অরেঞ্জ ফাইবার । Orange Fiber - Textile Lab | Textile Learning Blog
লেবুর খোসা থেকে  ফাইবার: সম্ভাবনার নতুন খাত


সারা বিশ্বে যত পরিমান লেবু জাতীয় ফল (কমলা, মাল্টা, লেবু) উৎপাদন হয় তার খোসার সবটুকুই অপচয় হয়ে যায় বা অামরা ফেলে দেই!  কেমন হয় যদি এই খোসা থেকেই তৈরি হয় রিজেনারেটেড ফাইবার যা অাবার কিনা বায়োডিগ্রেইডেইবল।


এই ফাইবার অাবার ব্যবহার করা যাবে জামা কাপড় কিংবা টি শার্টের মতো ফ্যাশনেবল প্রোডাক্ট। এতে হয়ত রেশম পোকার উপর অত্যাচারটাও কমে যাবে।

এমনি এক অাইডিয়া এসেছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড H&M এর ‘Global Change Award ‘ কম্পিটিশনে। যেখানে লেবু জাতীয় ফলগুলোর খোসা থেকে সেলুলুজ অালাদা করে ক্যামিকেলের সাথে প্রসেসিং করে তৈরি করা যাবে ফাইবার। এতে অারো বলা হয় শুধুমাত্র ইটালিতে সাত লাখ টন খোসা ফেলে দেয়া হয়। তাহলে সারা বিশ্বে সংখ্যাটা কোথায় দাঁড়ায়!

অরেঞ্জ / সাইট্রাস জাতীয় ফলের খোসা থেকে সাস্টেইনেবল ফেব্রিক আবিস্কার এবং ডেভলপমেন্ট নিয়ে কাজ করছে ইটালিয়ান কোম্পানি ।  প্রতি বছর আমরা ৭০০ মিলিয়ন টন ফ্রুটস ওয়েস্টেজ ফেলে দেই, এই ফ্রুটস ওয়েস্টেজ থেকে এখন বায়োডিগ্রেইডেইবল সাস্টেইনেবল ফেব্রিক তৈরী করার সুযোগ আছে ।

বিস্তারিত  পেতে
http://orangefiber.it/en/orange-fiber-is-the-new-green/

এই ফাইবার ভবিষ্যৎ টেক্সটাইলখাতে এনে দিতে পারে নতুন দিগন্ত।

কিছু ভিডিও দেখে নিতে পারেন অরেঞ্জ ফাইবারের উপরঃ




ছবি: সংগৃহীত
আরাফাত মুন্না

অরেঞ্জ ফাইবার । Orange Fiber

লেবুর খোসা থেকে  ফাইবার: সম্ভাবনার নতুন খাত


সারা বিশ্বে যত পরিমান লেবু জাতীয় ফল (কমলা, মাল্টা, লেবু) উৎপাদন হয় তার খোসার সবটুকুই অপচয় হয়ে যায় বা অামরা ফেলে দেই!  কেমন হয় যদি এই খোসা থেকেই তৈরি হয় রিজেনারেটেড ফাইবার যা অাবার কিনা বায়োডিগ্রেইডেইবল।


এই ফাইবার অাবার ব্যবহার করা যাবে জামা কাপড় কিংবা টি শার্টের মতো ফ্যাশনেবল প্রোডাক্ট। এতে হয়ত রেশম পোকার উপর অত্যাচারটাও কমে যাবে।

এমনি এক অাইডিয়া এসেছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড H&M এর ‘Global Change Award ‘ কম্পিটিশনে। যেখানে লেবু জাতীয় ফলগুলোর খোসা থেকে সেলুলুজ অালাদা করে ক্যামিকেলের সাথে প্রসেসিং করে তৈরি করা যাবে ফাইবার। এতে অারো বলা হয় শুধুমাত্র ইটালিতে সাত লাখ টন খোসা ফেলে দেয়া হয়। তাহলে সারা বিশ্বে সংখ্যাটা কোথায় দাঁড়ায়!

অরেঞ্জ / সাইট্রাস জাতীয় ফলের খোসা থেকে সাস্টেইনেবল ফেব্রিক আবিস্কার এবং ডেভলপমেন্ট নিয়ে কাজ করছে ইটালিয়ান কোম্পানি ।  প্রতি বছর আমরা ৭০০ মিলিয়ন টন ফ্রুটস ওয়েস্টেজ ফেলে দেই, এই ফ্রুটস ওয়েস্টেজ থেকে এখন বায়োডিগ্রেইডেইবল সাস্টেইনেবল ফেব্রিক তৈরী করার সুযোগ আছে ।

বিস্তারিত  পেতে
http://orangefiber.it/en/orange-fiber-is-the-new-green/

এই ফাইবার ভবিষ্যৎ টেক্সটাইলখাতে এনে দিতে পারে নতুন দিগন্ত।

কিছু ভিডিও দেখে নিতে পারেন অরেঞ্জ ফাইবারের উপরঃ




ছবি: সংগৃহীত
আরাফাত মুন্না

কোন মন্তব্য নেই: