পাইনাপেল ফেব্রিক পিনাটেক্স - Pinatex | Painapple Fibre - Textile Lab | Textile Learning Blog
Sustainable Pineapple Fabric Pinatex:


গ্লোবাল টেক্সটাইল সেক্টরের সাসটেইনেবিলিটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম। এখন বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠানের প্রধান টার্গেট পরিবেশের কোনরুপ ক্ষতি না করে টেক্সটাইল প্রডাক্ট তৈরি করা। যেখানে কোন ধারনের বাই প্রডাক্ট তৈরি না হয়ে পরিবেশ বান্ধব প্রডাক্ট তৈরি হবে৷ যেমন ছোট একটা উদাহরন দিলেই বুঝতে পারি তুলা ও বিভিন্ন আর্টিফিশিয়াল ফাইবারের প্রসেস এর ক্ষেত্রে বিভিন্ন ধারনের বাই প্রডাক্ট তৈরি হয় যা পরিবেশের জন্য ক্ষতি করে।
পরিবেশের এই ক্ষতি থেকে বাচতে গবেষকদের নতুন টেকসই পদ্ধতির ফল Pineapple Fibre pinatex.


যদিও ধারণাটি অবিশ্বাস্য মনে হতে পারে তবে লেদারের বিকল্প হিসেবে আনারসের পাতা ব্যবহার হতে পারে। লন্ডন ভিত্তিক Ananas Anam কোম্পানী  আনারস পাতা কে একটি প্রাকৃতিক এবং নন ওভেন কাপড় হিসেবে ডিভিলপ্ট করেছে। এটি Pinatex নামে পরিচিত। যা লেদারের মতো একই বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম। ফিলিপাইনের আনারস ফলের এক বৈপ্লবিক আনারস পাতার আঁশ থেকে আনারস ফ্যাব্রিক তৈরি করতে সক্ষম হন।  এই প্রক্রিয়াটি ডেকোর্টিকেশন নামে পরিচিত। আনারসের পাতাকে গাছ থেকে নেয়া হয় এবং বিভিন্ন শিল্প উৎপাদনকারী প্রক্রিয়ার মাধ্যমে আনারস ফাইবার তৈরি করা হয়। এটি pinatex এর ভিত্তি প্রক্রিয়া বলতে পারি৷ এ প্রক্রিয়ায় কিছু একটি বাই প্রডাক্ট উৎপন্ন হয় সেটাকে বায়োমাস বলে যেটা পরবর্তিতে রাসায়নিক সার ও বায়োগ্যাসে ব্যবহার করা হয়ে থাকে। এতে এই প্রক্রিয়ার লুপ বন্ধ হয়ে যায় ও পরিবেশের জন্য পুরোপুরি সাসটেইনেবল প্রোডাক্ট তৈরি করে।


pinatex অনেক বছরের চামড়ার বিকল্প পদ্ধতি অনুসন্ধানের ফল। এটা একধারনের প্রাকৃতিক টিস্যু ও ভেজালমুক্ত ও সাসটেইনাবল। এটা শক্তিশালী, শ্বাস প্রশ্বাস চলাচলে সক্ষম, বহুমুখী, নমমীয় অতি সহজে প্রিন্টিং, সেলাই করা যায় ও বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা যায়। এই প্রযুক্তি অনেকগুলো পদক জিতেছে। এবং পরবর্তী পদক্ষেপ যেটা নেয়া হয়েছে সেটা হলো আনারস পাতা চাহিদা অনুযায়ী সাল্পাই করা। যাতে আমরা একটি পরিবেশ বান্ধব টেক্সটাইল পন্য পাই কোন প্রকার প্রাকৃতিক ক্ষতি করা ছাড়া।



Writer :
Zobayer Hossain Noyon
B.Sc in Textile Engineering (SKTEC).

পাইনাপেল ফেব্রিক পিনাটেক্স - Pinatex | Painapple Fibre

Sustainable Pineapple Fabric Pinatex:


গ্লোবাল টেক্সটাইল সেক্টরের সাসটেইনেবিলিটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম। এখন বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠানের প্রধান টার্গেট পরিবেশের কোনরুপ ক্ষতি না করে টেক্সটাইল প্রডাক্ট তৈরি করা। যেখানে কোন ধারনের বাই প্রডাক্ট তৈরি না হয়ে পরিবেশ বান্ধব প্রডাক্ট তৈরি হবে৷ যেমন ছোট একটা উদাহরন দিলেই বুঝতে পারি তুলা ও বিভিন্ন আর্টিফিশিয়াল ফাইবারের প্রসেস এর ক্ষেত্রে বিভিন্ন ধারনের বাই প্রডাক্ট তৈরি হয় যা পরিবেশের জন্য ক্ষতি করে।
পরিবেশের এই ক্ষতি থেকে বাচতে গবেষকদের নতুন টেকসই পদ্ধতির ফল Pineapple Fibre pinatex.


যদিও ধারণাটি অবিশ্বাস্য মনে হতে পারে তবে লেদারের বিকল্প হিসেবে আনারসের পাতা ব্যবহার হতে পারে। লন্ডন ভিত্তিক Ananas Anam কোম্পানী  আনারস পাতা কে একটি প্রাকৃতিক এবং নন ওভেন কাপড় হিসেবে ডিভিলপ্ট করেছে। এটি Pinatex নামে পরিচিত। যা লেদারের মতো একই বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম। ফিলিপাইনের আনারস ফলের এক বৈপ্লবিক আনারস পাতার আঁশ থেকে আনারস ফ্যাব্রিক তৈরি করতে সক্ষম হন।  এই প্রক্রিয়াটি ডেকোর্টিকেশন নামে পরিচিত। আনারসের পাতাকে গাছ থেকে নেয়া হয় এবং বিভিন্ন শিল্প উৎপাদনকারী প্রক্রিয়ার মাধ্যমে আনারস ফাইবার তৈরি করা হয়। এটি pinatex এর ভিত্তি প্রক্রিয়া বলতে পারি৷ এ প্রক্রিয়ায় কিছু একটি বাই প্রডাক্ট উৎপন্ন হয় সেটাকে বায়োমাস বলে যেটা পরবর্তিতে রাসায়নিক সার ও বায়োগ্যাসে ব্যবহার করা হয়ে থাকে। এতে এই প্রক্রিয়ার লুপ বন্ধ হয়ে যায় ও পরিবেশের জন্য পুরোপুরি সাসটেইনেবল প্রোডাক্ট তৈরি করে।


pinatex অনেক বছরের চামড়ার বিকল্প পদ্ধতি অনুসন্ধানের ফল। এটা একধারনের প্রাকৃতিক টিস্যু ও ভেজালমুক্ত ও সাসটেইনাবল। এটা শক্তিশালী, শ্বাস প্রশ্বাস চলাচলে সক্ষম, বহুমুখী, নমমীয় অতি সহজে প্রিন্টিং, সেলাই করা যায় ও বিভিন্ন ধরনের কাপড় তৈরি করা যায়। এই প্রযুক্তি অনেকগুলো পদক জিতেছে। এবং পরবর্তী পদক্ষেপ যেটা নেয়া হয়েছে সেটা হলো আনারস পাতা চাহিদা অনুযায়ী সাল্পাই করা। যাতে আমরা একটি পরিবেশ বান্ধব টেক্সটাইল পন্য পাই কোন প্রকার প্রাকৃতিক ক্ষতি করা ছাড়া।



Writer :
Zobayer Hossain Noyon
B.Sc in Textile Engineering (SKTEC).

কোন মন্তব্য নেই: