ডাইং ফেব্রিকের অরেঞ্জ সেড গুলির কিছু বৈশিষ্ট্য - Textile Lab | Textile Learning Blog
অরেঞ্জ সেড গুলির কিছু বৈশিষ্ট্য :

১. সেড টাইপ : ক্রিটিক্যাল কালার।

২. ডাইজ কম্বিনেশন :
রেড + ইয়োলো +অরেঞ্জ = অরেঞ্জ সেড

৩. অরেঞ্জ সেডে ব্লু দেয়া হয় না এর কারন হচ্ছে ব্লু নেভি টার্কিশ  এটা সেড এ ডাল করে ফেলে আর অরেঞ্জ সেড হাইলি ব্রাইট সেড। আপনি চাইলে রেড ইয়োলো নেভি, ব্লু দিয়ে অরেঞ্জ করতে পারবেন না।

৪. অরেঞ্জ ডাইজ এর স্ট্রেন্থ কম এই কারনে আফটার ওয়াস অরেঞ্জ ডাইজ কেটে যায়।

৫. অরেঞ্জ সেড গরম অবস্থায় ব্লুয়িশ রেডিশ এবং ডার্ক দেখা যাবে তাই এটা ঠাণ্ডা না করে সেড চেক করা যাবে না।

৬. অরেঞ্জ সেড এর জন্য ব্লু ডাইজ ইউজ হয় না তাই অরেঞ্জ কে ব্লুয়িশ টোন করার জন্য রেড আর অরেঞ্জ বাড়াতে হয়।

৭. অরেঞ্জ সেড কে ক্রিটিকাল ব্লার কারন হচ্ছে এ সেডে রেড ইয়োলোর সাথে অরেঞ্জ আছে আর অরেঞ্জ অনেকটাই রেডিশ ইয়োলোইশ তাই টোটাল ২ টা টো রেড আর ইয়োলো তাই সেড এর টোন ঠিক রাখার জন্য ডাইজ এর অনুপাত ঠিক করা অনেক কঠিন।

৮. অরেঞ্জ সেডে রেড আপ থাকে।











ডাইং ফেব্রিকের অরেঞ্জ সেড গুলির কিছু বৈশিষ্ট্য

অরেঞ্জ সেড গুলির কিছু বৈশিষ্ট্য :

১. সেড টাইপ : ক্রিটিক্যাল কালার।

২. ডাইজ কম্বিনেশন :
রেড + ইয়োলো +অরেঞ্জ = অরেঞ্জ সেড

৩. অরেঞ্জ সেডে ব্লু দেয়া হয় না এর কারন হচ্ছে ব্লু নেভি টার্কিশ  এটা সেড এ ডাল করে ফেলে আর অরেঞ্জ সেড হাইলি ব্রাইট সেড। আপনি চাইলে রেড ইয়োলো নেভি, ব্লু দিয়ে অরেঞ্জ করতে পারবেন না।

৪. অরেঞ্জ ডাইজ এর স্ট্রেন্থ কম এই কারনে আফটার ওয়াস অরেঞ্জ ডাইজ কেটে যায়।

৫. অরেঞ্জ সেড গরম অবস্থায় ব্লুয়িশ রেডিশ এবং ডার্ক দেখা যাবে তাই এটা ঠাণ্ডা না করে সেড চেক করা যাবে না।

৬. অরেঞ্জ সেড এর জন্য ব্লু ডাইজ ইউজ হয় না তাই অরেঞ্জ কে ব্লুয়িশ টোন করার জন্য রেড আর অরেঞ্জ বাড়াতে হয়।

৭. অরেঞ্জ সেড কে ক্রিটিকাল ব্লার কারন হচ্ছে এ সেডে রেড ইয়োলোর সাথে অরেঞ্জ আছে আর অরেঞ্জ অনেকটাই রেডিশ ইয়োলোইশ তাই টোটাল ২ টা টো রেড আর ইয়োলো তাই সেড এর টোন ঠিক রাখার জন্য ডাইজ এর অনুপাত ঠিক করা অনেক কঠিন।

৮. অরেঞ্জ সেডে রেড আপ থাকে।











কোন মন্তব্য নেই: