Market QC কি বা স্টকলট পন্য কেনার আগে জেনে রাখুন | Garments Stock Lot Business - Textile Lab | Textile Learning Blog
Market QC বলতে কি বোঝায় ?

এই শব্দটি আমরা সবাই জানি । আমার বেক্তিগত মত এটি একটি ভয়ানক কৌশল চতুর ব্যাবসায়ীদের জন্য । ক্রেতা বা বিক্রেতা কেউ না কেউ ঠকবেই। QC মানে Quality Check.  মার্কেট QC হলো আপনাকে মার্কেট থেকে যে কোয়ালিটি চেক করে দিবে আপনাকে ওই রিপোর্ট অনুযায়ী মাল কিনতে হবে আপনি আপনার কেনা গার্মেন্টস কে বা প্রডাক্ট কে সেল্ফ ইন্সপেকশন করতে পারবেন না ।  এখানে মুল সমস্যা হচ্ছে আপনাকে যদি তারা রিজেক্ট মাল ও দেয় এটা নিতেও আপনি নিতে বাধ্য ।  সাধারণত মার্কেট QC এর চেয়ে নিজের ১০০% সেল্ফ ইন্সপেকশন ভালো এটি টোটাল ১০০% রিক্স ফ্রি ।



Market QC নিয়ে কিছু  বিষয় জেনে নিন?

এর উৎপত্তি বঙ্গ বাজার থেকে । স্টক লট ব্যাবসার উৎপত্তি বা আবিষ্কার হয় বঙ্গ বাজার থেকে ।

বাংলাদেশের লোকাল মাল তৈরি হয় সদরঘাট বা কালিগঞ্জ থেকে স্বাধীনতার আগ থেকে । আর বঙ্গ বাজার প্রথম গার্মেন্টস এর রিজেক্ত মাল বা স্টক কিনে লোকাল মার্কেট এ সেল দেয়া শুরু করে এবং বাহিরেও এক্সপোর্ট শুরু করে । এখনও বাংলাদেশে সবচেয়ে বেশি মাল এক্সপোর্ট হয় বঙ্গবাজার থেকে , প্রচুর বড় বড় বায়ার ওইখানেই বসে । এখনকার যারা বড় বড় বায়ার সাজে , এরা এদের কাছে কিছুই না । (বায়ার বলতে আমি বুঝাছি তাকে , যার নিজের শো রুম বিদেশে আছে)। বঙ্গবাজারের ওইসব বায়ার দিয়ে সাপ্লায়াররা কোটি কোটি টাকা কামিয়ে নিতে পেরেছে আর এখনকার বায়াররা সাপ্লায়ারদের দিক দেখে না , দেখে কেবল নিজের স্বার্থ তাই তারা ব্যাবসায় নিজেরাও খুব বেশি একটা আগাতেও পারেনা । বায়ারদের উদ্দেশে বলছি , সাপ্লায়ারদের সম্মান এবং স্বার্থের দিকে বেশি লক্ষ্য রাখুন , আপনার ব্যাবসার স্বার্থ সাপ্লায়ার দেখবে। সাপ্লায়াররা বায়ারদেরকে আপন ভাবতে চায় কিন্তু বায়াররা আপন ভাবতে পারেনা । এর জন্য অনেকাংশে দায়ী কিছু অনভিজ্ঞ সাপ্লায়ার বা অসৎ সাপ্লায়ারদের জন্য ।

যাইহোক যে কথায় ছিলাম Market QC। তো বঙ্গ বাজারের যত সাপ্লায়ার ছিল তারা গার্মেন্টস থেকে ঝুঁট কিনত । স্টক লেফটওভার মাল ঝুঁট হিসেবেই বিক্রি হত আগে । ঝুঁট নামানোর পরেই তারা ভাল মাল গুলো আলাদা করে ফেলত, আর ফুটা ছিরা মালগুলো  বিভিন্ন রকম স্তিকার , রিপু করে পাইকারি বিক্রি করতো এবং পরবর্তীতে এক্সপোর্ট করাও শুরু হয় । মুলত ফ্রেশ মালগুলো বাইরে যাওয়া শুরু করে কাজ করা মালগুলো বঙ্গ মার্কেটে বিক্রি হওয়া শুরু হয় । তখন থেকেই যেসব মাল কাজ করতে হবে সেগুলাকে বলা হতো মার্কেটের মাল । যখন চেক করে ফ্রেশ মাল আলাদা করতো আর মার্কেটের মাল আলাদা করতো তখন কর্মচারীদের বলা হতো "মার্কেট চেক কর"।

এই থেকে আসলো Market QC শব্দটি । এই স্টকলট বেবসা শুরু হয়  ৯০' পরবর্তী  সময়ে যতটুকু আমি জানি। তৎকালীন সময়ে যারা ঝুঁট ব্যাবসা করেছে তারা আজ হাজার হাজার কোটি টাকার মালিক । "হাজার হাজার কোটি" শব্দটি শুনে চোখ কপালে উথাবেন না প্লিজ , বা ভাববেন না আমি চাপা ছারতেসি । এই স্টক লট এবং ঝুঁট বেবসা করে হাজার কোটি টাকার মালিক অনেকেই আছে , অনেকেই। তারা সাপ্লায়ারদের উপরে ভরসা করে ব্যাবসা করেই এতো বড় হয়েছে , এখনকার বায়ার রা এসব ব্যাবসা এখন কল্পনাও করতে পারবে না ।  Market QC এর যে কথাটি বলছিলাম , ২০০৭-২০০৮ সাল পর্যন্ত এই Market QC নামক শব্দটি ব্যাবসার অংশই ছিল , পরবর্তীতে এই শব্দটি কেবল ব্যাবহার করা হয় মানুশ ঠকানোর জন্য ।

যেমনঃ
অনেক চতুর লোক যারা মাল কিনে , যাদের উদ্দেশ্য মানুশ ঠকিয়ে ব্যাবসা করা তারা Market QC দিয়ে মাল কিনে বেশি।



উদাহরনঃ

তারা যদি দেখে ৫ হাজার পিস মাল এর কন্ডিশন ভাল , তাহলে তারা সেটা Market QC কিনতে চাবে। কারন তাতে করে তারা ভাল মাল বেশি পাবে অনেক কম দামে , আর যদি দেখে খারাপ তাহলে  Market QC তে কেনার সময় যতটা সম্ভব শুধু ফ্রেশ মাল নিবে , সামান্য সমস্যা তারা নেয় না এক পর্যায়ে । আপনি বলবেন গদাউন মালিক কি বসে থাকবে যে শুধু ভাল মাল বেছে নিবে ?

জি দাদা , বসেই থাকবে। যতই কেউ কেউ করুক কিউসি মাল বাদ দিতে থাকবে , আর বাদ দেয়া মাল থেকে মালিক এসে আবার বেছে কিছু মাল নিবে আপনাকে দেখানোর জন্য, তারপরেও যদি কোন কারনে গদাউন মালিক মাল দিতে না চায় তখন নানান তালবাহানা করে ২-৪-৫ টাকা বাড়িয়ে একটা নেগসিয়েশন করে মাল নিয়ে নিবে । কারন ততক্ষণে গদাউন মালিক ফাপরে পরে যায় , কারন মাল অগোছালো হয়ে যায়, এবং চিন্তা করে মালে কুফা লাগানো ঠিক হবেনা । নানান কারনেই শেষে ২০০ টাকার কিউসির মাল ১২০ টাকায় বেচতে হয় Market QC নামক ভয়ানক একটি নাম দিয়ে । এটা হল যারা Market QC তে মাল কিনে বাটপারি  করে ।

এবার আসি যারা Market QC তে বেচে বাটপারি করার জন্য । সাভার , গাজীপুর অঞ্চলে এই ধরনের বাটপারের আনাগোনা খুব বেশি । সবাই না অবশ্যই । ভাল খারাপ সবখানেই আছে । কিউসি আউট মাল তারা আপনার সামনে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে। ৯০০০ পিস থাকবে সব বাদ , আর ১ হাজার পিস থাকবে ফ্রেস মাল ভাজে ভাজে খুব সুন্দর করে সাজানো ।

Market QC তে সেল করবে । Market QC মানে হল _ বড় দাগ বড় ফুটা নিবেন না , বা আঙ্গুল ফুটা নিবেন না । কিন্তু ছোটোখাটো সকল সমস্যাই নিতে হবে । মাল প্রথমে খুব ভাল পাওয়া যাবে , পরে দেখা যাবে এক বডিতে ৫-৬ টা করে ছোট ফুটা , কিন্তু আইন অনুযায়ী সেটাই নিতে হবে । মাল না নেয়ার মতন সিচুয়েশন রাখবে না । যদি আপনার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই এসব লোকদের তুরি মেরে চলে আসতে পারবেন , কিন্তু ক্ষমতা না থাকলে , বড় বাশ অনিবার্য । আর এধরনের বিষয়ে পুলিশের আইজি পরিচিত থাকলেও , যোগাযোগ করা হয় না । এটা বাস্তবতা ।

Market QC এখন একটি ভয়ানক স্টকলট বিজনেস টার্ম । কিউসি আউট মাল এই চেকে বিক্রি হয় বেশি ।



বি,দ্রঃ
যারা Market QC তে সততার সাথে বিজনেস করেন , তারা পোস্ট দয়া করে এড়িয়ে যাবেন।




Market QC কি বা স্টকলট পন্য কেনার আগে জেনে রাখুন | Garments Stock Lot Business

Market QC বলতে কি বোঝায় ?

এই শব্দটি আমরা সবাই জানি । আমার বেক্তিগত মত এটি একটি ভয়ানক কৌশল চতুর ব্যাবসায়ীদের জন্য । ক্রেতা বা বিক্রেতা কেউ না কেউ ঠকবেই। QC মানে Quality Check.  মার্কেট QC হলো আপনাকে মার্কেট থেকে যে কোয়ালিটি চেক করে দিবে আপনাকে ওই রিপোর্ট অনুযায়ী মাল কিনতে হবে আপনি আপনার কেনা গার্মেন্টস কে বা প্রডাক্ট কে সেল্ফ ইন্সপেকশন করতে পারবেন না ।  এখানে মুল সমস্যা হচ্ছে আপনাকে যদি তারা রিজেক্ট মাল ও দেয় এটা নিতেও আপনি নিতে বাধ্য ।  সাধারণত মার্কেট QC এর চেয়ে নিজের ১০০% সেল্ফ ইন্সপেকশন ভালো এটি টোটাল ১০০% রিক্স ফ্রি ।



Market QC নিয়ে কিছু  বিষয় জেনে নিন?

এর উৎপত্তি বঙ্গ বাজার থেকে । স্টক লট ব্যাবসার উৎপত্তি বা আবিষ্কার হয় বঙ্গ বাজার থেকে ।

বাংলাদেশের লোকাল মাল তৈরি হয় সদরঘাট বা কালিগঞ্জ থেকে স্বাধীনতার আগ থেকে । আর বঙ্গ বাজার প্রথম গার্মেন্টস এর রিজেক্ত মাল বা স্টক কিনে লোকাল মার্কেট এ সেল দেয়া শুরু করে এবং বাহিরেও এক্সপোর্ট শুরু করে । এখনও বাংলাদেশে সবচেয়ে বেশি মাল এক্সপোর্ট হয় বঙ্গবাজার থেকে , প্রচুর বড় বড় বায়ার ওইখানেই বসে । এখনকার যারা বড় বড় বায়ার সাজে , এরা এদের কাছে কিছুই না । (বায়ার বলতে আমি বুঝাছি তাকে , যার নিজের শো রুম বিদেশে আছে)। বঙ্গবাজারের ওইসব বায়ার দিয়ে সাপ্লায়াররা কোটি কোটি টাকা কামিয়ে নিতে পেরেছে আর এখনকার বায়াররা সাপ্লায়ারদের দিক দেখে না , দেখে কেবল নিজের স্বার্থ তাই তারা ব্যাবসায় নিজেরাও খুব বেশি একটা আগাতেও পারেনা । বায়ারদের উদ্দেশে বলছি , সাপ্লায়ারদের সম্মান এবং স্বার্থের দিকে বেশি লক্ষ্য রাখুন , আপনার ব্যাবসার স্বার্থ সাপ্লায়ার দেখবে। সাপ্লায়াররা বায়ারদেরকে আপন ভাবতে চায় কিন্তু বায়াররা আপন ভাবতে পারেনা । এর জন্য অনেকাংশে দায়ী কিছু অনভিজ্ঞ সাপ্লায়ার বা অসৎ সাপ্লায়ারদের জন্য ।

যাইহোক যে কথায় ছিলাম Market QC। তো বঙ্গ বাজারের যত সাপ্লায়ার ছিল তারা গার্মেন্টস থেকে ঝুঁট কিনত । স্টক লেফটওভার মাল ঝুঁট হিসেবেই বিক্রি হত আগে । ঝুঁট নামানোর পরেই তারা ভাল মাল গুলো আলাদা করে ফেলত, আর ফুটা ছিরা মালগুলো  বিভিন্ন রকম স্তিকার , রিপু করে পাইকারি বিক্রি করতো এবং পরবর্তীতে এক্সপোর্ট করাও শুরু হয় । মুলত ফ্রেশ মালগুলো বাইরে যাওয়া শুরু করে কাজ করা মালগুলো বঙ্গ মার্কেটে বিক্রি হওয়া শুরু হয় । তখন থেকেই যেসব মাল কাজ করতে হবে সেগুলাকে বলা হতো মার্কেটের মাল । যখন চেক করে ফ্রেশ মাল আলাদা করতো আর মার্কেটের মাল আলাদা করতো তখন কর্মচারীদের বলা হতো "মার্কেট চেক কর"।

এই থেকে আসলো Market QC শব্দটি । এই স্টকলট বেবসা শুরু হয়  ৯০' পরবর্তী  সময়ে যতটুকু আমি জানি। তৎকালীন সময়ে যারা ঝুঁট ব্যাবসা করেছে তারা আজ হাজার হাজার কোটি টাকার মালিক । "হাজার হাজার কোটি" শব্দটি শুনে চোখ কপালে উথাবেন না প্লিজ , বা ভাববেন না আমি চাপা ছারতেসি । এই স্টক লট এবং ঝুঁট বেবসা করে হাজার কোটি টাকার মালিক অনেকেই আছে , অনেকেই। তারা সাপ্লায়ারদের উপরে ভরসা করে ব্যাবসা করেই এতো বড় হয়েছে , এখনকার বায়ার রা এসব ব্যাবসা এখন কল্পনাও করতে পারবে না ।  Market QC এর যে কথাটি বলছিলাম , ২০০৭-২০০৮ সাল পর্যন্ত এই Market QC নামক শব্দটি ব্যাবসার অংশই ছিল , পরবর্তীতে এই শব্দটি কেবল ব্যাবহার করা হয় মানুশ ঠকানোর জন্য ।

যেমনঃ
অনেক চতুর লোক যারা মাল কিনে , যাদের উদ্দেশ্য মানুশ ঠকিয়ে ব্যাবসা করা তারা Market QC দিয়ে মাল কিনে বেশি।



উদাহরনঃ

তারা যদি দেখে ৫ হাজার পিস মাল এর কন্ডিশন ভাল , তাহলে তারা সেটা Market QC কিনতে চাবে। কারন তাতে করে তারা ভাল মাল বেশি পাবে অনেক কম দামে , আর যদি দেখে খারাপ তাহলে  Market QC তে কেনার সময় যতটা সম্ভব শুধু ফ্রেশ মাল নিবে , সামান্য সমস্যা তারা নেয় না এক পর্যায়ে । আপনি বলবেন গদাউন মালিক কি বসে থাকবে যে শুধু ভাল মাল বেছে নিবে ?

জি দাদা , বসেই থাকবে। যতই কেউ কেউ করুক কিউসি মাল বাদ দিতে থাকবে , আর বাদ দেয়া মাল থেকে মালিক এসে আবার বেছে কিছু মাল নিবে আপনাকে দেখানোর জন্য, তারপরেও যদি কোন কারনে গদাউন মালিক মাল দিতে না চায় তখন নানান তালবাহানা করে ২-৪-৫ টাকা বাড়িয়ে একটা নেগসিয়েশন করে মাল নিয়ে নিবে । কারন ততক্ষণে গদাউন মালিক ফাপরে পরে যায় , কারন মাল অগোছালো হয়ে যায়, এবং চিন্তা করে মালে কুফা লাগানো ঠিক হবেনা । নানান কারনেই শেষে ২০০ টাকার কিউসির মাল ১২০ টাকায় বেচতে হয় Market QC নামক ভয়ানক একটি নাম দিয়ে । এটা হল যারা Market QC তে মাল কিনে বাটপারি  করে ।

এবার আসি যারা Market QC তে বেচে বাটপারি করার জন্য । সাভার , গাজীপুর অঞ্চলে এই ধরনের বাটপারের আনাগোনা খুব বেশি । সবাই না অবশ্যই । ভাল খারাপ সবখানেই আছে । কিউসি আউট মাল তারা আপনার সামনে খুব সুন্দর করে সাজিয়ে রাখবে। ৯০০০ পিস থাকবে সব বাদ , আর ১ হাজার পিস থাকবে ফ্রেস মাল ভাজে ভাজে খুব সুন্দর করে সাজানো ।

Market QC তে সেল করবে । Market QC মানে হল _ বড় দাগ বড় ফুটা নিবেন না , বা আঙ্গুল ফুটা নিবেন না । কিন্তু ছোটোখাটো সকল সমস্যাই নিতে হবে । মাল প্রথমে খুব ভাল পাওয়া যাবে , পরে দেখা যাবে এক বডিতে ৫-৬ টা করে ছোট ফুটা , কিন্তু আইন অনুযায়ী সেটাই নিতে হবে । মাল না নেয়ার মতন সিচুয়েশন রাখবে না । যদি আপনার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই এসব লোকদের তুরি মেরে চলে আসতে পারবেন , কিন্তু ক্ষমতা না থাকলে , বড় বাশ অনিবার্য । আর এধরনের বিষয়ে পুলিশের আইজি পরিচিত থাকলেও , যোগাযোগ করা হয় না । এটা বাস্তবতা ।

Market QC এখন একটি ভয়ানক স্টকলট বিজনেস টার্ম । কিউসি আউট মাল এই চেকে বিক্রি হয় বেশি ।



বি,দ্রঃ
যারা Market QC তে সততার সাথে বিজনেস করেন , তারা পোস্ট দয়া করে এড়িয়ে যাবেন।




কোন মন্তব্য নেই: