টেক্সটাইল সেক্টরে জরুরী কথাটি কতো টা জরুরী - Textile Lab | Textile Learning Blog

টেক্সটাইল সেক্টরে জরুরী কথাটি কতো টা জরুরী

টেক্সটাইল সেক্টরে জরুরী কথাটি কতো টা জরুরী

টেক্সটাইল সেক্টরে জরুরী আর্জেন্ট ফায়ার আর্জেন্ট কথাটি একটি কমন টার্ম মার্চেন্ডাইজার মার্কেটিং গার্মেন্টস এর লোকজনের জন্য এর মুল কারন হচ্ছে ফেব্রিক একসেসরিস সাপ্লাইচেইন ঠিক রাখা।

তবে জরুরী না বলা হলে টেক্সটাইলে কাজ তেমন হয় না এর মুল আমাদের ইন্ড্রাস্ট্রি গুলির ক্যাপাসিটির চেয়ে অনেক বেশি পরিমাণ বুকিং নেয়া থাকে যার ফলে টাইম এবং শিডিউল সব সময় মেলানো যায় না, আর আমাদের দেশের ফেক্টরির প্রসেস রিপ্রসেস রেশিও ৬০% : ৪০% তাই আমাদের ডেলিভারি ডেইট এর শিডিউল বিপর্যয় হয় এবং এটা হওয়া অস্বাভাবিক কিছু নয় ।


আপনি যখন মার্চেন্ডাইজার, মার্কেটিং এর লোক হবেন তখন আপনার ইমার্জেন্সি কাজ থাকলে আপনার উচিৎ  তা আপনাকে ডেড লাইন দিয়ে দেয়া ।  এবং টাইম টু টাইম খোজ নেয়া।
সাধারণত কাজের তাগিদ আপনাকেই নিজের স্বার্থেই দিতে হবে কারন আপনি যতো দ্রুত প্রডাকশন থেকে কাজ বের করে নিয়ে আসবেন  তা আপনার জন্য ততোই মংগল জনক হবে। কাজ ডাইং, উইভিং, নীটিং যেখানে দেননা কেনো আপনাকে লস টাইম ধরে তাদের ডেড লাইন দিতে হবে আপনার যে দিন ডেলিভারি লাগবে তার মিনিমাম ২-৪ দিন আগে সময় দিন কারন প্রডাকশনে আপনার ডেলিভারি ডেইট অনুযায়ী ডাইং শিডিউল প্রোগ্রাম সাজানো হয় কিন্ত কখনো রিপ্রসেস এর শিডিউল সাজানো হয় না মানে ডাইং এর নিয়ম অনুযায়ী আপনার যে দিন ডিলিভারি তার ২ দিন আগে ডাইং করা হবে  যাতে   ১ দিন ডাইং ১ দিনে ফিনিশিং করে দেয়া যায় কিন্ত যদি সেড না মিলে তবে কি হবে আপনার! 

এর জন্য একটু কমিয়ে সময় দেয়া হয় যাতে করে হাতে রিপ্রসেস, রেক্টিফাই  করার মতো কিছু সময় থেকে যায়।






কোন মন্তব্য নেই: