ডাইং এর মেটামারিজম সমস্যা | Metamarisom Index - Textile Lab | Textile Learning Blog

ডাইং এর মেটামারিজম সমস্যা | Metamarisom Index

মেটামারিজম কি এবং এটি কেনো হয় !!!

ফেব্রিক ডাইং করার পর তার সেড দেখার জন্য বায়ার নমিনেশন করা বা স্ট্যান্ডার্ড লাইট সোর্স আছে যেমন : D65,TL84,UV,CWF,  এই লাইট সোর্স গুলি দিয়ে সেড দেখার সময় একটি ভিজুয়াল সমস্যা হয় যেমন লাইট সোর্স চেঞ্জ করলে সেড এর টোন চেঞ্জ হয়ে যায়,  সেড এর এই সমস্যাকে মেটামারিজম বলে।
এক কথায় ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন রকম দেখায়।

সাধারনত একই ব্রেন্ড এর ডাই দ্বারা আমরা ডাইং করার চেস্টা করি কিন্ত দুইটি আলাদা ব্রেন্ড এর ডাই দিয়ে যদি ডাইং করা হয় তাদের মধ্য মেটামারিজম আসার সম্ভাবনা প্রচুর।

যেমন  ডাই কম্বিনেশনে Novacron, এর ভেতর  Remazol, Sunzol, Drimarin, Benzactive ডাই দিলে সেড এর মেটামারিজম আশতে পারে।  উভয়ের ক্যামিকেল স্ট্রাকচার কম্পজিশন  আলাদা আলাদা তাই একটি ব্রেন্ড এর সাথে অন্যটি ডাইং করা যায় না। দুটি আলাদা গ্রুপ এর ডাই ব্যাবহার করলে এই সমস্যা হয়। ম্যানুফেচারার ভেদে প্রতিটা ব্রেন্ড এর ডাইজ এর ফাংশনাল গ্রুপ আলাদা যেমন কেও ভিনাইল সালফোন, কেও মনো ক্লোরো ট্রাইএজিন, কেও ডাই ক্লোরো ট্রাইএজিন  গ্রুপের ডাইজ বানায় ফাংশনাল গ্রুপের উপর ডাইজের প্রপার্টি চেঞ্জ হয়।

Tolarance : Metamarisom Index
স্পেক্ট্রোফটোমিটার এর CMC টেস্ট এর সময় মেটামারিজম এর ভ্যালু দেখে এটি পাস ফেইল নির্ধারন করা যায়

টলারেন্স রেইঞ্জ
Value  <.50-0 = Pass
Value > .50= Fail
আমাদের এই ছবি দুটি তে দেখতে পাচ্ছেন সেম রেসিপি তে করা কাপড় দুই আলোতে দুই রকম টোন শো করছে ।

মেটামারিজম সম্পর্কিত কিছু তথ্য:

১. এই কোম্পানির ডাই দিয়ে কম্বিনেশন করতে হবে যেমন Novacron এর ভেতর Remazol,  Everzol এর ডাই দেয়া যাবে না। ম্যানুফেচারার ভেদে প্রতিটা ব্রেন্ড এর ডাইজ এর ফাংশনাল গ্রুপ আলাদা যেমন কেও ভিনাইল সালফোন, কেও মনো ক্লোরো ট্রাইএজিন, কেও ডাই ক্লোরো ট্রাইএজিন  গ্রুপের ডাইজ বানায় ফাংশনাল গ্রুপের উপর ডাইজের প্রপার্টি চেঞ্জ হয়।

২. রিডাইং এর ক্ষত্রে আগের যে ডাই দিয়ে ডাইং করা হয়ে ছিলো পরে ও সেই ডাই ব্যাবহার করে ডাইং করতে হবে।

৩. কিছু কিছু সময়ে ফেব্রিক এর কনস্ট্রাকশন এর কারনে আলাদা টোন শো করে যেমন বায়ার এর দেয়া সোয়াচ টুইল এর আমরা ডাইং করছি পপলিন এ,  তাই দুইটিতে দুই রকম মনে হতেই পারে।

৪. ফিনিশিং এর কারনে অনেক সময়ে মেটামারিজম হয় যেমন ফেব্রিক সুইডিং বা পিচ করা থাকলে এক এক দিকে এক এক রকম মনে হয়।

সমাধান :
কাপড়ে মেটামারিজম হলে কাপড় কাপড় কে স্ট্রিপ করে কাপড় কে পুনোরায় ডাইং করে নিলে মেটামারিজম এর কিছুটা কমে

বায়ার  মেটামারিজম যুক্ত ডাইড  কাপড় নিতে চায় না কেনো !!!

মেটামারিজম মানেই তো এক আলোতে সেড সেইম সেড আলাদা আলাদা।  ধরুন বায়ার এর কাস্টমার আসলো তার দোকান বা রিটেইল অউট লেট থেকে কাপড় কিনে নিয়ে গেলো,  বায়ার যে আলোতে দেখেছে তার ছিলো D65 লাইট। এখন কাস্টমার যদি বাশায় এসে দেখেন যে তা শখের গার্মেন্টস তার এর কালার চেঞ্জ হয়ে গেছে তার জন্য তিনি অই বায়ার এর বিরুদ্ধে মামলা করতে পারেন। এতে তাদের রেপুটেশন নস্ট হতে পারে বিধান বায়ার মেটামারিজম যুক্ত কাপড় পছন্দ করেন না।

১. প্রথম স্যাম্পলের লাইট সোর্স নরমাল টিউব লাইট

২. দ্বিতীয়  স্যাম্পলের লাইট সোর্স TL83 লাইট

৩. তৃতীয়  স্যাম্পলের লাইট সোর্স ফ্লোরোসেন্ট  লাইট

কোন মন্তব্য নেই: