টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির রিডিউস রিইউজ স্কোপ | টেক্সটাইল সাস্টেইনিবিলিটি - Textile Lab | Textile Learning Blog

  • রিডিউস

১. স্টেনটার মেশিনের যদি হিট রিকোভারি ইউনিট ব্যাবহার করা হয় তবে আমরা বিপুল পরিমান হিট আমরা রিইউজ করতে পারবো ।  এটা এক্সোস্ট হিটকে ময়েসচার, ফাইবার ডাস্ট ফ্রি করে আবার মেশিনে পাঠায়। 

২. আমরা যদি থার্মাল ওয়েল স্টেন্টার ইউজ করি তবে বয়েলারের জন্য একটা বার্নার ইউজ করে হিটেড ওয়েল দিয়ে মেশিন হিট করা যায় কিন্ত আমরা যদি গ্যাস বার্নার ইউজ করি তবে আমাদের ২০  টা বার্নারে বিপুল পরিমান গ্যাস বার্ন করতে হয় ।  গ্যাস বার্ন কমিয়ে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারি।

৩. আমরা ডাইং মেশিন থেকে বিপুল পরিমান পানি ড্রেইন করি আমরা যদি এই হিটেড ওয়াটার গুলি ড্রেইন করার সময় হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কোন চেম্বারে পানি হিট দিয়ে রাখি তবে আমাদের ডাইং এর সময় বাড়তি স্টিম অপচয় করে করে পানি ততটা হিট দেয়া লাগবে না।

৪. মেশিনে স্টিম ট্রেপ ভালভ গুলি যদি ঠিক থাকে তবে বিপুল পরিমান স্টিম লিক থেকে বাচা যাবে। আমাদের স্টিম জেনারেট করতে বিপুল পরিমাণ গ্যাস বার্ন করতে হয় ।

৫. আমরা যদি এনজাইম স্কাওয়ারিং প্রসেস চালু করতে পারি তবে আমাদের ইন্ড্রাস্ট্রির বিপুল পরিমাণ কাস্টিক সেইভ করতে পারি আর এই এলকালি  pH কে নিউট্রাল করার জন্য ইটিপিতে এসিডের কনজামশন  অনেক  কমে যাবে ।

৬. আমরা যদি অটোমেটিক কালার ক্যামিকেল ডিসপেনসার ইউজ করতে পারি তবে আমাদের প্রডাকশনে বিপুল পরিমাণ ডাইজ ক্যামিকেল লস কমে যাবে আর ব্যাচ টু ব্যাচ সেড ভেরিয়েশন অনেক কমে যাবে ।  যদিও এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক হাই তার পরো অটোমেটিক কালার মিজার  করার ফলে ম্যানুয়েল লস ওয়েস্টেজ অনেক কমে যাবে ।

৭. ফেক্টরির ERP সফটওয়্যার ইউজ করতে হবে এতে কোন প্রকার  হিসেবে গড়মিল হবে না র ম্যাটেরিয়াল আর ফিনিশ গুডস এর পাই টু পাই হিসেব রয়ে যাবে, যদিও ম্যানেজমেন্ট ইচ্ছে করে এটা ব্যাবহার করে না ফেলে রাখে ।

রিইউজঃ

১. আমরা যখন মেশিন ক্লিন করি তখন আমাদের অনেক পরিমান ওয়াটার প্রয়োজন হয় আমাদের মেশিন ক্লিনের জন্য যদি আলাদাভাবে রিজার্ভ টেংক থাকে আমরা পানি ড্রেইন না করে তা ২-৩ বার মেশিনে এনে মেশিন ক্লিন করে ব্যাক করতে পারি এতে রেমন কোন সমস্যা হবে না বা হয় ।

২. ইটিপির আউটলেট এর পানি যদি আমাদের ফ্লোর ক্লিনের জন্য ইউজ করি তবে আমাদের ফ্রেশ ওয়াটারের চাহিদা অনেক কমে যাবে ।

টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির রিডিউস রিইউজ স্কোপ | টেক্সটাইল সাস্টেইনিবিলিটি


  • রিডিউস

১. স্টেনটার মেশিনের যদি হিট রিকোভারি ইউনিট ব্যাবহার করা হয় তবে আমরা বিপুল পরিমান হিট আমরা রিইউজ করতে পারবো ।  এটা এক্সোস্ট হিটকে ময়েসচার, ফাইবার ডাস্ট ফ্রি করে আবার মেশিনে পাঠায়। 

২. আমরা যদি থার্মাল ওয়েল স্টেন্টার ইউজ করি তবে বয়েলারের জন্য একটা বার্নার ইউজ করে হিটেড ওয়েল দিয়ে মেশিন হিট করা যায় কিন্ত আমরা যদি গ্যাস বার্নার ইউজ করি তবে আমাদের ২০  টা বার্নারে বিপুল পরিমান গ্যাস বার্ন করতে হয় ।  গ্যাস বার্ন কমিয়ে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারি।

৩. আমরা ডাইং মেশিন থেকে বিপুল পরিমান পানি ড্রেইন করি আমরা যদি এই হিটেড ওয়াটার গুলি ড্রেইন করার সময় হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কোন চেম্বারে পানি হিট দিয়ে রাখি তবে আমাদের ডাইং এর সময় বাড়তি স্টিম অপচয় করে করে পানি ততটা হিট দেয়া লাগবে না।

৪. মেশিনে স্টিম ট্রেপ ভালভ গুলি যদি ঠিক থাকে তবে বিপুল পরিমান স্টিম লিক থেকে বাচা যাবে। আমাদের স্টিম জেনারেট করতে বিপুল পরিমাণ গ্যাস বার্ন করতে হয় ।

৫. আমরা যদি এনজাইম স্কাওয়ারিং প্রসেস চালু করতে পারি তবে আমাদের ইন্ড্রাস্ট্রির বিপুল পরিমাণ কাস্টিক সেইভ করতে পারি আর এই এলকালি  pH কে নিউট্রাল করার জন্য ইটিপিতে এসিডের কনজামশন  অনেক  কমে যাবে ।

৬. আমরা যদি অটোমেটিক কালার ক্যামিকেল ডিসপেনসার ইউজ করতে পারি তবে আমাদের প্রডাকশনে বিপুল পরিমাণ ডাইজ ক্যামিকেল লস কমে যাবে আর ব্যাচ টু ব্যাচ সেড ভেরিয়েশন অনেক কমে যাবে ।  যদিও এর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক হাই তার পরো অটোমেটিক কালার মিজার  করার ফলে ম্যানুয়েল লস ওয়েস্টেজ অনেক কমে যাবে ।

৭. ফেক্টরির ERP সফটওয়্যার ইউজ করতে হবে এতে কোন প্রকার  হিসেবে গড়মিল হবে না র ম্যাটেরিয়াল আর ফিনিশ গুডস এর পাই টু পাই হিসেব রয়ে যাবে, যদিও ম্যানেজমেন্ট ইচ্ছে করে এটা ব্যাবহার করে না ফেলে রাখে ।

রিইউজঃ

১. আমরা যখন মেশিন ক্লিন করি তখন আমাদের অনেক পরিমান ওয়াটার প্রয়োজন হয় আমাদের মেশিন ক্লিনের জন্য যদি আলাদাভাবে রিজার্ভ টেংক থাকে আমরা পানি ড্রেইন না করে তা ২-৩ বার মেশিনে এনে মেশিন ক্লিন করে ব্যাক করতে পারি এতে রেমন কোন সমস্যা হবে না বা হয় ।

২. ইটিপির আউটলেট এর পানি যদি আমাদের ফ্লোর ক্লিনের জন্য ইউজ করি তবে আমাদের ফ্রেশ ওয়াটারের চাহিদা অনেক কমে যাবে ।

কোন মন্তব্য নেই: