মাল্টি কাউন্ট ও মাল্টি টুইস্টেড ইয়ার্ন - Textile Lab | Textile Learning Blog
মাল্টি কাউন্ট ও মাল্টি টুইস্টেড ইয়ার্ন(Multi Count & Multi Twisted Yarn)

Multi Twist Yarn:

কাপড় তৈরির সক্ষমতার অর্জনের জন্য ইয়ার্ণে কিছু পরিমাণ কিছু টুইস্ট দিতে হয়। ইয়ার্ণ ম্যানুফাকচারিং এ একটি  উল্লেখযোগ্য দিক হল সুতার টুইস্ট ।তাই সূতা তৈরির বিভিন্ন ধাপে তাতে টুইস্ট প্রদান করা হয় । সাধারণত কোন এক প্রকার সুতার সর্বত্র একটি নির্দিষ্ট পরিমাণের টুইস্ট দেয়া হয় এবং তাই একটি সুতার সর্বত্র টুইস্টের পরিমাণ সমান থাকে। তবে বিশেষ প্রকার কাপড়ের জন্য বিভিন্ন পরিমাণ টুইস্ট দিয়ে সূতা তৈরি করা যেতে পারে ,যাকে   Multi Twist Yarn বলে ।

ডাইং এর সময় এতে ইয়ার্নের টুইস্ট লেভেলের ভিন্নতার জন্য  ব্যাতিক্রম প্রভাব পরে এবং সুতায় ডাই কেমিক্যাল শোষণ করার ক্ষমতায় পরিবর্তন আসে । যা  তৈরি ফেব্রিকের বাইরের চেহারায় বৈচিত্র্য এনে বিশেষ গুনের কাপড় তৈরি করে। কাপড়ের রঙের উপড়ও এ টুইস্ট ভিন্নতার প্রভাব রয়েছে। যেহেতু কাপড়ের ভিতরের সুতার একেক অংশে একেক পরিমাণের টুইস্ট থাকে তাই রং করার সময় কাপড়ের একেক অংশ রঙের অনুকে একেকভাব শোষণ করে ।

Multi Count Yarn: 

কিছু কিছু সূতা রয়েছে যেগুলোর দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট বিরতিতে পুরুত্ব হ্রাস বৃদ্ধি পায়  অর্থাৎ ইয়ার্নের দৈর্ঘ্য বরাবর কাউন্টে ভিন্নতা থাকে ,যদিও এদের টুইস্ট সর্বত্র সমান থাকে ,এদেরকে  Multi Count Yarn বলে । Multi count Yarn    তৈরি করতে  বিশেষ নিয়ন্ত্রিত যন্ত্রাংশের প্রয়োজন ।  ইয়ার্ন তৈরির বিভিন্ন পর্যায়ে তাতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ড্রাফট ও টুইস্ট প্রদান করা হয় । এজন্য মুখ্য ম্যাশিনের রোলারের সাথে একটি দ্বিতীয় মটর যুক্ত করতে হয় । ডেনিম ইয়ার্ন প্রোডাকশনে Multi Count Yarn ব্যাবহার বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। Multi Count Yarn এ সাধারণত ২ থেকে ৫ প্রকারের / মানের কাউন্ট দেয়া থাকে। ০.৫ থেকে ৫ মিটারের মধ্যে দৈর্ঘ্য বিরতিতে কাউন্ট ভ্যারিয়েশন হয় । ডেনিম প্যান্টের নিচের অংশে পাড়ের মত অংশে  খুব অল্প জায়গার মধ্যে বিভিন্ন কাউন্ট এর ইয়ার্ন ব্যাবহার করা হয়। এছাড়া কম বেশি পুড়ুত্তের কাপড়ের বিছানার চাদরে এ ইয়ার্ন ব্যাবহার হচ্ছে।

Refarance : From Net



মাল্টি কাউন্ট ও মাল্টি টুইস্টেড ইয়ার্ন

মাল্টি কাউন্ট ও মাল্টি টুইস্টেড ইয়ার্ন(Multi Count & Multi Twisted Yarn)

Multi Twist Yarn:

কাপড় তৈরির সক্ষমতার অর্জনের জন্য ইয়ার্ণে কিছু পরিমাণ কিছু টুইস্ট দিতে হয়। ইয়ার্ণ ম্যানুফাকচারিং এ একটি  উল্লেখযোগ্য দিক হল সুতার টুইস্ট ।তাই সূতা তৈরির বিভিন্ন ধাপে তাতে টুইস্ট প্রদান করা হয় । সাধারণত কোন এক প্রকার সুতার সর্বত্র একটি নির্দিষ্ট পরিমাণের টুইস্ট দেয়া হয় এবং তাই একটি সুতার সর্বত্র টুইস্টের পরিমাণ সমান থাকে। তবে বিশেষ প্রকার কাপড়ের জন্য বিভিন্ন পরিমাণ টুইস্ট দিয়ে সূতা তৈরি করা যেতে পারে ,যাকে   Multi Twist Yarn বলে ।

ডাইং এর সময় এতে ইয়ার্নের টুইস্ট লেভেলের ভিন্নতার জন্য  ব্যাতিক্রম প্রভাব পরে এবং সুতায় ডাই কেমিক্যাল শোষণ করার ক্ষমতায় পরিবর্তন আসে । যা  তৈরি ফেব্রিকের বাইরের চেহারায় বৈচিত্র্য এনে বিশেষ গুনের কাপড় তৈরি করে। কাপড়ের রঙের উপড়ও এ টুইস্ট ভিন্নতার প্রভাব রয়েছে। যেহেতু কাপড়ের ভিতরের সুতার একেক অংশে একেক পরিমাণের টুইস্ট থাকে তাই রং করার সময় কাপড়ের একেক অংশ রঙের অনুকে একেকভাব শোষণ করে ।

Multi Count Yarn: 

কিছু কিছু সূতা রয়েছে যেগুলোর দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট বিরতিতে পুরুত্ব হ্রাস বৃদ্ধি পায়  অর্থাৎ ইয়ার্নের দৈর্ঘ্য বরাবর কাউন্টে ভিন্নতা থাকে ,যদিও এদের টুইস্ট সর্বত্র সমান থাকে ,এদেরকে  Multi Count Yarn বলে । Multi count Yarn    তৈরি করতে  বিশেষ নিয়ন্ত্রিত যন্ত্রাংশের প্রয়োজন ।  ইয়ার্ন তৈরির বিভিন্ন পর্যায়ে তাতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে ড্রাফট ও টুইস্ট প্রদান করা হয় । এজন্য মুখ্য ম্যাশিনের রোলারের সাথে একটি দ্বিতীয় মটর যুক্ত করতে হয় । ডেনিম ইয়ার্ন প্রোডাকশনে Multi Count Yarn ব্যাবহার বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। Multi Count Yarn এ সাধারণত ২ থেকে ৫ প্রকারের / মানের কাউন্ট দেয়া থাকে। ০.৫ থেকে ৫ মিটারের মধ্যে দৈর্ঘ্য বিরতিতে কাউন্ট ভ্যারিয়েশন হয় । ডেনিম প্যান্টের নিচের অংশে পাড়ের মত অংশে  খুব অল্প জায়গার মধ্যে বিভিন্ন কাউন্ট এর ইয়ার্ন ব্যাবহার করা হয়। এছাড়া কম বেশি পুড়ুত্তের কাপড়ের বিছানার চাদরে এ ইয়ার্ন ব্যাবহার হচ্ছে।

Refarance : From Net



কোন মন্তব্য নেই: