গার্মেন্টসে সময়ের মূল্য
আর এম জি সেক্টর এ সময় একটি গুরত্বপূর্ণ বিষয় । তাই আজ আমরা আজ গার্মেন্টস এর সময়ের মূল্য সম্পর্কে কিছু আলোচনা করব।
গার্মেন্টসে আমরা সকলেই Productivity, Efficiency, Performance, On Time Shipment, এই সকল কথা গুলোর সাথে কম বেশি পরিচিত। সময়ের সঠিক ব্যাবহার এর, উপরের বিষয়গুলো অতপ্রোতো ভাবে জড়িত।
আমরা যদি একটা (এবিসি) গার্মেন্টসের প্রোডাকশন ইউনিট সম্পর্কে কিছু আলোচনা করি তাহলে আমরা দেখবো, এবিসি গার্মেন্টসের ১২ টি লাইন আছে, ১২ টি লাইন এ ১২ টি স্টাইল এর প্রোডাকশন চলছে। ১২ টি লাইনের প্রতিদিন এ এভারেজ প্রোডাকশন হয় ৩৮০০ পিস ।
১২ টি লাইনের টোটাল এভারেজ Garments SAM (Standard allocated minute) ৫০ মিনিট, সুতরাং দেখা যাচ্ছে ১২ লাইন এর ফেক্টরিতে
day earn minutes ৫০×৩৮০০= ১৯০০০০ মিনিট।
যদি ফেক্টরিতে টোটাল Man Power হয় ৬০০ এবং প্রতি দিন ১০ ঘণ্টা করে কাজ করে, দেখা যাক ঐ ১২ লাইন ফেক্টরিতে total day produce man minutes কতো ছিল , ঐ ফেক্টরির
total man ৬০০× ৬০০=৩৬০০০০ man minutes
( যদি একজন কর্মি প্রতিদিন দৈনিক ১০ ঘন্টা = ১০*৬০ মিনিট করে কাজ করে). তাহলে বোঝা যাচ্ছে ৩৬০০০০ man minutes ব্যবহার করে ঐ ১২ লাইনের ফেক্টোরিতে আমরা ১৯০০০০ man minutes সময়ের টাকা কামাই করে থাকি।
প্রকৃত পক্ষে buyer আমাদের কে গার্মেন্টসের প্রতিটি minutes basics পয়সা দিয়ে থাকে।
তাই আমাদের সকল কর্মকর্তা, কর্মচারী, ও শ্রমিক ভাই-বোনদের প্রতিটি মিনিটের মূল্য বোঝা উচিৎ। প্রত্যেকের চিন্তা করা উচিত ঐ (এবিসি) গার্মেন্টস ফেক্টরিতে ৩৬০০০০ man minutes এর মধ্যে আমার ও ৬০০ মিনিট (১০ ঘন্টা working hours) রয়েছে । আমার ১ মিনিট নষ্ট হওয়া মানে total minutes থেকে ১ মিনিট নষ্ট হওয়া কে বুঝায়, আমরা যদি এর দোষ ওর দোষ না দিয়ে নিজের কাজটা নিজে করি তবেই আর সময় নষ্ট হয় না।
আমার অত্তন্ত প্রিয় স্যার খুব সুন্দর ভাবে বিষয়টি বোঝাতে পারেন, তিনি বলতেন, যদি আপনার মা আইসিও তে ভর্তি থাকতো, তবে আপনি কি কারোর দোষ দিয়ে বা কারোর জন্য অপেক্ষা করতে পারতেন।
আমরা নিজের কাজের ব্যাপারেও যদি কাজটাকে সেই পরিমান গুরুত দিয়ে করি , তবে সেই কাজটি করতে গিয়ে আর কারোর জন্য অপেক্ষা করতে হবে না। অন্য কারো দোষ গুন নিয়ে বসেও থাকতে হবে না।
তাই প্রত্যেককে খেয়াল রাখা উচিত কোথাও যেন কোন ১ মিনিট সময়ও নষ্ট না হয়। তবেই গার্মেন্টসের efficiency, performance, productivity, on- time shipment, achievement করা সম্ভব।
তবেই বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য অর্জন হবে।
আমরা যদি বাংলাদেশের গার্মেন্টসের উন্নয়ন, আমাদের নিজেদের প্রত্যেকের উন্নয়ন ও সাফল্য অর্জন করতে চাই তাহলে সময়ের সঠিক মূল্য সম্পর্কে অবশ্যই জ্ঞান ও সচেতন থাকতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন