Textile Education Univarsity Vs College
অনেক ভর্তিচ্ছু স্টুডেন্টরা, হতাশার সহিত বলতেছে, এটা তো কলেজ, ভার্সিটি না... এখানে পড়লে কি ভার্সিটির মত পড়াশুনার মান পাওয়া যাবে??
তাদেরকে বলছি, যারা কলেজ আর ভার্সিটির ভিতরে নিজেকে গুলিয়ে ফেলেছো..
প্রথম কথা, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য specific শিক্ষাপ্রতিষ্ঠান, এই দুইটার ভিতর একটু পার্থক্য আছে .. ব্যাপারটা এরকম.. দেশে যেসব বিশ্ববিদ্যালয় আছে সব গুলাতে একাধিক বিষয়ে পড়াশুনা করানো হয়, আবার সব বিশ্ববিদ্যালয়েই প্রায় একই ধরনের সাবজেক্ট রয়েছে।। বাট আমাদের দেশে যে একটা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কিন্তু only টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করানো হয়। অন্য কোনো সাবজেক্ট নয়।। হ্যা এটাও ঠিক অনেক সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে।। বাট শুধুমাত্র টেক্সটাইলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারটা ভিন্ন।।
প্রথম কথা, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য specific শিক্ষাপ্রতিষ্ঠান, এই দুইটার ভিতর একটু পার্থক্য আছে .. ব্যাপারটা এরকম.. দেশে যেসব বিশ্ববিদ্যালয় আছে সব গুলাতে একাধিক বিষয়ে পড়াশুনা করানো হয়, আবার সব বিশ্ববিদ্যালয়েই প্রায় একই ধরনের সাবজেক্ট রয়েছে।। বাট আমাদের দেশে যে একটা টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, সেখানে কিন্তু only টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করানো হয়। অন্য কোনো সাবজেক্ট নয়।। হ্যা এটাও ঠিক অনেক সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে।। বাট শুধুমাত্র টেক্সটাইলের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারটা ভিন্ন।।
সো, এবার কথা হচ্ছে দেশে টেক্সটাইলের জন্য যে কলেজ গুলা আছে সেগুলা ক্যামন ??
প্রথম কথা, দেশে বিদেশে সবখানে একটু চোখ রাখলে দেখা যাবে, কলেজ - বিশ্ববিদ্যালয় দ্বারা শিক্ষার মান নিয়ন্ত্রিত হয় না। এখন আমাদের দক্ষিন এশিয়াতে একটু লক্ষ করি ।। আমাদের প্রতিবেশি দেশ ভারত, সেখানে শুধুমাত্র টেক্সটাইলের জন্য কোনো সরকারি বিশ্ববিদ্যালয় নেই।। যা আছে সেটা কলেজ, নতুবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, টেক্সটাইল অনুষদ। এবার আসি পাকিস্তানে, সেখানে টেক্সটাইল ইউনিভার্সিটি অব ফয়সালাবাদ, নামে একটা বিশ্ববিদ্যালয় আছে( সরকারি কিনা সিওর না) আর বাকি সব কলেজ অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট .. বস্ত্রখাতে উন্নতি করছে এমন আর দেশ বলতে, চীন..... সেখানেও টেক্সটাইলের জন্য বিশ্ববিদ্যালয় এর চেয়ে কলেজ বেশি.....
তাহলে কি বোঝা গেল??? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য কলেজ - ভার্সিটি মুখ্য বিষয় নয়.. বিষয় হল, শুধুমাত্র এই একটা বিষয়ে পড়াশুনা করার জন্য প্রতিষ্ঠান কোনটা?
এবার প্রশ্ন হল টেক্সটাইল ভার্সিটি আর কলেজের ভিতর মুল পার্থক্য কি...??
উত্তর:: কোনো পার্থক্য নেই... শুধুমাত্র কয়েকটি internal অফিসিয়াল কাগজপত্র, আর তবে হ্যা, প্রত্যেকটা ভার্সিটিতে , B.Sc in textile এর পর M.Sc in textile করা যায়। বিভিন্ন বিষয়ের thesis করা হয়। কোথাও কোথাও Phd ও করানো হয়।
বাংলাদেশের যে গুলা টেক্সটাইল কলেজ আছে.. সেসব গুলাতে যেমন যেমন ল্যাব, যন্ত্রপাতি, ভবন, শিক্ষক আছে... তা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের চেয়ে কোনো অংশে কম নয়।।
সর্বশেষ কথা এই যে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশুনা করার পর, প্রতিষ্ঠান হিসেবে কাউকে মুল্যায়িত করা হয় না। মুল্যায়ন করা হয় তার মেধা ও যোগ্যতা দিয়ে।
এত কিছু বলার পরও কেউ কেউ বিষয়টা বুঝবে না.. অনেকেই কলেজ বলে নাক সিটকিয়ে চলে যাবে, ভর্তি হবে দেশের নাাম করা কোনো এক বিশ্ববিদ্যালয়ে কোনো এক নরমাল সাব্জেক্টে।।।। শুধুমাত্র ৪ বছরেররজন্য নামের পিছনে ভার্সিটি ট্যাগ লাগানোর উদ্দেশ্যে। কিন্তু ৪ বছর পর যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার দেশের কত বড় উচ্চতম আসনে অধিষ্ঠিত হবে তা সবাই কল্পনা করতে পারে না।। কথা বিশ্বাস না হলে, আশে পাশে একটু খোজ কর.. দেখ কোনো বড় ভাই/ বোন আছে কিনা, যারা টেক্সটাইল কলেজ থেকে পড়াশুনে করে বের হয়ে গেছে.. আর তারা এখন কোন পজিশনে আছে......
.. নিজের ক্যারিয়ার নিজের কাছে... প্রতিষ্ঠান মুখ্য বিষয় নয়।।
Writer :
ক্ষুদ্র চিন্তাবিদ
Shahid Abdur Rab Serniabat Textile Engineering College,
Barisal
ক্ষুদ্র চিন্তাবিদ
Shahid Abdur Rab Serniabat Textile Engineering College,
Barisal
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন