ডাইং এর ক্ষত্রে APS As Per Swatch বলতে কি বুঝায় - Textile Lab | Textile Learning Blog

ডাইং এর ক্ষত্রে APS As Per Swatch বলতে কি বুঝায়

APS ( As Per Swatch ) বায়ার যখন আমাদের কে কাপড় ডাইং করতে দেয় সে কাপড় এর সাথে কিছু কালার সোয়াচ দিয়ে দেয়।  আমরা তাদের গ্রে কাপড় দেয়ার পর আমরা ওই কাপড়কে ব্লিচিং, মার্সারাইজেসন, ওয়াস এর পর RFD কাপড় থেকে কিছু কাপড় কে ল্যাব এ দেই অই সোয়াচ এর মিলিয়ে সাথে মিলানোর জন্য,  ল্যাব আমাদের স্টোর এ থাকা ডাই দিয়ে ওই কাপড় এর ওপর ওই কালার করে।

বায়ার এর সোয়াচ এর সাথে করে বিধায় তাকে তাকে সোয়াচ এর মতো বা As Per Swatch বলে।  

বায়ার কালার রেফারেন্স হিসেবে যা দেয় :
১. ফেব্রিক কালার সোয়াচ।
২. পেন্টোন নাম্বার।

কোন মন্তব্য নেই: