Mobiltech Textiles | অটোমোবাইল টেক্সটাইল - Textile Lab | Textile Learning Blog
Mobiltech Textiles :



ফাইবার ও ফেব্রিকের গুনাবলি পরিবর্তন করে নতুন ধাসের টেক্সটাইল প্রডাক্ট তৈরি করার নামই হলো Technical Textiles
Mobiltech টেকনিক্যাল টেক্সটাইলের অন্যতম একটি পার্ট। Mobiltech এ আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালের গুনাবলি পরিবর্তন করে অটোমোবাইল, রেলওয়ে,জাহাজ,বিমানের বিভিন্ন উপাদান ও স্পেসের গুরুত্বপূর্ণ অংশে ব্যবহার করে থাকি। Mobiltech আমরা শুধুমাত্র সেফটির জন্য নয় এটাকে আরামদায়ক হিসেবেও ব্যবহার করি।




Mobiltech এ ব্যবহৃত ফাইবারের গুনাবলি :

সিট কাভারে যে ভাইবার ব্যবহার করা হয় তার সূর্য্যের আলো ও UV রশ্মি  প্রতিরোধক ক্ষমতা থাকতে হবে। যাতে সূর্য্যের আলো পড়ে সহজে সিট কাভারের রং নষ্ট না করতে পারে। পাবলিক যানবাহনে ব্যবহৃত ফেব্রিকের ক্ষেত্রে একে যথেষ্ট শতিশালী হতে হবে যাতে অল্প সময়ে না ছিড়ে যায়। ধুলোবালি প্রতিরোধক ও খুব তাড়াতাড়ি পরিস্কার হওয়ার ক্ষমতা থাকতে হবে। ইদানিং Mobiltech এ কম্পোজিট ম্যাটেরিয়াল এর ব্যাপক ব্যবহার শুরু হয়েছে। 



সূর্য্যের আলো ও UV রশ্মি প্রতিরোধক :
সূর্য্যের আলো ও UV রশ্মি প্রতিরোধক ফেব্রিক ব্যবহার করা গুরুত্বপূর্ণ যদি আমরা ভুল ফেব্রিক ব্যবহার করি তাহলে অতি অল্প সময়ে ছিড়ে যাওয়ার প্রবনতা ও রং নষ্ট হওয়ার প্রবনতা থাকে। 

ঘর্ষন প্রতিরোধক ফেব্রিকের ব্যবহার :
সিটে ব্যবহৃত ফেব্রিকের ক্ষেত্রে আমাদের ঘর্ষন প্রতিরোধক ফেব্রিক ব্যবহার করা প্রয়োজন এটার অধিক টেকসই এর জন্য। এক্ষেত্রে আমরা সাধারনত নাইলন ও পলিস্টার ফেব্রিক ব্যবহার করে থাকি। কিছু দামী যানবাহনে wool এরও ব্যবহার করা হয় যা ব্যয়বহুল ও আরামদায়ক। Wool থেকে তৈরি ফেব্রিকের গলে যাওয়ার প্রবনতা কম থাকে তাই এটাকে বিমানে বেশি ব্যবহার করা হয়ে থাকে। 

অগ্নিদাহ্য ফেব্রিকের ব্যবহার কম করা : 
বিভিন্ন যানবাহনের  Mobiltech এর ব্যবহার বেশি আর যানবাহনে আগুন লাগার প্রবনতাও বেশি থাকে। তাই এক্ষেত্রে অগ্নিদাহ্য ফেব্রিকের ব্যবহার কম করা উত্তম৷ 

Mobiltech এর প্রকারভেদ :

1.Visible components : Seat upholstery, carpet and seat belt etc

2.concealed components :Tire cords, NVH. 




Mobiltech এর কিছু ব্যবহার :

১.রেলওয়ের সিট কাভার 

২.সামরিক যানবাহনের বিশেষ সরঞ্জাম 

৩.বিমানের সুরক্ষা কাভার 

৪.নৌকার বিভিন্ন উপাদান 

৫.গাড়ির অভ্যন্তরের বিভিন্ন সরঞ্জামে

৬.গাড়ির কার্পেট ও টায়ার তৈরিতে 

৭.যানবাহনের তাপ ও শব্দ নিরোধক হিসেবে। 

৮.বিভিন্ন সুরক্ষা ব্যবস্হায় -এয়ারব্যাগ ও সিটবেল্টে। 



কিছু Mobiletech তৈরিকারী প্রতিষ্ঠানের নাম :

(গ্লোবাল Mobiltech Textiles মার্কেট রিসার্চ ২০১৯-২০২৫ অনুযায়ী). 
Dupont
Ahlstrom-Munksjö
3M
SKAP
Kimberly-Clark
 TORAY
 Asahi Kasei
 Hyosung Corporation
Shandong Weiqiao Pioneering
  Ruyi
Sunshine
Shanghai Textile

কিছু টপ Mobiletech উৎপাদনকারী দেশের নাম :

North America
Europe
China
 Japan
 Southeast Asia
 India



Mobiltech এর আন্তর্জাতিক মার্কেট :

Technical Textiles এর বাজার মূল্য ২০১৭ অনুযায়ী $234.7 বিলিয়ন। এবং ২০২৫ সালের মধ্যে এর বাজার মূল্য গিয়ে দাড়াবে $334.7 বিলিয়ন। মোট Technical Textile এর বাজারমূল্যে Mobiletech কন্ট্রিবিউট করে ২৫%। 

আমি এই আর্টিকেল লিখতে গিয়ে দেখেছি ইন্ডিয়া Technical Textile এ অনেক এগিয়ে গেছে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে তারা পন্য উৎপাদন করছে এটা তাদের ভবিষ্যত টেক্সটাইলের জন্য অনেক ভালো প্রভাব ফেলবে৷ দুঃখের বিষয়ে Mobiltech নিয়ে আমাদের দেশে নামমাত্রও কোন কাজ হয় না। এতেই বুঝা যাচ্ছে ভবিষ্যতের আধুনিক টেক্সটাইল জগতে আমাদের অক্ষমতা কাল হয়ে দাড়াবে।



Writer :
Zobayer Hossain Noyon 
B.Sc in Textile Engineering (SKTEC)


Mobiltech Textiles | অটোমোবাইল টেক্সটাইল

Mobiltech Textiles :



ফাইবার ও ফেব্রিকের গুনাবলি পরিবর্তন করে নতুন ধাসের টেক্সটাইল প্রডাক্ট তৈরি করার নামই হলো Technical Textiles
Mobiltech টেকনিক্যাল টেক্সটাইলের অন্যতম একটি পার্ট। Mobiltech এ আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালের গুনাবলি পরিবর্তন করে অটোমোবাইল, রেলওয়ে,জাহাজ,বিমানের বিভিন্ন উপাদান ও স্পেসের গুরুত্বপূর্ণ অংশে ব্যবহার করে থাকি। Mobiltech আমরা শুধুমাত্র সেফটির জন্য নয় এটাকে আরামদায়ক হিসেবেও ব্যবহার করি।




Mobiltech এ ব্যবহৃত ফাইবারের গুনাবলি :

সিট কাভারে যে ভাইবার ব্যবহার করা হয় তার সূর্য্যের আলো ও UV রশ্মি  প্রতিরোধক ক্ষমতা থাকতে হবে। যাতে সূর্য্যের আলো পড়ে সহজে সিট কাভারের রং নষ্ট না করতে পারে। পাবলিক যানবাহনে ব্যবহৃত ফেব্রিকের ক্ষেত্রে একে যথেষ্ট শতিশালী হতে হবে যাতে অল্প সময়ে না ছিড়ে যায়। ধুলোবালি প্রতিরোধক ও খুব তাড়াতাড়ি পরিস্কার হওয়ার ক্ষমতা থাকতে হবে। ইদানিং Mobiltech এ কম্পোজিট ম্যাটেরিয়াল এর ব্যাপক ব্যবহার শুরু হয়েছে। 



সূর্য্যের আলো ও UV রশ্মি প্রতিরোধক :
সূর্য্যের আলো ও UV রশ্মি প্রতিরোধক ফেব্রিক ব্যবহার করা গুরুত্বপূর্ণ যদি আমরা ভুল ফেব্রিক ব্যবহার করি তাহলে অতি অল্প সময়ে ছিড়ে যাওয়ার প্রবনতা ও রং নষ্ট হওয়ার প্রবনতা থাকে। 

ঘর্ষন প্রতিরোধক ফেব্রিকের ব্যবহার :
সিটে ব্যবহৃত ফেব্রিকের ক্ষেত্রে আমাদের ঘর্ষন প্রতিরোধক ফেব্রিক ব্যবহার করা প্রয়োজন এটার অধিক টেকসই এর জন্য। এক্ষেত্রে আমরা সাধারনত নাইলন ও পলিস্টার ফেব্রিক ব্যবহার করে থাকি। কিছু দামী যানবাহনে wool এরও ব্যবহার করা হয় যা ব্যয়বহুল ও আরামদায়ক। Wool থেকে তৈরি ফেব্রিকের গলে যাওয়ার প্রবনতা কম থাকে তাই এটাকে বিমানে বেশি ব্যবহার করা হয়ে থাকে। 

অগ্নিদাহ্য ফেব্রিকের ব্যবহার কম করা : 
বিভিন্ন যানবাহনের  Mobiltech এর ব্যবহার বেশি আর যানবাহনে আগুন লাগার প্রবনতাও বেশি থাকে। তাই এক্ষেত্রে অগ্নিদাহ্য ফেব্রিকের ব্যবহার কম করা উত্তম৷ 

Mobiltech এর প্রকারভেদ :

1.Visible components : Seat upholstery, carpet and seat belt etc

2.concealed components :Tire cords, NVH. 




Mobiltech এর কিছু ব্যবহার :

১.রেলওয়ের সিট কাভার 

২.সামরিক যানবাহনের বিশেষ সরঞ্জাম 

৩.বিমানের সুরক্ষা কাভার 

৪.নৌকার বিভিন্ন উপাদান 

৫.গাড়ির অভ্যন্তরের বিভিন্ন সরঞ্জামে

৬.গাড়ির কার্পেট ও টায়ার তৈরিতে 

৭.যানবাহনের তাপ ও শব্দ নিরোধক হিসেবে। 

৮.বিভিন্ন সুরক্ষা ব্যবস্হায় -এয়ারব্যাগ ও সিটবেল্টে। 



কিছু Mobiletech তৈরিকারী প্রতিষ্ঠানের নাম :

(গ্লোবাল Mobiltech Textiles মার্কেট রিসার্চ ২০১৯-২০২৫ অনুযায়ী). 
Dupont
Ahlstrom-Munksjö
3M
SKAP
Kimberly-Clark
 TORAY
 Asahi Kasei
 Hyosung Corporation
Shandong Weiqiao Pioneering
  Ruyi
Sunshine
Shanghai Textile

কিছু টপ Mobiletech উৎপাদনকারী দেশের নাম :

North America
Europe
China
 Japan
 Southeast Asia
 India



Mobiltech এর আন্তর্জাতিক মার্কেট :

Technical Textiles এর বাজার মূল্য ২০১৭ অনুযায়ী $234.7 বিলিয়ন। এবং ২০২৫ সালের মধ্যে এর বাজার মূল্য গিয়ে দাড়াবে $334.7 বিলিয়ন। মোট Technical Textile এর বাজারমূল্যে Mobiletech কন্ট্রিবিউট করে ২৫%। 

আমি এই আর্টিকেল লিখতে গিয়ে দেখেছি ইন্ডিয়া Technical Textile এ অনেক এগিয়ে গেছে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে তারা পন্য উৎপাদন করছে এটা তাদের ভবিষ্যত টেক্সটাইলের জন্য অনেক ভালো প্রভাব ফেলবে৷ দুঃখের বিষয়ে Mobiltech নিয়ে আমাদের দেশে নামমাত্রও কোন কাজ হয় না। এতেই বুঝা যাচ্ছে ভবিষ্যতের আধুনিক টেক্সটাইল জগতে আমাদের অক্ষমতা কাল হয়ে দাড়াবে।



Writer :
Zobayer Hossain Noyon 
B.Sc in Textile Engineering (SKTEC)


কোন মন্তব্য নেই: