স্পিনিং এর কিছু প্যারামিটার জেনে নিন | Spinning Parameters - Textile Lab | Textile Learning Blog
some length parameters of fibre :






1.STAPLE LENGTH :
individual perception এর উপর নির্ভর করে যে fibrous raw material বাছাই করা হয় তাকে staple length বলে ।

staple length কে টেকনিক্যালি সবচে গুরুত্ত পূর্ণ fibre length বিবেচনা করা হয় ।
সংক্ষেপে spinable fibre এর গড় দৈরঘকে staple length বলে ।

যেমন ফাইবারের বৈশিষ্টমূলক অংশের দৈরঘকে ধরা হয় ।

staple length = 0.91 x effective length (American upland)

staple length = effective length (Egyptian cotton)

2.EFFECTIVE LENGTH :
fibre এর main bulk এর দৈর্ঘকে effective length বলা হয় ।
comb sorter diagram এর জ্যামিতিক গঠনের দ্বারা effective length বের করা হয় ।

3.MEAN/AVERAGE LENGTH :
comb sorter diagram এ base line reading যোগফলকে base line length দ্বারা ভাগ করে 1/8 এ mean/average length পাওয়া যায় ।



4.MODAL LENGTH :
অনেকগুলো ফাইবারের গুচ্ছ যেখানে বেশিরভাগ ফাইবার একই দৈর্ঘ বিশিষ্ট হয়ে থাকে সেই দৈরঘকে MODAL length বলে ।

5.SPAN LENGTH :

fibre length measurement এর আরেকটি unit হল span length ।

Span length বলতে বোঝায় একটি নির্দিষ্ট length কে । শতকরা যত শতাংশ ফাইবার Random catch point থেকে ঐ নির্দিষ্ট length/দৈর্ঘের কে অতিক্রম করবে সেই সংখ্যা দ্বারা span length হিসেব করা হয় । 2.5 % span length : 2.5 % span length বলতে বোঝায় 2.5 % ফাইবার ইনিশিয়াল clamp point থেকে বর্ধিত হয়েছে । Clamp point মানে যে পয়েন্ট থেকে ফাইবারের দৈরঘের ভিন্নতা শুরু হয়েছে বা যে পয়েন্ট পর্যন্ত ফাইবার গুলোর দৈরঘ সমান ছিল । ধরা যাক clamp এ 1200 ফাইবার ধরা পরল । যদি ক্লাম্প টিকে D দুরুত্তে সামনে সরিয়ে আনার পর দেখা গেল 300 ফাইবার clamp এ ধরা পড়ছে যা 1200 এর 2.5 % । তাহলে একে 2.5 % span length বলা হবে । 







স্পিনিং এর কিছু প্যারামিটার জেনে নিন | Spinning Parameters

some length parameters of fibre :






1.STAPLE LENGTH :
individual perception এর উপর নির্ভর করে যে fibrous raw material বাছাই করা হয় তাকে staple length বলে ।

staple length কে টেকনিক্যালি সবচে গুরুত্ত পূর্ণ fibre length বিবেচনা করা হয় ।
সংক্ষেপে spinable fibre এর গড় দৈরঘকে staple length বলে ।

যেমন ফাইবারের বৈশিষ্টমূলক অংশের দৈরঘকে ধরা হয় ।

staple length = 0.91 x effective length (American upland)

staple length = effective length (Egyptian cotton)

2.EFFECTIVE LENGTH :
fibre এর main bulk এর দৈর্ঘকে effective length বলা হয় ।
comb sorter diagram এর জ্যামিতিক গঠনের দ্বারা effective length বের করা হয় ।

3.MEAN/AVERAGE LENGTH :
comb sorter diagram এ base line reading যোগফলকে base line length দ্বারা ভাগ করে 1/8 এ mean/average length পাওয়া যায় ।



4.MODAL LENGTH :
অনেকগুলো ফাইবারের গুচ্ছ যেখানে বেশিরভাগ ফাইবার একই দৈর্ঘ বিশিষ্ট হয়ে থাকে সেই দৈরঘকে MODAL length বলে ।

5.SPAN LENGTH :

fibre length measurement এর আরেকটি unit হল span length ।

Span length বলতে বোঝায় একটি নির্দিষ্ট length কে । শতকরা যত শতাংশ ফাইবার Random catch point থেকে ঐ নির্দিষ্ট length/দৈর্ঘের কে অতিক্রম করবে সেই সংখ্যা দ্বারা span length হিসেব করা হয় । 2.5 % span length : 2.5 % span length বলতে বোঝায় 2.5 % ফাইবার ইনিশিয়াল clamp point থেকে বর্ধিত হয়েছে । Clamp point মানে যে পয়েন্ট থেকে ফাইবারের দৈরঘের ভিন্নতা শুরু হয়েছে বা যে পয়েন্ট পর্যন্ত ফাইবার গুলোর দৈরঘ সমান ছিল । ধরা যাক clamp এ 1200 ফাইবার ধরা পরল । যদি ক্লাম্প টিকে D দুরুত্তে সামনে সরিয়ে আনার পর দেখা গেল 300 ফাইবার clamp এ ধরা পড়ছে যা 1200 এর 2.5 % । তাহলে একে 2.5 % span length বলা হবে । 







কোন মন্তব্য নেই: