কি ভাবে বুঝবো কি পরিমান, কি কাপড় ডাইং করতে হবে : অর্ডার শিট - Textile Lab | Textile Learning Blog

একটি প্রশ্ন সবার মনে থাকে আমরা ডাইং যে করি তা কিভাবে করি !!! বা আমরা কি ভাবে বুজবো আমাদের কি কাপড় ডাইং করতে হবে ।

উত্তর :
প্রতিটা বায়ার কাজ দেয়ার সময় তারা একটা Work Order,  Order Sheet দিয়ে দেয় যার ভেতর কোন কাপড় কি ভাবে :

* কি ভাবে ডাইং হবে তা উল্লেখ থাকে

*  কি পরিমাণ কাপড় লাগবে তা তা উল্লেখ থাকে

* কয়টা কালার লাগবে তা উল্লেখ থাকে।

*কি ফিনিশ হবে তা উল্লেখ থাকে

*কি কি টেস্ট হবে তা উল্লেখ থাকে

*শ্রীনকেজ কতটুকু চায় তা উল্লেখ থাকে

* GSM কতো চায় তা উল্লেখ থাকে

আমরা অর্ডার সিট হাতে পাওয়ার পর কি কাপড় লাগবে তা ব্যাচ ( নিটিং) ফল্ডিং ( ওভেন) থেকে এনে ওই  অর্ডার সিট এর নির্দেশনা মোতাবেক কাজ করি । আর অর্ডার শিট এর পরিমান ব্যাতিত ডাইং করা যাবে না।

কি ভাবে বুঝবো কি পরিমান, কি কাপড় ডাইং করতে হবে : অর্ডার শিট


একটি প্রশ্ন সবার মনে থাকে আমরা ডাইং যে করি তা কিভাবে করি !!! বা আমরা কি ভাবে বুজবো আমাদের কি কাপড় ডাইং করতে হবে ।

উত্তর :
প্রতিটা বায়ার কাজ দেয়ার সময় তারা একটা Work Order,  Order Sheet দিয়ে দেয় যার ভেতর কোন কাপড় কি ভাবে :

* কি ভাবে ডাইং হবে তা উল্লেখ থাকে

*  কি পরিমাণ কাপড় লাগবে তা তা উল্লেখ থাকে

* কয়টা কালার লাগবে তা উল্লেখ থাকে।

*কি ফিনিশ হবে তা উল্লেখ থাকে

*কি কি টেস্ট হবে তা উল্লেখ থাকে

*শ্রীনকেজ কতটুকু চায় তা উল্লেখ থাকে

* GSM কতো চায় তা উল্লেখ থাকে

আমরা অর্ডার সিট হাতে পাওয়ার পর কি কাপড় লাগবে তা ব্যাচ ( নিটিং) ফল্ডিং ( ওভেন) থেকে এনে ওই  অর্ডার সিট এর নির্দেশনা মোতাবেক কাজ করি । আর অর্ডার শিট এর পরিমান ব্যাতিত ডাইং করা যাবে না।

কোন মন্তব্য নেই: