Flax Fiber | ফ্ল্যাক্স ফাইবার | লিনেন ফেব্রিক - Textile Lab | Textile Learning Blog
Flax Fiber | ফ্ল্যাক্স ফাইবার | লিনেন ফেব্রিক 

Flax Fiber 
সেলুলোজ জাতীয় ফাইবার গুলোর মধ্যে ফ্ল্যাক্স ফাইবার হল অন্যতম শক্তিশালী ফাইবার। ফ্ল্যাক্স ফাইবার বাস্ট বা আশ জাতীয় ফাইবার এর অন্তর্ভূক্ত। ফ্ল্যাক্স ফাইবার এর উৎস হল ফ্ল্যাক্স প্ল্যান্টের কান্ডের ত্বক। সুতা বা কাপড় বোনার জন্য ফ্ল্যাক্স ফাইবার কে লিনেনে রুপান্তর করা হয়। যার ফলে ফ্ল্যাক্স ফাইবারকে লিনেন ও বলা হয়। লিনেন হল সুতার চেয়ে বেশি শক্তিশালী,শোষনক্ষম এবং শুকনো। লিনেন প্রাচীনতম ফাইবারদের মধ্যে একটি। যা প্রায় ৩০,০০০ বছর পূর্বে মিশরীয় মমি গুলোকে ঢেকে রাখার কাজে ব্যবহৃত হত।

ফ্ল্যাক্স ফাইবার একাধারে নরম,চাকচিক্যময়, নমনীয়,এবং দেখতে একগুচ্ছ স্বর্নকেশীর মত।
এছাড়া ফ্ল্যাক্স ফাইবার আদ্রতা শোষনেও সক্ষম।

ফ্যাজিক্যাল  প্রোপার্টিঃ
এর দৈর্ঘ্য প্রায় ভিন্ন ভিন্ন ফাইবারের ক্ষেত্রে গড়ে ১৮-৩০ ইঞ্চি।এগুলো দেখতে ব্রাউন,উজ্জল বা ধূসর বর্নের হয়। এদের তাপসহ্যকরন ক্ষমতা এবং শোষন ক্ষমতা অসাধারন। তবে এদের স্থিতিস্থাপকতা তূলনামূলক দূর্বল। এবং গঠনে সুতার চেয়ে পাতলা এবং রেশমী।


ক্যামিকেল প্রোপার্টিঃ

★Flax Fiber দূর্বল এসিড প্রতিরোধে সক্ষম তবে উচ্চতাপমাত্রার লঘু এসিড বা নিম্ন তাপের গাড় এসিড প্রতিরোধে অক্ষম।

★কিছু কমন সলভেন্ট যেমন এসিটোন,ইথার, মিথাইল, অ্যালকোহল, ক্লোরোফর্ম প্রতিরোধী।

★ব্যাক্টেরিয়া বা ফাংগি দ্বারা আক্রান্ত হতে পারে।

★পোকামাকড় বা ক্ষতিকারক পতঙ্গ গুলো সহযে আক্রমণ করতে পারেনা।

★শক্তিশালী অ্যাল্কাইল প্রতীরোধে সক্ষম।

★এদের ডাই/রং ধারন ক্ষমতা অসাধারন।

ব্যবহারঃ

ফ্ল্যাক্স ফাইবার কটন ফাইবার অপেক্ষা দুই থেকে গুন বেশি শক্তিশালী।শক্তির তুলনায় স্থিতিস্থাপকতা খুবই কম।ফ্ল্যাক্স ফাইবার এর সবচেয়ে ভাল গ্রেডটি ব্যবহৃত হয় লিনেন ফাইবার তৈরীর জন্য,এবং অসূক্ষ বা মোটা ফাইবার দড়ি বা পাকানো কূন্ডলী তৈরীতে ব্যবহৃত হয়।

এছাড়াও ফ্ল্যাক্স ফাইবার উচ্চ মানের কাগজ শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় মুদ্রিত ব্যাংকনোট, চায়ের ব্যাগ এবং সিগারেট ইত্যাদির কাগজ উৎপাদন জন্য রোলিং পেপার হিসেবে ব্যবহৃত হয়। কম্পোজিট বা যৌগিক ম্যাটেরিয়াল হিসেবেই এই ফাইবার এর ব্যবহার রয়েছে।


এটি একটি সেলুলোজ ফাইবার, কাঠ এবং উদ্ভিদ ফাইবার এর মত।এছাড়া ফ্ল্যাক্স ফাইবার খাদ্য উৎপাদন, ব্যক্তিগত যত্নের জন্য প্রয়োজনীয় পণ্য, পশুর ফিড বা খাবার, এবং অন্যান্য শিল্পে প্রচুর পরিমানে ব্যবহৃত হয়।


লিনেন ইতিহাস

লিনেন যে আসলে তিসির তন্তু অর্থাৎ ফ্ল্যাক্স ফাইবার তা তো নিশ্চয় সব্বাই জানেন। তুলা, পাট আর তিসি এই তিন উদ্ভিদ থেকেই মানুষ পরিধেয় বস্ত্র তৈরী করে আসছে বহুকাল ধরে। আর প্রাণীর মধ্যে পশম আর রেশমকীটের ব্যবহার। যাই হোক লিনেন যে তিসিজাত এইটে জেনে একটু অবাক হয়েছিলাম। কারণ তিসি বস্তুটাকে বহুকাল গোখাদ্য তিসির খোলের জন্যই চিনতাম। সরিষার খোলের সাথে মিশিয়ে তিসির খোল গোরুর জাবনায় দিতে দেখেছি গোটা কৈশোরকাল।


লিনেন নামটি ইংরিজি ভাষায় বেশ কিছু শব্দের জন্ম দিয়েছে। লাইন, লাইনেজ, লাইনিং মায় লঁজেরি পর্যন্ত লিনেন থেকে এসেছে, সবই লিনেন তন্তুর কোনো না কোন বৈশিষ্টের ধারক ও বাহক হিসেবে। লিনেন খুব দৃঢ় ও একেবারেই স্থিতিস্থাপক নয়। স্থিতিস্থাপকতার অভাবের জন্যই লিনেনজাত বস্ত্র খুব দ্রুত কুঁচকিয়ে যায়। লিনেন খুব শীতলও বটে যে কারণে গরম দেশে লিনেনজাত পরিধেয় বস্ত্র বেশ আরামদায়ক হয়। কটন লিনেন বা সিল্ক লিনেন বলে যে কাপড়গুলো বাজারে চলে সেগুলো আসলে তিসিতন্তুর সাথে কাপাসতন্তু মিশিয়ে বা রেশমসুতো মিশিয়ে বোনা। কটন অথবা সিল্ক সুতো মিশিয়ে বুনলে লিনেনের স্থিতিস্থাপকতা বেড়ে যায়, বিশেষতঃ সিল্ক যথেস্টই স্থিতিস্থাপক। এতে কাপড় আর অত চট করে কুঁচকে মুচকে যায় না।



লিনেনবস্ত্রের ব্যবহার কমবেশী প্রায় ৩৬০০০ বছরের পুরানো। রিপাবলিক অব জর্জিয়ার এক গুহায় বুনো লিনেনের তন্তু ও তন্তুজাত বস্ত্রখন্ড পাওয়া গেছে। প্রাচীন মিশরেও লিনেন বস্ত্রের ব্যবহার ছিল লক্ষ্যণীয়। বহু মমি লিনেনে জড়ানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়া পিরামিডের ভিতরের কক্ষের দেওয়ালেও তিসিগাছ ও ফুলের ছবি পাওয়া গেছে। জেনেটিক প্রমাণ থেকে ধারণা করা হয়, মানুষ তিসিগাছকে প্রথম পোষ মানিয়েছিল তেলের জন্য, পরে আস্তে আস্তে এর বহুমুখী ব্যবহার শুরু হয়।



Flax Fiber | ফ্ল্যাক্স ফাইবার | লিনেন ফেব্রিক

Flax Fiber | ফ্ল্যাক্স ফাইবার | লিনেন ফেব্রিক 

Flax Fiber 
সেলুলোজ জাতীয় ফাইবার গুলোর মধ্যে ফ্ল্যাক্স ফাইবার হল অন্যতম শক্তিশালী ফাইবার। ফ্ল্যাক্স ফাইবার বাস্ট বা আশ জাতীয় ফাইবার এর অন্তর্ভূক্ত। ফ্ল্যাক্স ফাইবার এর উৎস হল ফ্ল্যাক্স প্ল্যান্টের কান্ডের ত্বক। সুতা বা কাপড় বোনার জন্য ফ্ল্যাক্স ফাইবার কে লিনেনে রুপান্তর করা হয়। যার ফলে ফ্ল্যাক্স ফাইবারকে লিনেন ও বলা হয়। লিনেন হল সুতার চেয়ে বেশি শক্তিশালী,শোষনক্ষম এবং শুকনো। লিনেন প্রাচীনতম ফাইবারদের মধ্যে একটি। যা প্রায় ৩০,০০০ বছর পূর্বে মিশরীয় মমি গুলোকে ঢেকে রাখার কাজে ব্যবহৃত হত।

ফ্ল্যাক্স ফাইবার একাধারে নরম,চাকচিক্যময়, নমনীয়,এবং দেখতে একগুচ্ছ স্বর্নকেশীর মত।
এছাড়া ফ্ল্যাক্স ফাইবার আদ্রতা শোষনেও সক্ষম।

ফ্যাজিক্যাল  প্রোপার্টিঃ
এর দৈর্ঘ্য প্রায় ভিন্ন ভিন্ন ফাইবারের ক্ষেত্রে গড়ে ১৮-৩০ ইঞ্চি।এগুলো দেখতে ব্রাউন,উজ্জল বা ধূসর বর্নের হয়। এদের তাপসহ্যকরন ক্ষমতা এবং শোষন ক্ষমতা অসাধারন। তবে এদের স্থিতিস্থাপকতা তূলনামূলক দূর্বল। এবং গঠনে সুতার চেয়ে পাতলা এবং রেশমী।


ক্যামিকেল প্রোপার্টিঃ

★Flax Fiber দূর্বল এসিড প্রতিরোধে সক্ষম তবে উচ্চতাপমাত্রার লঘু এসিড বা নিম্ন তাপের গাড় এসিড প্রতিরোধে অক্ষম।

★কিছু কমন সলভেন্ট যেমন এসিটোন,ইথার, মিথাইল, অ্যালকোহল, ক্লোরোফর্ম প্রতিরোধী।

★ব্যাক্টেরিয়া বা ফাংগি দ্বারা আক্রান্ত হতে পারে।

★পোকামাকড় বা ক্ষতিকারক পতঙ্গ গুলো সহযে আক্রমণ করতে পারেনা।

★শক্তিশালী অ্যাল্কাইল প্রতীরোধে সক্ষম।

★এদের ডাই/রং ধারন ক্ষমতা অসাধারন।

ব্যবহারঃ

ফ্ল্যাক্স ফাইবার কটন ফাইবার অপেক্ষা দুই থেকে গুন বেশি শক্তিশালী।শক্তির তুলনায় স্থিতিস্থাপকতা খুবই কম।ফ্ল্যাক্স ফাইবার এর সবচেয়ে ভাল গ্রেডটি ব্যবহৃত হয় লিনেন ফাইবার তৈরীর জন্য,এবং অসূক্ষ বা মোটা ফাইবার দড়ি বা পাকানো কূন্ডলী তৈরীতে ব্যবহৃত হয়।

এছাড়াও ফ্ল্যাক্স ফাইবার উচ্চ মানের কাগজ শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় মুদ্রিত ব্যাংকনোট, চায়ের ব্যাগ এবং সিগারেট ইত্যাদির কাগজ উৎপাদন জন্য রোলিং পেপার হিসেবে ব্যবহৃত হয়। কম্পোজিট বা যৌগিক ম্যাটেরিয়াল হিসেবেই এই ফাইবার এর ব্যবহার রয়েছে।


এটি একটি সেলুলোজ ফাইবার, কাঠ এবং উদ্ভিদ ফাইবার এর মত।এছাড়া ফ্ল্যাক্স ফাইবার খাদ্য উৎপাদন, ব্যক্তিগত যত্নের জন্য প্রয়োজনীয় পণ্য, পশুর ফিড বা খাবার, এবং অন্যান্য শিল্পে প্রচুর পরিমানে ব্যবহৃত হয়।


লিনেন ইতিহাস

লিনেন যে আসলে তিসির তন্তু অর্থাৎ ফ্ল্যাক্স ফাইবার তা তো নিশ্চয় সব্বাই জানেন। তুলা, পাট আর তিসি এই তিন উদ্ভিদ থেকেই মানুষ পরিধেয় বস্ত্র তৈরী করে আসছে বহুকাল ধরে। আর প্রাণীর মধ্যে পশম আর রেশমকীটের ব্যবহার। যাই হোক লিনেন যে তিসিজাত এইটে জেনে একটু অবাক হয়েছিলাম। কারণ তিসি বস্তুটাকে বহুকাল গোখাদ্য তিসির খোলের জন্যই চিনতাম। সরিষার খোলের সাথে মিশিয়ে তিসির খোল গোরুর জাবনায় দিতে দেখেছি গোটা কৈশোরকাল।


লিনেন নামটি ইংরিজি ভাষায় বেশ কিছু শব্দের জন্ম দিয়েছে। লাইন, লাইনেজ, লাইনিং মায় লঁজেরি পর্যন্ত লিনেন থেকে এসেছে, সবই লিনেন তন্তুর কোনো না কোন বৈশিষ্টের ধারক ও বাহক হিসেবে। লিনেন খুব দৃঢ় ও একেবারেই স্থিতিস্থাপক নয়। স্থিতিস্থাপকতার অভাবের জন্যই লিনেনজাত বস্ত্র খুব দ্রুত কুঁচকিয়ে যায়। লিনেন খুব শীতলও বটে যে কারণে গরম দেশে লিনেনজাত পরিধেয় বস্ত্র বেশ আরামদায়ক হয়। কটন লিনেন বা সিল্ক লিনেন বলে যে কাপড়গুলো বাজারে চলে সেগুলো আসলে তিসিতন্তুর সাথে কাপাসতন্তু মিশিয়ে বা রেশমসুতো মিশিয়ে বোনা। কটন অথবা সিল্ক সুতো মিশিয়ে বুনলে লিনেনের স্থিতিস্থাপকতা বেড়ে যায়, বিশেষতঃ সিল্ক যথেস্টই স্থিতিস্থাপক। এতে কাপড় আর অত চট করে কুঁচকে মুচকে যায় না।



লিনেনবস্ত্রের ব্যবহার কমবেশী প্রায় ৩৬০০০ বছরের পুরানো। রিপাবলিক অব জর্জিয়ার এক গুহায় বুনো লিনেনের তন্তু ও তন্তুজাত বস্ত্রখন্ড পাওয়া গেছে। প্রাচীন মিশরেও লিনেন বস্ত্রের ব্যবহার ছিল লক্ষ্যণীয়। বহু মমি লিনেনে জড়ানো অবস্থায় পাওয়া গেছে। এছাড়া পিরামিডের ভিতরের কক্ষের দেওয়ালেও তিসিগাছ ও ফুলের ছবি পাওয়া গেছে। জেনেটিক প্রমাণ থেকে ধারণা করা হয়, মানুষ তিসিগাছকে প্রথম পোষ মানিয়েছিল তেলের জন্য, পরে আস্তে আস্তে এর বহুমুখী ব্যবহার শুরু হয়।



কোন মন্তব্য নেই: