সুইং মেশিন RPM থেকে Sewing Time নির্নয় করার নিয়ম - Textile Lab | Textile Learning Blog
RMG সেক্টরে কস্টিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ন। এখন আর লাইনকস্ট বাহির করে কাজ পাওয়া যায় না। এখন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বাহির করে সেই অনুযায়ী প্রডাকশন করে টিকে থাকতে হয়। 

আজ আমরা শিখব কিভাবে সুইং মেশিন RPM থেকে Sewing Time নির্নয় করতে হয়:

মূলত এই পদ্ধতি ব্যবহার করা হয় একটি গার্মেন্টস তৈরী করতে প্রয়োজনীয় Actual Time নির্নয় করার জন্য। এবং এর সাহায্যে Time Study বা কোনো Software ছাড়াই SMV নির্নয় করা যায়। 

▪️উদহরন: 

একটি single needle lock stitch plain sewing m/c এক মিনিটে ১৩০০ RPM এ কাজ করতে পারে।৩৫ ইন্চি লম্বা কাপড় সেলাই করতে এই মেশিনে কত সময় লাগবে? যেখানে প্রতি ইন্চিতে ৮ টি সেলাই।

সমাধান:

এখানে, সুইং মেশিনের RPM=1300
Seam length (in inch) = 35"
Stitch per inch (SPI) = 8 

🔹Sewing Time = (Seam length in inch × SPI × 60) / RPM
                        = (35×8×60) / 1300
                        = 12.92 sec

[এখানে সাইকেল টাইম বের করার সময় মেশিন স্টপিং এবং অন্যান্য বিষয় বিবেচনায় নেয়া হয় নাই]
IE

সুইং মেশিন RPM থেকে Sewing Time নির্নয় করার নিয়ম

RMG সেক্টরে কস্টিং এখন অত্যন্ত গুরুত্বপূর্ন। এখন আর লাইনকস্ট বাহির করে কাজ পাওয়া যায় না। এখন স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বাহির করে সেই অনুযায়ী প্রডাকশন করে টিকে থাকতে হয়। 

আজ আমরা শিখব কিভাবে সুইং মেশিন RPM থেকে Sewing Time নির্নয় করতে হয়:

মূলত এই পদ্ধতি ব্যবহার করা হয় একটি গার্মেন্টস তৈরী করতে প্রয়োজনীয় Actual Time নির্নয় করার জন্য। এবং এর সাহায্যে Time Study বা কোনো Software ছাড়াই SMV নির্নয় করা যায়। 

▪️উদহরন: 

একটি single needle lock stitch plain sewing m/c এক মিনিটে ১৩০০ RPM এ কাজ করতে পারে।৩৫ ইন্চি লম্বা কাপড় সেলাই করতে এই মেশিনে কত সময় লাগবে? যেখানে প্রতি ইন্চিতে ৮ টি সেলাই।

সমাধান:

এখানে, সুইং মেশিনের RPM=1300
Seam length (in inch) = 35"
Stitch per inch (SPI) = 8 

🔹Sewing Time = (Seam length in inch × SPI × 60) / RPM
                        = (35×8×60) / 1300
                        = 12.92 sec

[এখানে সাইকেল টাইম বের করার সময় মেশিন স্টপিং এবং অন্যান্য বিষয় বিবেচনায় নেয়া হয় নাই]

কোন মন্তব্য নেই: