখা যায় বায়ারের পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হয়নি কি Dyeing হবে । তখন Lab সংশ্লিষ্টরা Dyeing এর common process এ তা প্রস্তুত করে । কিন্তু মার্চেন্ডাইজারকে আগে থেকে নিশ্চিত করে নিতে হবে কি Dyeing process । উদাহরণ দিলে বলা যায় discharge প্রিন্ট এর জন্য অবশ্যই discharge Dyeing হবে । এ বিষয় আপনি আগে থেকে ঠিক করতে না পারলে পরে অনেক ঝামেলায় পড়তে পারেন ।
Lab Dip এর জন্য Light source গুরুত্বপূর্ণ বিষয় । আগেই জেনে নিন আপনার কাষ্টমার কোন Light source ব্যাবহার করে থাকে । সাধারণত day light D65 ও shop light TL 84 বিভিন্ন বায়াররা ব্যবহার করে থাকে ।
Lab Dip হাতে পাওয়ার পর আগে নিজে দেখে নিন color এর pantone অথবা color standard এর মত তা হয়েছে কিনা । কারণ বায়ারের কাছে পাঠিয়ে সময় নষ্ট করার থেকে নিজেই নিশ্চিত হন সব ঠিক আছে । Lab Dip এর একটা কপি অবশ্যই আপনার কাছে রাখবেন । সেখানে তারিখ দিতে ভুলবেন না না । Lab Dip এমন জায়গায় রাখবেন যেখানে তা ময়লা হবে না । যত্র তত্র Lab Dip না রেখে সুন্দর ভাবে ফাইলে রাখুন ।
অনেক সময় দেখা যায় Lab Dip resubmission এর সময় Lab সংশ্লিষ্টরা comment ঠিক মত অনুসরণ করে না । যেন তেন ভাবে অনেকে এ কাজটা করার চেষ্টা করেন । তাই আপনাকে খেয়াল রাখতে হবে নতুন submission এর ক্ষেত্রে যেন কোন ছলচাতুরীর আশ্রয় কেউ না নিতে পারে ।
আপনি মাঝে মাঝে দেখবেন বায়ার আপনাকে কোন প্যান্টের অংশ বিশেষ কেটে বলছেন এর মত করে Lab submission করতে । আর আপনি তা অনুসরণ করে Lab দিলেন এবং যখন প্যান্ট বানালেন দেখলেন এর color ,Lab dip এর সাথে মিলছে না । কারণ বায়ার আপনাকে যে swatch দিয়েছিল তা হচ্ছে garments wash করা কোন অংশ আর আপনার Lab ,garments wash এর পূর্বের কোন কিছু । তাই garments wash এর পর পরিবর্তন color হওয়া খুব স্বাভাবিক । কাজেই এ বিষয়ে বায়ারকে আগে বলে দিন Lab হচ্ছে garments wash এর পূর্বের color । তাই garments wash এর পর color পরিবর্তন বায়ারকে মানতে হবে ।
Written By :
MD. Mohammad Nurul Alam
Visit His Blog : Mearchandiser Blog
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন