কাউন্ট নিয়ে কিছু কথা জেনে নিন | Yarn Count - Textile Lab | Textile Learning Blog
Collected From : Texile Mania
কাউন্ট ধাঁধার সমাধান (Count Solution)

টেক্সটাইল ছাত্রদের একটা খুব সাধারণ সমস্যার নাম কাউন্ট । কাউন্ট যে খুব জটিল বিষয় তা নয় কিন্তু টেক্সটাইলে সর্বোচ্চ ডিগ্রি ধারিদেরও কাউন্ট নিয়ে সমস্যায় পরতে প্রায়শই দেখা যায়  । বিশেষ করে ভাইবা বা ইন্টার ভিউয়ের সময় কাউন্ট নিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করলেই বেশীরভাগ ছাত্রকেই উত্তর দিতে বেগ পোহাতে হয় । এর একটা প্রধান কারন হল আমরা যেসব টেক্সট বুক পড়ে কাউন্ট সম্পর্কে জানার চেষ্টা করি সেগুলোর ভাষা পাকাপোক্ত ভাবে আমাদের মাথায় ঢোকে না ।

এক্ষেত্রে যদি শুধু একটি বিষয়কে মানদণ্ড ধরে  হিসাব করা হয় তাহলে বিষয়টা অনেক সোজা হয়ে দাঁড়ায় । অবশ্যই এক্ষেত্রে ভাষা একটা বিশাল ফ্যাক্টর । যদি তুলনামূলক সহজ ভাষায় আমরা এই বিষয় টা জানতে পারি তাহলে তত সহজে তা আমাদের মনে গেঁথে যাবে । সবকিছু বিবেচনায় এনে যতটা সম্ভব সহজ ভাষায় লেখার প্রয়াস  করা হল , আশা করি সবাই উপকৃত হবেন ।

আমাদের দৈনন্দিন প্রত্যেকটি কাজের সাথে মাপজোক অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত  । টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ সুতার পরিমাপ খুবই গুরুত্ত পূর্ণ একটি বিষয় । যে মাধ্যমের সাহায্যে সুতার হিসাব নিকাশ করা হয় অথবা সুতা মোটা না চিকণ তা এক দৃষ্টিতেই বলে দেয়া যায় তাকে কাউন্ট সিস্টেম বলা হয় ।

কাউন্ট(count) :কাউন্ট বলতে বোঝায় একটি নাম্বার কে যা একক ভরে দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্য ভরকে প্রকাশ করে ।

কাউন্ট দুই প্রকার, যথাঃ
১.ডাইরেক্ট কাউন্ট(Direct Count)
২.ইন্ডাইরেক্ট কাউন্ট(Indirect Count)

ডাইরেক্ট কাউন্ট (Direct Count) <যখন দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে>
তিন ধরনের ডাইরেক্ট কাউন্ট হয়ে থাকেঃ- টেক্স,ডেনিয়ার,পাউন্ড পার স্পিন্ডল

টেক্স (Tex) : ১০০০ মিটারে দৈরঘের সুতার ওজোনকে গ্রামে প্রকাশ করা হয় এবং সে হিসেবে তত একক ধরা হয় । এটি সবচে বেশি ব্যাবহ্রিত তাই সার্বজনীন এককও বলা হয়ে থাকে ।

ডেনিয়ার (Deniar) : ৯০০০ মিটার দৈরঘের সুতার ওজোন কে গ্রামে প্রকাশ করা হয় ।সাধারণত man made fibre এর ক্ষেত্রে ডেনিয়ার একক ব্যাবহ্রিত হয় ।

পাউন্ড পার স্পিন্ডল (pound per spindle) ১৪৪০০ গজ দৈরঘের ওজোন কে pound(lbs) এ প্রকাশ করা হয় । শুধুমাত্র পাটের ক্ষেত্রে এই সিস্টেম ব্যাবহার করা হয় ।

ইন্ডাইরেক্ট কাউন্ট (Indirect count)   <যখন ওজোন অপরিবর্তিত থাকবে>
ইন্ডাইরেক্ট কাউন্ট তিন ধরনের যথাঃইংলিশ কাউন্ট,মেট্রিক কাউন্ট,ওরস্টেড
 
ইংলিশ কাউন্টঃ :    এক পাউন্ড  (lb) ওজোনের সুতায় ৮৪০ গজ  (  ১ গজ = ১.০৯ মিটার)  দৈর্ঘ্যের যে কয়টি hank থাকতে পারে তা দ্বারা তার কাউন্ট নির্দেশিত হয় ।
অর্থাৎ এক পাউন্ড (lb) ওজোনের সুতা নিয়ে মেপে দেখতে হবে সেখানে ৮৪০ গজ দৈর্ঘ্যের  কয়টি hank আছে , যে কইটি হেঙ্ক পাওয়া যাবে তার দ্বারা তার কাউন্ট নির্দেশিত হবে ।
এখানে বলে রাখা দরকার

hank এক জাতীয় সুতার প্যাকেজ যাতে সুতাকে কোয়েল এর মত রাখা হয় । যাকে হস্তচালিত তাতে ব্যাবহারের জন্য সবচে উপযোগী প্যাকেজ ধরা হয় । ভিন্ন ভিন্ন প্রকৃতির সুতার জন্য প্যাকেজের মাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে । hank এর বিভিন্ন মাপের উপর নির্ভর করে সুতার কাউন্ট নির্দেশিত হয় । যেমন - কটন ও সিল্ক এর ক্ষেত্রে  ১ hank=৭৬৮ মিটার ,লিনেন সুতার ক্ষেত্রে ১ hank=২৭০ মিটার এবং combed ফাইবার থেকে তৈরি  worsted সুতার ক্ষেত্রে  ১ hank=৫৭০ মিটার 

মেট্রিক কাউন্ট (Metric count) : 1 kg ওজোনের ইয়ারনে 1000 মিটার দৈর্ঘের যে কয়টি hank থাকবে তার কাউন্ট তত ।

ওরস্টেড (Worsted count) : এটা সাধারণত wool এর ক্ষেত্রে ব্যাবহ্রিত হয় । 1 lb ওজোনের ইয়ারনে 560 গজের যে কয়টি hank থাকবে তার কাউন্ট তত ।




কাউন্ট নিয়ে কিছু কথা জেনে নিন | Yarn Count

Collected From : Texile Mania
কাউন্ট ধাঁধার সমাধান (Count Solution)

টেক্সটাইল ছাত্রদের একটা খুব সাধারণ সমস্যার নাম কাউন্ট । কাউন্ট যে খুব জটিল বিষয় তা নয় কিন্তু টেক্সটাইলে সর্বোচ্চ ডিগ্রি ধারিদেরও কাউন্ট নিয়ে সমস্যায় পরতে প্রায়শই দেখা যায়  । বিশেষ করে ভাইবা বা ইন্টার ভিউয়ের সময় কাউন্ট নিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করলেই বেশীরভাগ ছাত্রকেই উত্তর দিতে বেগ পোহাতে হয় । এর একটা প্রধান কারন হল আমরা যেসব টেক্সট বুক পড়ে কাউন্ট সম্পর্কে জানার চেষ্টা করি সেগুলোর ভাষা পাকাপোক্ত ভাবে আমাদের মাথায় ঢোকে না ।

এক্ষেত্রে যদি শুধু একটি বিষয়কে মানদণ্ড ধরে  হিসাব করা হয় তাহলে বিষয়টা অনেক সোজা হয়ে দাঁড়ায় । অবশ্যই এক্ষেত্রে ভাষা একটা বিশাল ফ্যাক্টর । যদি তুলনামূলক সহজ ভাষায় আমরা এই বিষয় টা জানতে পারি তাহলে তত সহজে তা আমাদের মনে গেঁথে যাবে । সবকিছু বিবেচনায় এনে যতটা সম্ভব সহজ ভাষায় লেখার প্রয়াস  করা হল , আশা করি সবাই উপকৃত হবেন ।

আমাদের দৈনন্দিন প্রত্যেকটি কাজের সাথে মাপজোক অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত  । টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ সুতার পরিমাপ খুবই গুরুত্ত পূর্ণ একটি বিষয় । যে মাধ্যমের সাহায্যে সুতার হিসাব নিকাশ করা হয় অথবা সুতা মোটা না চিকণ তা এক দৃষ্টিতেই বলে দেয়া যায় তাকে কাউন্ট সিস্টেম বলা হয় ।

কাউন্ট(count) :কাউন্ট বলতে বোঝায় একটি নাম্বার কে যা একক ভরে দৈর্ঘ্য বা একক দৈর্ঘ্য ভরকে প্রকাশ করে ।

কাউন্ট দুই প্রকার, যথাঃ
১.ডাইরেক্ট কাউন্ট(Direct Count)
২.ইন্ডাইরেক্ট কাউন্ট(Indirect Count)

ডাইরেক্ট কাউন্ট (Direct Count) <যখন দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে>
তিন ধরনের ডাইরেক্ট কাউন্ট হয়ে থাকেঃ- টেক্স,ডেনিয়ার,পাউন্ড পার স্পিন্ডল

টেক্স (Tex) : ১০০০ মিটারে দৈরঘের সুতার ওজোনকে গ্রামে প্রকাশ করা হয় এবং সে হিসেবে তত একক ধরা হয় । এটি সবচে বেশি ব্যাবহ্রিত তাই সার্বজনীন এককও বলা হয়ে থাকে ।

ডেনিয়ার (Deniar) : ৯০০০ মিটার দৈরঘের সুতার ওজোন কে গ্রামে প্রকাশ করা হয় ।সাধারণত man made fibre এর ক্ষেত্রে ডেনিয়ার একক ব্যাবহ্রিত হয় ।

পাউন্ড পার স্পিন্ডল (pound per spindle) ১৪৪০০ গজ দৈরঘের ওজোন কে pound(lbs) এ প্রকাশ করা হয় । শুধুমাত্র পাটের ক্ষেত্রে এই সিস্টেম ব্যাবহার করা হয় ।

ইন্ডাইরেক্ট কাউন্ট (Indirect count)   <যখন ওজোন অপরিবর্তিত থাকবে>
ইন্ডাইরেক্ট কাউন্ট তিন ধরনের যথাঃইংলিশ কাউন্ট,মেট্রিক কাউন্ট,ওরস্টেড
 
ইংলিশ কাউন্টঃ :    এক পাউন্ড  (lb) ওজোনের সুতায় ৮৪০ গজ  (  ১ গজ = ১.০৯ মিটার)  দৈর্ঘ্যের যে কয়টি hank থাকতে পারে তা দ্বারা তার কাউন্ট নির্দেশিত হয় ।
অর্থাৎ এক পাউন্ড (lb) ওজোনের সুতা নিয়ে মেপে দেখতে হবে সেখানে ৮৪০ গজ দৈর্ঘ্যের  কয়টি hank আছে , যে কইটি হেঙ্ক পাওয়া যাবে তার দ্বারা তার কাউন্ট নির্দেশিত হবে ।
এখানে বলে রাখা দরকার

hank এক জাতীয় সুতার প্যাকেজ যাতে সুতাকে কোয়েল এর মত রাখা হয় । যাকে হস্তচালিত তাতে ব্যাবহারের জন্য সবচে উপযোগী প্যাকেজ ধরা হয় । ভিন্ন ভিন্ন প্রকৃতির সুতার জন্য প্যাকেজের মাপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে । hank এর বিভিন্ন মাপের উপর নির্ভর করে সুতার কাউন্ট নির্দেশিত হয় । যেমন - কটন ও সিল্ক এর ক্ষেত্রে  ১ hank=৭৬৮ মিটার ,লিনেন সুতার ক্ষেত্রে ১ hank=২৭০ মিটার এবং combed ফাইবার থেকে তৈরি  worsted সুতার ক্ষেত্রে  ১ hank=৫৭০ মিটার 

মেট্রিক কাউন্ট (Metric count) : 1 kg ওজোনের ইয়ারনে 1000 মিটার দৈর্ঘের যে কয়টি hank থাকবে তার কাউন্ট তত ।

ওরস্টেড (Worsted count) : এটা সাধারণত wool এর ক্ষেত্রে ব্যাবহ্রিত হয় । 1 lb ওজোনের ইয়ারনে 560 গজের যে কয়টি hank থাকবে তার কাউন্ট তত ।




কোন মন্তব্য নেই: