টেক্সটাইলে জবে মটিভেটেড হতে আপনারা কিছু কাজ করতে পারেন ? - Textile Lab | Textile Learning Blog
job

টেক্সটাইলে জবে মটিভেটেড হতে আপনারা কিছু কাজ করতে পারেন ?

আপনি টেক্সটাইলে জবে যদি মটিভেটেড হতে আপনারা কিছু কাজ করতে পারেন ?

যেমন আপনারা আমাদের ফ্রেন্ডলিস্টে এমন সিনিয়র ভাই আছেন যারা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন, বা ভালো অর্গানাইজেশনে জব করেন তাদের প্রোফাইল ভালো করে চেক করুন তাদের ফরেইন কান্ট্রি ট্যুর,  5 Star চেক ইন, থাইলেন্ড মালয়েশিয়া ইন্ডিয়া ট্রিপ, রিসোর্ট ট্রিপ, ডিনার পার্টির ছবি গুলি দেখলে আপনার মনে এমনি প্রেরনা কাজ করবে।

লিংকড ইনে বাইং হাউস, রিজনাল অফিস এর কান্ট্রি ম্যানাজার দের প্রোফাইল গুলি ঘাঁটবেন আপনি  তাদের পার্সোনালিটি এবং পজিশন দেখে ইন্সপায়ার হবেন।

আমরা ফিউচার নিয়ে ভেবে এতোটা কাতর যে আমাদের ফিউচার কিভাবে নিজেরাই ডেভেলপ করবো তা ভুলে যাই আর আমাদের প্রফেশনাল গাইড করার জন্য মেন্টর খুজে পাই না ।





কোন মন্তব্য নেই: