সিনিয়র ভাইয়াদের, ক্লাসমেট, জুনিয়রদের বলবো আপনারা যখন কারো নতুন জব এর নোটিফিকেশন এর যখন কমেন্টস করবেন তখন,
Congrats
Congratulations
শুভ কামনা
এর সাথে আমরা কি আর কিছু যুক্ত করতে পারি কিনা যেমনঃ
১. আমাদের যদি যে ফেক্টরির কোন বিষয় ভালোদিক জানা থাকে তা বলে দিতে পারেন, সেকশন অনুযায়ী অনেকের এক্স কলিগ থাকতে পারে তাদের অন্তত টেক্সট করে নতুন দের যেনো ভালো করে রিসিভ করে তা জানাতে পারেন।
২. উক্ত ফেক্টরিতে আমাদের সাউথ ইষ্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্ট এর কেও থাকলে তাকে মেনশন করে তাকে নোটিফাই করতে পারেন।
৩. জুনিয়র যারা ফ্রকুয়েল্টলি জব চেঞ্জ করে তাদের জবে লেগে থাকার পরামর্শ দিবেন।
৪. সেক্টরের ফিউচার প্রস্পেক্ট বলে দিতে পারেন সামান্য কথায়। এতে করে তার কাজের ক্ষত্রে মটিভেটেড হবে
টেক্সটাইল সেক্টর ফুল প্রফেশনাল সেক্টর এখানে স্বাদুবাদের চেয়ে আপনারা পরামর্শ গুলি মনে হয় তার বেশি কাজে লাগতে পারে।
আবশ্যই স্বদুবাদ পাবে যখন সে ভালো অর্গানাইজেশনে জয়েন করবে, তবে সাথে সে অর্গানাইজেশনে ভালো করার টিপস এবং সাহস তার কাযে বাড়তি অনুপ্রেরণা যোগাবে ।
সম্পুর্ণ ব্যাক্তিগত অভিমত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন