সাব্জেক্ট রিভিউ : টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | Textile Engineering - Textile Lab | Textile Learning Blog
সাব্জেক্ট রিভিউ - টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান শিল্পগুলোর একটি টেক্সটাইল শিল্প।প্রযুক্তির এই যুগে যে কয়েকটি পেশায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে টেক্সটাইল অন্যতম।চাহিদার তুলনায় এই পেশায় লোকের সংখ্যা অত্যন্ত কম।বাংলাদেশে এই শিল্পটি অতি দ্রুত গতিতে বিকশিত হচ্ছে।বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্ব মানের টেক্সটাইল শিল্পের কাতারে পৌছে গেছে।ফলে এই শিল্পে দক্ষতা সম্পন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের চাহিদা ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে।টেক্সটাইল ইনজ্ঞিনিয়ারদের চাহিদা এতোটাই বেশি যে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের পূর্বেই তাদের চাকুরী হয়ে যায়।

কেন পড়বো টেক্সটাইল ?

চাকুরী সুবিধাঃ
অনেক পেশায় যেখানে লোকের তুলনায় চাকুরীর সংখা অতি অল্প,টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সেখানে পুরোপুরি বিপরীত।এখানে চাহিদার বিপরীতে দক্ষ ইঞ্জিনিয়ার যে অতি অল্প।দেশের ইঞ্জিনিয়ারদের দিয়ে চাহিদা মেটেতে না পেরে প্রতিবছরই প্রচুর বিদেশী ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিচ্ছে ইন্ডাস্ট্রি গুলো।

সরকারি চাকুরীঃ
অনেকে ভেবে থাকে যে টেক্সটাইলে বুঝি সরকারি চাকুরীর সুবিধা আল্প।জেনে অবাক হবে যে এখানেও ধারনার পুরো উল্টো ঘটেছে।তোমাদের জন্যে কিছু সরকারি চাকুরির ক্ষেত্র তুলে ধরলাম।

1.BJMC

2.BJRI

3.IJSC

4.BGMEA

5.BKMEA

6.FBCCI

7.EPB

8.EPZA

9.EPZ

10.DOT

11.MOT

12.BTEB

13.BTMC

14.Bank

15.University

16.College

17.বাকিগুলো জেনে নিও

এছাড়াঃ
বাংলাদেশে রয়েছে ছোট বড় মিলিয়ে ৫০০০+ টেক্সটাইল ইন্ডাস্ট্রি। প্রতিটি ইন্ডাস্ট্রিতে ২০ জন ইঞ্জিনিয়ারও লাগে তাহলেই ভেবে নাও তোমার চাকুরির স্কোপ কতখানি।বাস্তবিক পক্ষে একটি ভালো ইন্ডাস্ট্রিতে শতজনের ও বেশি ইঞ্জিনিয়ার প্রয়োজন।

উচ্চবেতনঃ
একজন ট্রেইনি ইঞ্জিনিয়ার ২০-২৫হাজার টাকায় চাকুরী শুরু করলেও ৬ মাস পরেই ৮-১০ হাজার বেড়ে যায়।৫/৬ বছর পরই একজন ইঞ্জিনিয়ারের বেতন ৬০-৭০ হাজার হয়ে যায়।১০-১২ বছর পর ১.২-২ লাখ হয়ে যায়।২০-৩০ বছর পর তোমার বেতন ৭ ডিজিট হয়ে যায় তাহলে অবাকের কিছু নেই।অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো ব্লান্ক চেকে ও বেতন নেয়।

স্কলারশিপ সুবিধাঃ
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যে জার্মান,ইউকে,ইউ এস এ, চায়না, নেদারল্যান্ড , ভারতের মত উন্নত রেখেছে যথেস্ট স্কলারশিপ।রয়েছে শতভাগ স্কলারশিপও

তোমাদের জন্যে কিছু ইউনির নাম তুলে ধরলামঃ

1.North carolina state University (USA)

2.University of Nebraska Lincoln (USA)

3.Saxion University of Applied Science(Netherlands)

4.The University of Bolton(UK)

5.University of Manchester (UK)

6.University of Leeds(UK)

7.Dresden University of Technology (Germany)

8.De Montfort University (UK)

9.Loughborough University (UK)

10.Heriot watt University (UK)

আমার হবিঃ
একবার ভাবো তো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বিশ্বজনতার সামনে দাড়িয়ে তোমার দেয়া গিফটের এমাবাসিডর।কি সপ্ন মনে হচ্ছে?এটাই সম্ভব টেক্সটাইলে।প্রতি ফুটবল বিশ্বকাপেই মেসি নেইমারে মত প্লেয়ারেরা তোমার তৈরি পোষাক পড়ে মাঠে খেলতে নামে।আর ওতে লিখা থাকে মেইড ইন বাংলাদেশ। এমন অনুভুতি কোথায় পাবে?

কি কি পড়ানো হয়?

1.BSC in Textile engineering (Wet process engineering)

2.BSC in Textile Engineering (Yarn Engineering)

3.BSC in Textile Engineering (Fabric Engineering)

4.BSC in Textile Engineering (Apparel Engineering)

5.BSC in Textile Engineering (Textile Engineering management)

6.BSC in Textile Engineering (Industrial & Production Engineering)

7.BSC in Textile Engineering (Fashion & design)

8.BSC in Textile Engineering (Textile Machinery design)

9.BSC in Textile Engineering (Dyes & Chemicals Engineering)

10.BSC in Textile Engineering (Environmental Science & Engineering).

বাংলাদেশে কোথায় পড়ানো হয়?
1.BUTeX

2.KUET

3.JUST

4.MBSTU

5.DUET

কলেজ সমুহঃ

1.National Institute of Textile Engineering Research

2.Pabna Textile Engineering College.

3.Barisal Textile Engineering College

4.Textile Engineering College zoragong

5.Begumgong Textile Engineering College

6.Sheikh kamal Textile Engineering College

7.Rangpur Textile Engineering College

প্রাইভেট ইউনিভার্সিটিঃ
1.AUST
2.BUFT
3.DIU
4.Primeasia U.
5.BUBT
6.GUB
7.City U.
8.বাকি গুলো যেনে নিও

সীমাবদ্ধতাঃ
অন্য ইঞ্জিনিয়ারিং এর মত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ও রয়েছে কিছু বাজে দিক।যদি তুমি পরিশ্রমী ও উচ্চবিলাসী না হও প্লিজ টেক্সটাইল এ এসো না।


Tanvir Ahmed
Textile Engineering (2017-18)
Jessore University of Science & Technology

সাব্জেক্ট রিভিউ : টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | Textile Engineering

সাব্জেক্ট রিভিউ - টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান শিল্পগুলোর একটি টেক্সটাইল শিল্প।প্রযুক্তির এই যুগে যে কয়েকটি পেশায় সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে টেক্সটাইল অন্যতম।চাহিদার তুলনায় এই পেশায় লোকের সংখ্যা অত্যন্ত কম।বাংলাদেশে এই শিল্পটি অতি দ্রুত গতিতে বিকশিত হচ্ছে।বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্ব মানের টেক্সটাইল শিল্পের কাতারে পৌছে গেছে।ফলে এই শিল্পে দক্ষতা সম্পন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের চাহিদা ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে।টেক্সটাইল ইনজ্ঞিনিয়ারদের চাহিদা এতোটাই বেশি যে অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনের পূর্বেই তাদের চাকুরী হয়ে যায়।

কেন পড়বো টেক্সটাইল ?

চাকুরী সুবিধাঃ
অনেক পেশায় যেখানে লোকের তুলনায় চাকুরীর সংখা অতি অল্প,টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সেখানে পুরোপুরি বিপরীত।এখানে চাহিদার বিপরীতে দক্ষ ইঞ্জিনিয়ার যে অতি অল্প।দেশের ইঞ্জিনিয়ারদের দিয়ে চাহিদা মেটেতে না পেরে প্রতিবছরই প্রচুর বিদেশী ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিচ্ছে ইন্ডাস্ট্রি গুলো।

সরকারি চাকুরীঃ
অনেকে ভেবে থাকে যে টেক্সটাইলে বুঝি সরকারি চাকুরীর সুবিধা আল্প।জেনে অবাক হবে যে এখানেও ধারনার পুরো উল্টো ঘটেছে।তোমাদের জন্যে কিছু সরকারি চাকুরির ক্ষেত্র তুলে ধরলাম।

1.BJMC

2.BJRI

3.IJSC

4.BGMEA

5.BKMEA

6.FBCCI

7.EPB

8.EPZA

9.EPZ

10.DOT

11.MOT

12.BTEB

13.BTMC

14.Bank

15.University

16.College

17.বাকিগুলো জেনে নিও

এছাড়াঃ
বাংলাদেশে রয়েছে ছোট বড় মিলিয়ে ৫০০০+ টেক্সটাইল ইন্ডাস্ট্রি। প্রতিটি ইন্ডাস্ট্রিতে ২০ জন ইঞ্জিনিয়ারও লাগে তাহলেই ভেবে নাও তোমার চাকুরির স্কোপ কতখানি।বাস্তবিক পক্ষে একটি ভালো ইন্ডাস্ট্রিতে শতজনের ও বেশি ইঞ্জিনিয়ার প্রয়োজন।

উচ্চবেতনঃ
একজন ট্রেইনি ইঞ্জিনিয়ার ২০-২৫হাজার টাকায় চাকুরী শুরু করলেও ৬ মাস পরেই ৮-১০ হাজার বেড়ে যায়।৫/৬ বছর পরই একজন ইঞ্জিনিয়ারের বেতন ৬০-৭০ হাজার হয়ে যায়।১০-১২ বছর পর ১.২-২ লাখ হয়ে যায়।২০-৩০ বছর পর তোমার বেতন ৭ ডিজিট হয়ে যায় তাহলে অবাকের কিছু নেই।অনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো ব্লান্ক চেকে ও বেতন নেয়।

স্কলারশিপ সুবিধাঃ
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্যে জার্মান,ইউকে,ইউ এস এ, চায়না, নেদারল্যান্ড , ভারতের মত উন্নত রেখেছে যথেস্ট স্কলারশিপ।রয়েছে শতভাগ স্কলারশিপও

তোমাদের জন্যে কিছু ইউনির নাম তুলে ধরলামঃ

1.North carolina state University (USA)

2.University of Nebraska Lincoln (USA)

3.Saxion University of Applied Science(Netherlands)

4.The University of Bolton(UK)

5.University of Manchester (UK)

6.University of Leeds(UK)

7.Dresden University of Technology (Germany)

8.De Montfort University (UK)

9.Loughborough University (UK)

10.Heriot watt University (UK)

আমার হবিঃ
একবার ভাবো তো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বিশ্বজনতার সামনে দাড়িয়ে তোমার দেয়া গিফটের এমাবাসিডর।কি সপ্ন মনে হচ্ছে?এটাই সম্ভব টেক্সটাইলে।প্রতি ফুটবল বিশ্বকাপেই মেসি নেইমারে মত প্লেয়ারেরা তোমার তৈরি পোষাক পড়ে মাঠে খেলতে নামে।আর ওতে লিখা থাকে মেইড ইন বাংলাদেশ। এমন অনুভুতি কোথায় পাবে?

কি কি পড়ানো হয়?

1.BSC in Textile engineering (Wet process engineering)

2.BSC in Textile Engineering (Yarn Engineering)

3.BSC in Textile Engineering (Fabric Engineering)

4.BSC in Textile Engineering (Apparel Engineering)

5.BSC in Textile Engineering (Textile Engineering management)

6.BSC in Textile Engineering (Industrial & Production Engineering)

7.BSC in Textile Engineering (Fashion & design)

8.BSC in Textile Engineering (Textile Machinery design)

9.BSC in Textile Engineering (Dyes & Chemicals Engineering)

10.BSC in Textile Engineering (Environmental Science & Engineering).

বাংলাদেশে কোথায় পড়ানো হয়?
1.BUTeX

2.KUET

3.JUST

4.MBSTU

5.DUET

কলেজ সমুহঃ

1.National Institute of Textile Engineering Research

2.Pabna Textile Engineering College.

3.Barisal Textile Engineering College

4.Textile Engineering College zoragong

5.Begumgong Textile Engineering College

6.Sheikh kamal Textile Engineering College

7.Rangpur Textile Engineering College

প্রাইভেট ইউনিভার্সিটিঃ
1.AUST
2.BUFT
3.DIU
4.Primeasia U.
5.BUBT
6.GUB
7.City U.
8.বাকি গুলো যেনে নিও

সীমাবদ্ধতাঃ
অন্য ইঞ্জিনিয়ারিং এর মত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ও রয়েছে কিছু বাজে দিক।যদি তুমি পরিশ্রমী ও উচ্চবিলাসী না হও প্লিজ টেক্সটাইল এ এসো না।


Tanvir Ahmed
Textile Engineering (2017-18)
Jessore University of Science & Technology

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

আমার নাম সুমাইয়া জান্নাত। আমি নবম শ্রেণিতে পড়ি
আমার এক আকাশ ছোঁয়া স্বপ্ন । টেক্সটাইল
ইঞ্জিনিয়ার হওয়া স্বপ্ন আমার আকাশ ছোঁয়া জানি কিন্ত একদিন ঠিক এই স্বপ্নে সাফল্য অর্জন করবো❤

আমি স্বপ্নের পথে হাঁটতে চাই
আমার স্বপ্নকে আকাশে উঁড়াতে চাই
টেক্সটাইল ইঞ্জিনিয়ার পড়তে চাই
টেক্সটাইল ইঞ্জিনিয়ার হতে চাই
টেক্সটাইল নিয়ে কাজ করতে চাই😍