ব্লেজার এবং স্যুট এর মধ্যে পার্থক্য | blazer Suite - Textile Lab | Textile Learning Blog
অনেকেই ব্লেজার এবং স্যুট এর মধ্যে পার্থক্য করতে পারে না। এই দুইটা কিন্তু এক নয়। ব্লেজার চেনার সহজ উপায় হলোঃ- ব্লেজারের সাথে ম্যাচিং প্যান্ট থাকবে না, ক্ষেত্রবিশেষে মেটাল বাটন থাকতে পারে। 
ব্লেজার সিলেকশন এর সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। 

১। ব্লেজারের ধরন
ব্লেজার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। 

           1. Single-breasted blazer 

           2. Double-breasted blazer 

Single breasted blazer

Single breasted blazer এ সাধারণত এক থেকে দুইটি বোতাম থাকে। ক্যাজুয়াল ব্লেজার হিসেবে এটি আপনি সব যায়গাতেই পরতে পারবেন।

Double breasted blazer 

এই ব্লেজারে সর্বোচ্চ ছয়টি বোতাম মানানসই। Single breasted blazer এর থেকে Double breasted blazer অনেক বেশি ফরমাল। এটি আপনি ফরমাল ইভেন্ট, বিয়ে, পার্টিতে পরে যেতে পারবেন। উল্লেখ্য যে এই ব্লেজার এখন পুরনো মডেল হিসেবে ধরে নেয়া হয়। 

২। শোল্ডার ফিটিং
একটি ব্লেজার সিলেকশন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্লেজারটির ফিটিং। শোল্ডার ফিটিং করার সময় খেয়াল রাখবেন আপনার শোল্ডার এবং ব্লেজারের শোল্ডার যেন সেম পজিশনে থাকে এবং ব্লেজারের শোল্ডারে কোনো ভাজ থাকা যাবে না। একদম সমান এবং প্লেন থাকবে। 

৩। ওয়েস্ট ফিটিং
ওয়েস্ট ফিট আছে কিনা তা বোঝার জন্য প্রথমে আপনার ব্লেজারের উপরের বোতামটি লাগিয়ে নিন। এবার আপনার হাতের দুই আঙ্গুল ভেতরে ঢুকিয়ে দিন। আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার পরে যদি খুব বেশি টাইট কিংবা খুব বেশি ঢিলা মনে না হয় তাহলে আপনার ব্লেজারের ওয়েস্ট ফিটিং ঠিক আছে। 

৪। স্লিভ লেন্থ
ব্লেজারের স্লিভ এমন হবে যেন হাতের কব্জির কাছে হাফ ইঞ্চি শার্ট দেখা যায়। 

৫। ফেব্রিকস
ব্লেজার সিলেকশনের সময় ফেব্রিক দেখে কেনা উচিৎ। ব্লেজারের প্রচলিত কিছু ফেব্রিকস হলো উল, কটন এবং লিনেন।

৬। লেপেল
ব্লেজারে দুই ধরনের লেপেল দেখতে পাওয়া যায়। 

                 1. নচ লেপেল
                 2. পিক লেপেল

পিক লেপেল অনেক বেশি ক্যাজুয়াল। আপনি আপনার পছন্দ অনুযায়ী লেপেল সিলেক্ট করতে পারেন। 

৭। পকেট 
ব্লেজারের পকেটে অনেক রকমের ভ্যারিয়েশন রয়েছে। তার মধ্যে ২টি হলো জেটেড অথবা ফ্ল্যাপ পকেট । বেশি কেজুয়াল পকেট এর মধ্যে রয়েছে প্যাচ/ তালি পকেট। 

৮। কালার
 সলিড কালার ব্লেজার সব সময় ক্লাসি। ব্লেজারের সলিড কিছু কালার হলোঃ- ব্লু, নেভি ব্লু, গ্রে, ব্ল্যাক। 


ব্লেজারের সাথে কেমন প্যান্ট হওয়া  উচিৎ?  

ব্লেজারের সাথে Gray Flannel Trousers, Gavaydine, Denim (jeans) । এগুলো অনেক বেশি কম্ফোর্টেবল এবং আপনাকে ক্লাসিক লুক দিবে।

ব্লেজার এবং স্যুট এর মধ্যে পার্থক্য | blazer Suite

অনেকেই ব্লেজার এবং স্যুট এর মধ্যে পার্থক্য করতে পারে না। এই দুইটা কিন্তু এক নয়। ব্লেজার চেনার সহজ উপায় হলোঃ- ব্লেজারের সাথে ম্যাচিং প্যান্ট থাকবে না, ক্ষেত্রবিশেষে মেটাল বাটন থাকতে পারে। 
ব্লেজার সিলেকশন এর সময় কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে। 

১। ব্লেজারের ধরন
ব্লেজার সাধারণত দুই ধরনের হয়ে থাকে। 

           1. Single-breasted blazer 

           2. Double-breasted blazer 

Single breasted blazer

Single breasted blazer এ সাধারণত এক থেকে দুইটি বোতাম থাকে। ক্যাজুয়াল ব্লেজার হিসেবে এটি আপনি সব যায়গাতেই পরতে পারবেন।

Double breasted blazer 

এই ব্লেজারে সর্বোচ্চ ছয়টি বোতাম মানানসই। Single breasted blazer এর থেকে Double breasted blazer অনেক বেশি ফরমাল। এটি আপনি ফরমাল ইভেন্ট, বিয়ে, পার্টিতে পরে যেতে পারবেন। উল্লেখ্য যে এই ব্লেজার এখন পুরনো মডেল হিসেবে ধরে নেয়া হয়। 

২। শোল্ডার ফিটিং
একটি ব্লেজার সিলেকশন করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্লেজারটির ফিটিং। শোল্ডার ফিটিং করার সময় খেয়াল রাখবেন আপনার শোল্ডার এবং ব্লেজারের শোল্ডার যেন সেম পজিশনে থাকে এবং ব্লেজারের শোল্ডারে কোনো ভাজ থাকা যাবে না। একদম সমান এবং প্লেন থাকবে। 

৩। ওয়েস্ট ফিটিং
ওয়েস্ট ফিট আছে কিনা তা বোঝার জন্য প্রথমে আপনার ব্লেজারের উপরের বোতামটি লাগিয়ে নিন। এবার আপনার হাতের দুই আঙ্গুল ভেতরে ঢুকিয়ে দিন। আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার পরে যদি খুব বেশি টাইট কিংবা খুব বেশি ঢিলা মনে না হয় তাহলে আপনার ব্লেজারের ওয়েস্ট ফিটিং ঠিক আছে। 

৪। স্লিভ লেন্থ
ব্লেজারের স্লিভ এমন হবে যেন হাতের কব্জির কাছে হাফ ইঞ্চি শার্ট দেখা যায়। 

৫। ফেব্রিকস
ব্লেজার সিলেকশনের সময় ফেব্রিক দেখে কেনা উচিৎ। ব্লেজারের প্রচলিত কিছু ফেব্রিকস হলো উল, কটন এবং লিনেন।

৬। লেপেল
ব্লেজারে দুই ধরনের লেপেল দেখতে পাওয়া যায়। 

                 1. নচ লেপেল
                 2. পিক লেপেল

পিক লেপেল অনেক বেশি ক্যাজুয়াল। আপনি আপনার পছন্দ অনুযায়ী লেপেল সিলেক্ট করতে পারেন। 

৭। পকেট 
ব্লেজারের পকেটে অনেক রকমের ভ্যারিয়েশন রয়েছে। তার মধ্যে ২টি হলো জেটেড অথবা ফ্ল্যাপ পকেট । বেশি কেজুয়াল পকেট এর মধ্যে রয়েছে প্যাচ/ তালি পকেট। 

৮। কালার
 সলিড কালার ব্লেজার সব সময় ক্লাসি। ব্লেজারের সলিড কিছু কালার হলোঃ- ব্লু, নেভি ব্লু, গ্রে, ব্ল্যাক। 


ব্লেজারের সাথে কেমন প্যান্ট হওয়া  উচিৎ?  

ব্লেজারের সাথে Gray Flannel Trousers, Gavaydine, Denim (jeans) । এগুলো অনেক বেশি কম্ফোর্টেবল এবং আপনাকে ক্লাসিক লুক দিবে।

কোন মন্তব্য নেই: