ALL OVER PRINTING ( AOP) | রোটারি অল ওভার প্রিন্টিং - Textile Lab | Textile Learning Blog
💠ALL OVER PRINTING( AOP)


✅বর্তমান ফ্যাশন জগতের ক্রেতাদের রুচি দিন দিন পরিবর্তন হচ্ছে এবং ক্রেতাদের রুচির সাথে তাল মিলিয়ে দিন দিন বেড়ে চলেছে All Over Printing(AOP) এর চাহিদা। AOP মূলত একটি স্পেশাল টাইপ টেক্সটাইল প্রিন্টিং টেকনোলজি, যেখানে ফেব্রিকের সম্পূর্ণ Width জুড়ে প্রিন্টিং করা হয়ে থাকে।

✅বর্তমানে বিশ্বের অন্যান্য দেশ এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এই AOP সেকশনে এগিয়ে যাচ্ছে। 


বাংলাদেশ এ এখন প্রায় ৮০ টির ও বেশি ফ্যক্ট্ররিতে এই AOP টেকনোলজি রয়েছে। যার মধ্যে নিম্নোক্ত ফ্যক্ট্ররি গুলো উল্লেখযোগ্যঃ

01. Unifill Composite Dyeing Mills Ltd.

02. SIM Group.

03. Thermax Group Ltd.

04. HH Textile Mills Ltd.

05. Sanjana Fabrics Ltd.

06. Beximco Textile Division.

07. Rahim Textile Mills Ltd.

08. Divine Group.

09. Hossain Dyeing & Printing Mills.

10. Tania Textiles Ltd.

11. Knit Concern Group.

12. Unicon Group.

13. Pakiza Knit Composite Ltd.

14. DBL Group.

15. GMS Composite Knitting Industries Ltd.

16. NR Group.

17. Robintex Group.

18. Chaity Group.

19. APS Group.

20. Comfit Composite Knit Ltd.

21. South China Bleaching & Dyeing Factory Ltd.

22. Mithela Textile Industries Ltd.

23. M. M. Knitwear Ltd.

24. Monno Fabrics Ltd.

25. Rim Dyeing Ltd.

26. F.K.N Textile Ltd.

27. Apex Holdings Ltd.

28. Four H Group.

29. Utah Group.

30. Dird Composite Textiles Ltd.

31. Palmal Group of Industries.

32. Mosharaf Composite Textile Mills Ltd.

33. KDS Group.

34. Opex & Sinha Textile Group.

35. Impress-Newtex Composite Ltd.

36. Tru Fabric Limited ,

37. Zaber & Zubair Fabrics Ltd.

38. Chorka Textile Ltd.

39. Jamuna Group.

40. Satter Textile Mills Ltd.

41. M.S. Dyeing, Printing & Finishing Ltd.

42. Amanat Shah Fabrics Ltd.

43. ACS Textiles (Bangladesh) Limited.

44. A Concern of Micro Fibre Group.

45. A-One Polar Ltd.

46. Sawfttex Ltd.

47. Pride Group.

48. Nz group.

49. Intramex Textile Ltd.

50. RK group.

51. NZ group.

52. Metro knitting and dyeing limited.

53. Lithe group.

54. AJI group.

55. Mondal group.

56. Phonex Textile Ltd.

57. All Tex Group.

58. Infinia Group,

59. Silver Composite Textile Mills Ltd (Unit-3, Textile)

60. Croni group.

61. Azad rifat fibers.

62. Imperil.

63. Bornali fabric.

64. Bomby fabric. 

65. S B style composite Ltd.

66. Padma Bleaching & Dyeing Mills Ltd.

67. Experience textile Ltd.

68. Tithi Textile Mills Pvt Ltd.

69. Antim Group.

70. Consumer Textile mills ltd.

71. Fariha knit tex ltd.

72. PN Composite ltd.

73. Nice Fabrics processing Limited.
74. Doel group .

75. Unity fabric Ltd.

76. Primer dyeing & printing Mills Ltd. 

77. Bengal apparel Ltd .

78. Urmi knitwear Ltd.

77. Noor group.

78. Regent textile Ltd.

79. Younusco group.

80. Paramount Textile Ltd.





✅পূর্বে রোটারি, ফ্লাট বেড, রোলার, স্ক্রিন প্রিন্টিং, ট্রান্সফার প্রিন্টিং বেশি প্রচলিত ছিলো কিন্তু বর্তমানে সেগুলোর সাথে ডিজিটাল ইঞ্জেক্ট AOP টেকনোলজি ব্যবহৃত হচ্ছে।

✅AOP টেকনোলজি দিয়ে তৈরী ফেব্রিক সাধারণ শার্ট, গাউন, টাংক টপ, পাঞ্জাবি, ওভেন প্যান্ট, হোম টেক্সটাইল সহ ডেনিম প্রোডাক্টেও ব্যবহৃত হচ্ছে। সাধারণত শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের সকলের চাহিদায় AOP দিন দিন বেশি প্রাধান্য পাচ্ছে। 

✅বাংলাদেশের অনেক ফ্যক্ট্ররিতে ডিজিটাল প্রিন্টিং মেশিন রয়েছে কিন্তু বেশিরভাগ ফ্যক্ট্ররি রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন দিয়ে AOP করে থাকে।

ডিজিটাল প্রিন্টিং মেশিন গুলোতে স্ক্রিন প্রিপারেশনের কোনো ঝামেলা থাকেনা এবং নিখুঁত কালার কম্বিনেশন এর ফলে নির্ভুল ডিজাইন পাওয়া যায়।

✅সিন্থেটিক ফেব্রিক AOP করার জন্য ব্যবহৃত হয় সাবলিমেশন বা ট্রান্সফার প্রিন্টিং টেকনোলজি। 

সাধারণত পিগমেন্ট, রিয়েক্টিভ, ডিসচার্জ, ডিস্পার্স এবং এসিড ডাই বেশি ব্যবহৃত হয় এই AOP তে।

✅AOP এর ডিজাইন করার জন্য একজন ডিজাইনারকে তার শৈল্পিক কনসেপ্ট নিয়ে ডিজাইন স্কেচ করে সেই ডিজাইন অনুযায়ী স্ক্রিন প্রিপারেশন করে থাকেন।


কিন্তু বাংলাদেশে টেক্সটাইল প্রিন্টিং ডিজাইন শেখার জন্য কোনো ইনস্টিটিউট নেই। প্রিন্টিং ডিজাইন করার কিছু ধারণা তুলে ধরার জন্য স্বনামধন্য একজন প্রিন্টিং ডিজাইনার Md. Shawkat Hossain Sohel, Manager (CAD), Unifill Composite Dyeing Mills Ltd এর আর্টিকেল হতে প্রাপ্ত নিম্নোক্ত কি পয়েন্টগুলো AOP ডিজাইনার দের জন্য সহায়ক হতে পারেঃ

১.ফেব্রিকের সাথে কি ধরনের ডিজাইন মানানসই তার স্পষ্ট ধারণা থাকতে হবে।

২. রোটারি স্ক্রিন এবং ফ্লাট-বেড স্ক্রিন মেজারমেন্ট ক্যালকুলেশন জানতে হবে।

৩.রিপিট ডিজাইন এবং কালার নাম্বার এর ধারণা থাকতে হবে। 

৪. কালার ভিস্কোসিটি-স্কুইজ প্রেশার, মেস সিলেকশন এর ধারণা থাকতে হবে। 

৫. চেস্ট প্রিন্ট এবং AOP এর মধ্যে পার্থক্য বুঝতে হবে।

৬. গ্রাফিক্স সফটওয়্যার এ দক্ষ হতে হবে।

৭. সৃজনশীন মনোভাব থাকতে হবে।

৮. ডিজাইন ডেভেলপমেন্ট প্রসেস সম্পর্কে জানতে হবে।

৯. স্ক্রিন প্রিপারেশন এর ধারণা থাকতে হবে। 

১০. প্রতি মেথডের জন্য কালারের ধারণা থাকতে হবে। 

১১. প্রিন্টিং ডিজাইনের ধারণা থাকতে হবে। 

১২. ঋতু ভেদে ডিজাইন ভেরিয়েশন এর ধারণা থাকতে হবে। 

১৩. ফেব্রিকের ধরন জানতে হবে।

১৪. ফেব্রিক টি দিয়ে কি ধরনের প্রোডাক্ট তৈরী হবে তা জানতে হবে।

১৫. লোকাল এবং বিদেশের কালচার ভেদে ডিজাইনের রুচি বুঝতে হবে।


AOP এর জন্য সাধারণ ৬ ধরনের প্রিন্ট ব্যবহার করা হয়। সেগুলো হলোঃ

১. পিগমেন্ট প্রিন্ট 
২. রিয়েক্টিভ প্রিন্ট 
৩. ডিসচার্জ প্রিন্ট 
৪. রেইজড প্রিন্ট 
৫. গ্লিটার প্রিন্ট 
৬. বার্ন আউট প্রিন্ট 

বায়ারের চাহিদা অনুযায়ী এবং ফেব্রিকের ধরনের উপর ভিত্তি করে প্রিন্ট পেস্ট নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু এই ৬ ধরনের মধ্যে পিগমেন্ট প্রিন্ট কিছুটা রিস্ক ফ্রি।

✅AOP এর প্রডাকশন প্যারামিটার গুলো হলোঃ
১. স্ক্রিন প্রেশার 
২. ডিজাইন সেটিং
৩. সেড
AOP প্রডাকশন এর ক্ষেত্রে স্যাম্পল সেকশন রেসিপি তৈরী করে আর স্যাম্পল বানায়। কালার সেকশন কালার পেস্ট তৈরী করে মেশিনে দেয় এবং ডিজাইন সেকশন ডিজাইন তৈরী করে স্ক্রিন বানিয়ে দেয় এবং ডিজাইনে সমস্যা হলে সমাধান করে। 

বর্তমানে এই AOP সেকশনে প্রফিট মার্জিন প্রায় ৩০%-৫০% তাই টেক্সটাইলের স্বনামধন্য গ্রুপ গুলো AOP সেকশন চালু করছে, যার ফলে যারা AOP সেকশনে আছেন অথবা AOP তে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য একটি অপার সম্ভাবনা তৈরী হচ্ছে।

ইনফরমেশন সোর্সঃ
https://blog.printsome.com/all-over-print/
https://www.textiletoday.com.bd/10-things-developing-print-design-need-know/
https://textilelab.blogspot.com/2018/06/aop-all-over-print.html?m=1

এছাড়াও এই আর্টিকেল লিখার জন্য তথ্য দিয়ে সহায়তা করেছেন Md. Shawkat Hossain Sohel, Manager (CAD), Unifill Composite Dyeing Mills Ltd.



লেখকঃ ওয়েজ আহমাদ রিপন 
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 
বেগমগঞ্জ নোয়াখালী
riponwayazeahmad2@gmail.com

ALL OVER PRINTING ( AOP) | রোটারি অল ওভার প্রিন্টিং

💠ALL OVER PRINTING( AOP)


✅বর্তমান ফ্যাশন জগতের ক্রেতাদের রুচি দিন দিন পরিবর্তন হচ্ছে এবং ক্রেতাদের রুচির সাথে তাল মিলিয়ে দিন দিন বেড়ে চলেছে All Over Printing(AOP) এর চাহিদা। AOP মূলত একটি স্পেশাল টাইপ টেক্সটাইল প্রিন্টিং টেকনোলজি, যেখানে ফেব্রিকের সম্পূর্ণ Width জুড়ে প্রিন্টিং করা হয়ে থাকে।

✅বর্তমানে বিশ্বের অন্যান্য দেশ এর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এই AOP সেকশনে এগিয়ে যাচ্ছে। 


বাংলাদেশ এ এখন প্রায় ৮০ টির ও বেশি ফ্যক্ট্ররিতে এই AOP টেকনোলজি রয়েছে। যার মধ্যে নিম্নোক্ত ফ্যক্ট্ররি গুলো উল্লেখযোগ্যঃ

01. Unifill Composite Dyeing Mills Ltd.

02. SIM Group.

03. Thermax Group Ltd.

04. HH Textile Mills Ltd.

05. Sanjana Fabrics Ltd.

06. Beximco Textile Division.

07. Rahim Textile Mills Ltd.

08. Divine Group.

09. Hossain Dyeing & Printing Mills.

10. Tania Textiles Ltd.

11. Knit Concern Group.

12. Unicon Group.

13. Pakiza Knit Composite Ltd.

14. DBL Group.

15. GMS Composite Knitting Industries Ltd.

16. NR Group.

17. Robintex Group.

18. Chaity Group.

19. APS Group.

20. Comfit Composite Knit Ltd.

21. South China Bleaching & Dyeing Factory Ltd.

22. Mithela Textile Industries Ltd.

23. M. M. Knitwear Ltd.

24. Monno Fabrics Ltd.

25. Rim Dyeing Ltd.

26. F.K.N Textile Ltd.

27. Apex Holdings Ltd.

28. Four H Group.

29. Utah Group.

30. Dird Composite Textiles Ltd.

31. Palmal Group of Industries.

32. Mosharaf Composite Textile Mills Ltd.

33. KDS Group.

34. Opex & Sinha Textile Group.

35. Impress-Newtex Composite Ltd.

36. Tru Fabric Limited ,

37. Zaber & Zubair Fabrics Ltd.

38. Chorka Textile Ltd.

39. Jamuna Group.

40. Satter Textile Mills Ltd.

41. M.S. Dyeing, Printing & Finishing Ltd.

42. Amanat Shah Fabrics Ltd.

43. ACS Textiles (Bangladesh) Limited.

44. A Concern of Micro Fibre Group.

45. A-One Polar Ltd.

46. Sawfttex Ltd.

47. Pride Group.

48. Nz group.

49. Intramex Textile Ltd.

50. RK group.

51. NZ group.

52. Metro knitting and dyeing limited.

53. Lithe group.

54. AJI group.

55. Mondal group.

56. Phonex Textile Ltd.

57. All Tex Group.

58. Infinia Group,

59. Silver Composite Textile Mills Ltd (Unit-3, Textile)

60. Croni group.

61. Azad rifat fibers.

62. Imperil.

63. Bornali fabric.

64. Bomby fabric. 

65. S B style composite Ltd.

66. Padma Bleaching & Dyeing Mills Ltd.

67. Experience textile Ltd.

68. Tithi Textile Mills Pvt Ltd.

69. Antim Group.

70. Consumer Textile mills ltd.

71. Fariha knit tex ltd.

72. PN Composite ltd.

73. Nice Fabrics processing Limited.
74. Doel group .

75. Unity fabric Ltd.

76. Primer dyeing & printing Mills Ltd. 

77. Bengal apparel Ltd .

78. Urmi knitwear Ltd.

77. Noor group.

78. Regent textile Ltd.

79. Younusco group.

80. Paramount Textile Ltd.





✅পূর্বে রোটারি, ফ্লাট বেড, রোলার, স্ক্রিন প্রিন্টিং, ট্রান্সফার প্রিন্টিং বেশি প্রচলিত ছিলো কিন্তু বর্তমানে সেগুলোর সাথে ডিজিটাল ইঞ্জেক্ট AOP টেকনোলজি ব্যবহৃত হচ্ছে।

✅AOP টেকনোলজি দিয়ে তৈরী ফেব্রিক সাধারণ শার্ট, গাউন, টাংক টপ, পাঞ্জাবি, ওভেন প্যান্ট, হোম টেক্সটাইল সহ ডেনিম প্রোডাক্টেও ব্যবহৃত হচ্ছে। সাধারণত শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের সকলের চাহিদায় AOP দিন দিন বেশি প্রাধান্য পাচ্ছে। 

✅বাংলাদেশের অনেক ফ্যক্ট্ররিতে ডিজিটাল প্রিন্টিং মেশিন রয়েছে কিন্তু বেশিরভাগ ফ্যক্ট্ররি রোটারি স্ক্রিন প্রিন্টিং মেশিন দিয়ে AOP করে থাকে।

ডিজিটাল প্রিন্টিং মেশিন গুলোতে স্ক্রিন প্রিপারেশনের কোনো ঝামেলা থাকেনা এবং নিখুঁত কালার কম্বিনেশন এর ফলে নির্ভুল ডিজাইন পাওয়া যায়।

✅সিন্থেটিক ফেব্রিক AOP করার জন্য ব্যবহৃত হয় সাবলিমেশন বা ট্রান্সফার প্রিন্টিং টেকনোলজি। 

সাধারণত পিগমেন্ট, রিয়েক্টিভ, ডিসচার্জ, ডিস্পার্স এবং এসিড ডাই বেশি ব্যবহৃত হয় এই AOP তে।

✅AOP এর ডিজাইন করার জন্য একজন ডিজাইনারকে তার শৈল্পিক কনসেপ্ট নিয়ে ডিজাইন স্কেচ করে সেই ডিজাইন অনুযায়ী স্ক্রিন প্রিপারেশন করে থাকেন।


কিন্তু বাংলাদেশে টেক্সটাইল প্রিন্টিং ডিজাইন শেখার জন্য কোনো ইনস্টিটিউট নেই। প্রিন্টিং ডিজাইন করার কিছু ধারণা তুলে ধরার জন্য স্বনামধন্য একজন প্রিন্টিং ডিজাইনার Md. Shawkat Hossain Sohel, Manager (CAD), Unifill Composite Dyeing Mills Ltd এর আর্টিকেল হতে প্রাপ্ত নিম্নোক্ত কি পয়েন্টগুলো AOP ডিজাইনার দের জন্য সহায়ক হতে পারেঃ

১.ফেব্রিকের সাথে কি ধরনের ডিজাইন মানানসই তার স্পষ্ট ধারণা থাকতে হবে।

২. রোটারি স্ক্রিন এবং ফ্লাট-বেড স্ক্রিন মেজারমেন্ট ক্যালকুলেশন জানতে হবে।

৩.রিপিট ডিজাইন এবং কালার নাম্বার এর ধারণা থাকতে হবে। 

৪. কালার ভিস্কোসিটি-স্কুইজ প্রেশার, মেস সিলেকশন এর ধারণা থাকতে হবে। 

৫. চেস্ট প্রিন্ট এবং AOP এর মধ্যে পার্থক্য বুঝতে হবে।

৬. গ্রাফিক্স সফটওয়্যার এ দক্ষ হতে হবে।

৭. সৃজনশীন মনোভাব থাকতে হবে।

৮. ডিজাইন ডেভেলপমেন্ট প্রসেস সম্পর্কে জানতে হবে।

৯. স্ক্রিন প্রিপারেশন এর ধারণা থাকতে হবে। 

১০. প্রতি মেথডের জন্য কালারের ধারণা থাকতে হবে। 

১১. প্রিন্টিং ডিজাইনের ধারণা থাকতে হবে। 

১২. ঋতু ভেদে ডিজাইন ভেরিয়েশন এর ধারণা থাকতে হবে। 

১৩. ফেব্রিকের ধরন জানতে হবে।

১৪. ফেব্রিক টি দিয়ে কি ধরনের প্রোডাক্ট তৈরী হবে তা জানতে হবে।

১৫. লোকাল এবং বিদেশের কালচার ভেদে ডিজাইনের রুচি বুঝতে হবে।


AOP এর জন্য সাধারণ ৬ ধরনের প্রিন্ট ব্যবহার করা হয়। সেগুলো হলোঃ

১. পিগমেন্ট প্রিন্ট 
২. রিয়েক্টিভ প্রিন্ট 
৩. ডিসচার্জ প্রিন্ট 
৪. রেইজড প্রিন্ট 
৫. গ্লিটার প্রিন্ট 
৬. বার্ন আউট প্রিন্ট 

বায়ারের চাহিদা অনুযায়ী এবং ফেব্রিকের ধরনের উপর ভিত্তি করে প্রিন্ট পেস্ট নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু এই ৬ ধরনের মধ্যে পিগমেন্ট প্রিন্ট কিছুটা রিস্ক ফ্রি।

✅AOP এর প্রডাকশন প্যারামিটার গুলো হলোঃ
১. স্ক্রিন প্রেশার 
২. ডিজাইন সেটিং
৩. সেড
AOP প্রডাকশন এর ক্ষেত্রে স্যাম্পল সেকশন রেসিপি তৈরী করে আর স্যাম্পল বানায়। কালার সেকশন কালার পেস্ট তৈরী করে মেশিনে দেয় এবং ডিজাইন সেকশন ডিজাইন তৈরী করে স্ক্রিন বানিয়ে দেয় এবং ডিজাইনে সমস্যা হলে সমাধান করে। 

বর্তমানে এই AOP সেকশনে প্রফিট মার্জিন প্রায় ৩০%-৫০% তাই টেক্সটাইলের স্বনামধন্য গ্রুপ গুলো AOP সেকশন চালু করছে, যার ফলে যারা AOP সেকশনে আছেন অথবা AOP তে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য একটি অপার সম্ভাবনা তৈরী হচ্ছে।

ইনফরমেশন সোর্সঃ
https://blog.printsome.com/all-over-print/
https://www.textiletoday.com.bd/10-things-developing-print-design-need-know/
https://textilelab.blogspot.com/2018/06/aop-all-over-print.html?m=1

এছাড়াও এই আর্টিকেল লিখার জন্য তথ্য দিয়ে সহায়তা করেছেন Md. Shawkat Hossain Sohel, Manager (CAD), Unifill Composite Dyeing Mills Ltd.



লেখকঃ ওয়েজ আহমাদ রিপন 
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 
বেগমগঞ্জ নোয়াখালী
riponwayazeahmad2@gmail.com

কোন মন্তব্য নেই: