আইসোলেশন ক্লোদিং কি | PPE | Personal Protective Equipment - Textile Lab | Textile Learning Blog
""Made in Bangladesh""




Infectious Diseases থেকে প্রটেকশন এর জন্য ডাক্তার, এসিস্ট্যান্ট, নার্স বা ক্লিনারসরা যেসব ক্লোদিং বা ইকুয়েপমেন্ট ব্যবহার করে থাকেন তাদেরকে Personal Protective Equipment বা সংক্ষেপে PPE বলা হয়। [OSHA]


কখন এবং কোন PPE ব্যবহার করতে হবে তার নীতিমালা দিয়েছে European Centre for Disease Prevention and Control (ECDC) নামক সংস্থা।

করোনা, COVID-19 (Suspect/Confirmed) এর জন্য ECDC এর মতে এক সেট PPE এর মধ্যে Respiratory Protection এর জন্য FFP3/FFP2 ফেস মাস্ক, Eye Protection এর জন্য গগলস/ফেস শিল্ড, Body Protection এর জন্য লং স্লিভড ওয়াটার রেজিস্টান্ট গাউন এবং Hand Protection এর জন্য হ্যান্ড গ্লাভস থাকবে।




তো একটা লং স্লিভড ওয়াটার রেজিস্টান্ট গাউন/এপ্রোন কেমন হবে?

-মূলত এপ্রোন/গাউন ব্যাবহার করা হয় বডি/স্কিন প্রটেকশন এর জন্য। ওপারেশন রুমে ব্যবহৃত না হলে COVID-19 এর গাউন শুধু ক্লিন হলেও চলবে, Sterile না হলেও চলবে। যদি ওয়াটার রেজিস্টান্ট গাউন না পাওয়া যায় সেক্ষেত্রে একটা নন-ওয়াটার রেজিস্টান্ট গাউন এর উপরে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক এপ্রোন পড়লেও হবে।

গাউন কী দিয়ে তৈরি?

– গাউন সাধারণত SMS এর নন-ওভেন এর হয়ে থাকে। SMS হচ্ছে Spunbond-Meltblown-Spunbond যা তিন স্তরের নন-ওভেন ফেব্রিকস এবং সাধারণত Polypropylene (PP) ফাইবার এর হয়ে থাকে। PP ব্যবহার করা হয় এর ওয়াটার রেজিস্টান্ট প্রোপার্টি এবং কম প্রাইস এর জন্য। যেহেতু একবার ব্যবহার করে ফেলে দিতে হয় তাই সস্তা দামের PP এর ব্যবহার বেশি, তবে PP কিন্তু biodegradable না।



নন-ওভেন ফেব্রিকস কী?

-এটা নীট/ওভেন ফেব্রিকস না, সরাসরি ফাইবার (Short Staple/Filament) থেকে তৈরি। ফাইবার এর ওয়েবকে সাধারণত কেমিক্যাল, মেকানিকাল, হীট অথবা সলভেন্ট ট্রিটমেন্ট এর মাধ্যমে বন্ড করে শীট আকারে তৈরি করা হয় (অনেকটা পেপার যেভাবে তৈরি হয়)। আমাদের দেশে সাধারণত বিদেশ থেকে (চীন/ভারত) থেকে নন-ওভেন এর শীট কিনে নিয়ে আসা হয় এবং এদেশে সেই শীট থেকে বিভিন্ন নন-ওভেন এর প্রোডাক্ট তৈরি করা হয়। এই শীটগুলো সাধারণত Spunbond অথবা Meltblown এর মাধ্যমে তৈরী। আমরা আজকাল নীল রঙের যে মাস্ক ব্যবহার করি, শপিং ব্যাগ ব্যবহার করি তা নন-ওভেন প্রোডাক্ট এবং Spunbond/Meltblown এর মাধ্যমে তৈরী শীট থেকে বানানো।


এখন প্রশ্ন হলো বাংলাদেশে কি লং স্লিভড ওয়াটার রেজিস্টান্ট গাউন বানানো সম্ভব ?

-আমার মতে সম্ভব।

এর জন্য ANSI/AAMI PB70:2012 এর নির্দেশনা অনুসরণ করতে হবে এবং যা যা লাগবে-

১. Spunbond এর নন-ওভেন শীট

২. Meltblown এর নন-ওভেন শীট

৩. Elastic
৪. Ultrasonic Welding Machine

৫. Cutting Machine (Available in Garments Factory)

৬. সবার আন্তরিক সহযোগিতা।

প্রোডাক্টসের কোয়ালিটি টেস্টের জন্য FDA এর মতে follow করতে হবে-

*Tensile Strength: ASTM D5034, ASTM 1682

*Tear Resistance: ASTM D5587

*Seam Strength: ASTM D751

*Water Vapor Transmission (Breathability): ASTM D6701

চাইলে আরো বেশি প্রোটেক্টিভ SMMS or SSMMS or SMMMS বানানোও যাবে যেখানে লেখা থাকবে "Made in Bangladesh".





লিখেছেনঃ
মোঃ বাশার উদ্দিন স্যার
প্রভাষক
ইয়ার্ণ ইন্জিনিয়ারিং বিভাগ,
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - বুটেক্স ।

আইসোলেশন ক্লোদিং কি | PPE | Personal Protective Equipment

""Made in Bangladesh""




Infectious Diseases থেকে প্রটেকশন এর জন্য ডাক্তার, এসিস্ট্যান্ট, নার্স বা ক্লিনারসরা যেসব ক্লোদিং বা ইকুয়েপমেন্ট ব্যবহার করে থাকেন তাদেরকে Personal Protective Equipment বা সংক্ষেপে PPE বলা হয়। [OSHA]


কখন এবং কোন PPE ব্যবহার করতে হবে তার নীতিমালা দিয়েছে European Centre for Disease Prevention and Control (ECDC) নামক সংস্থা।

করোনা, COVID-19 (Suspect/Confirmed) এর জন্য ECDC এর মতে এক সেট PPE এর মধ্যে Respiratory Protection এর জন্য FFP3/FFP2 ফেস মাস্ক, Eye Protection এর জন্য গগলস/ফেস শিল্ড, Body Protection এর জন্য লং স্লিভড ওয়াটার রেজিস্টান্ট গাউন এবং Hand Protection এর জন্য হ্যান্ড গ্লাভস থাকবে।




তো একটা লং স্লিভড ওয়াটার রেজিস্টান্ট গাউন/এপ্রোন কেমন হবে?

-মূলত এপ্রোন/গাউন ব্যাবহার করা হয় বডি/স্কিন প্রটেকশন এর জন্য। ওপারেশন রুমে ব্যবহৃত না হলে COVID-19 এর গাউন শুধু ক্লিন হলেও চলবে, Sterile না হলেও চলবে। যদি ওয়াটার রেজিস্টান্ট গাউন না পাওয়া যায় সেক্ষেত্রে একটা নন-ওয়াটার রেজিস্টান্ট গাউন এর উপরে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক এপ্রোন পড়লেও হবে।

গাউন কী দিয়ে তৈরি?

– গাউন সাধারণত SMS এর নন-ওভেন এর হয়ে থাকে। SMS হচ্ছে Spunbond-Meltblown-Spunbond যা তিন স্তরের নন-ওভেন ফেব্রিকস এবং সাধারণত Polypropylene (PP) ফাইবার এর হয়ে থাকে। PP ব্যবহার করা হয় এর ওয়াটার রেজিস্টান্ট প্রোপার্টি এবং কম প্রাইস এর জন্য। যেহেতু একবার ব্যবহার করে ফেলে দিতে হয় তাই সস্তা দামের PP এর ব্যবহার বেশি, তবে PP কিন্তু biodegradable না।



নন-ওভেন ফেব্রিকস কী?

-এটা নীট/ওভেন ফেব্রিকস না, সরাসরি ফাইবার (Short Staple/Filament) থেকে তৈরি। ফাইবার এর ওয়েবকে সাধারণত কেমিক্যাল, মেকানিকাল, হীট অথবা সলভেন্ট ট্রিটমেন্ট এর মাধ্যমে বন্ড করে শীট আকারে তৈরি করা হয় (অনেকটা পেপার যেভাবে তৈরি হয়)। আমাদের দেশে সাধারণত বিদেশ থেকে (চীন/ভারত) থেকে নন-ওভেন এর শীট কিনে নিয়ে আসা হয় এবং এদেশে সেই শীট থেকে বিভিন্ন নন-ওভেন এর প্রোডাক্ট তৈরি করা হয়। এই শীটগুলো সাধারণত Spunbond অথবা Meltblown এর মাধ্যমে তৈরী। আমরা আজকাল নীল রঙের যে মাস্ক ব্যবহার করি, শপিং ব্যাগ ব্যবহার করি তা নন-ওভেন প্রোডাক্ট এবং Spunbond/Meltblown এর মাধ্যমে তৈরী শীট থেকে বানানো।


এখন প্রশ্ন হলো বাংলাদেশে কি লং স্লিভড ওয়াটার রেজিস্টান্ট গাউন বানানো সম্ভব ?

-আমার মতে সম্ভব।

এর জন্য ANSI/AAMI PB70:2012 এর নির্দেশনা অনুসরণ করতে হবে এবং যা যা লাগবে-

১. Spunbond এর নন-ওভেন শীট

২. Meltblown এর নন-ওভেন শীট

৩. Elastic
৪. Ultrasonic Welding Machine

৫. Cutting Machine (Available in Garments Factory)

৬. সবার আন্তরিক সহযোগিতা।

প্রোডাক্টসের কোয়ালিটি টেস্টের জন্য FDA এর মতে follow করতে হবে-

*Tensile Strength: ASTM D5034, ASTM 1682

*Tear Resistance: ASTM D5587

*Seam Strength: ASTM D751

*Water Vapor Transmission (Breathability): ASTM D6701

চাইলে আরো বেশি প্রোটেক্টিভ SMMS or SSMMS or SMMMS বানানোও যাবে যেখানে লেখা থাকবে "Made in Bangladesh".





লিখেছেনঃ
মোঃ বাশার উদ্দিন স্যার
প্রভাষক
ইয়ার্ণ ইন্জিনিয়ারিং বিভাগ,
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - বুটেক্স ।

1 টি মন্তব্য:

তাসায়াদ আবিদ বলেছেন...

অনেক কিছুজানতে াাারলাম ধন্যবাদ ভাই