বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন ( BTMC) - Textile Lab | Textile Learning Blog
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)

বিটিএমসি তে স্বাগত

১৯৭২ সালের ২৬ মার্চ বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান (রাষ্ট্রিয়করণ) আদেশের ১০ নং অনুচ্ছেদের আওতায় (১৯৭২ সালের রাষ্ট্রপতি অধ্যাদেশ নং-২৭) বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালের ১লা জুলাই হতে জাতীয়করণকৃত ৭৪টি মিল নিয়ে বিটিএমসি তার আনুষ্ঠানিক কার্য্যক্রম শুরু করে এবং বিটিএমসির লক্ষ্য ছিল জাতীয়করণকৃত এবং বিটিএমসির আওতাধীন মিল সমূহের কার্য্যক্রম সমূহ তদারকি, সমন্বয় ও নিয়ন্ত্রণ করণ; সেই সাথে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন করণ। পরবর্তীতে বিটিএমসি আরও ১২টি মিল স্থাপন করে; যাতে করে বিটিএমসির মোট মিল সংখ্যা দাড়ায় ৮৬টি।

বিটিএমসির প্রশাসনিক বিষয়াদি ও সাধারণ নির্দেশনা পরিচালক পর্ষদের উপর ন্যাস্ত, যার প্রধান চেয়ারম্যান। সরকারী নীতি সাপেক্ষে করপোরেশনের কার্য্যাবলি সম্পন্ন করা হয়ে থাকে।

সরকারের বিরাষ্ট্রিয়করণ ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর নীতির আওতায় ১৯৭৭ হতে ২০১৩ সালের মধ্যে ৬৫টি মিল হস্তান্তর, বিক্রি ও অবসায়ন করা হয়। বিরাষ্ট্রিয়করণ ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর নীতির পূর্বে বাংলাদেশের সূতা ও কাপড় বাজারে বিটিএমসি একচেটিয়া ব্যবসা করত। বিরাষ্ট্রিয়করণ ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর নীতির ফলে বাজারের অবস্থা নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছিল।

বর্তমানে বিটিএমসির ২৪ টি টেক্সটাইল মিল আছে। ৬টি টেক্সটাইল মিল (৭টি ইউনিট) বর্তমানে সার্ভিস চার্জ সিস্টেমে চালু আছে এবং ৩২/১ হতে ৮০/১ কাউন্টের কটন/ভিসকস সূতা উৎপাদন করছে। আরও ৩টি মিল সার্ভিস চার্জ ও বিএমআরই এর আওতায় পুণঃ চালু করণের চেষ্টা চলছে। ২টি মিল (খুলনা টেক্সটাইল মিলস, খুলনা ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিলস, নারায়নগঞ্জ) টেক্সটাইল পল্লী স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী ও খুলনা টেক্সটাইল পল্লীতে শিল্প প্লট ক্রয়ের জন্য আগ্রহী বিনিয়োগকারীগণ আমন্ত্রিত।

সার্ভিস চার্জ সিস্টেম হচ্ছে চুক্তিভিত্তিক, যেখানে চুক্তিকারী পার্টি তাদের নিজস্ব খরচে বিটিএমসির সংশ্লিষ্ট মিলে কাচামাল সরবরাহ করে এবং মিল তার লব্ধ কারিগরী সুবিধার মধ্যে পার্টির চাহিদা মোতাবেক বিভিন্ন কাউন্টের সূতা উৎপাদন করে। পার্টির কাছ থেকে মিল বেল প্রতি নূন্যতম সার্ভিস চার্জ প্রাপ্ত হয় এবং তৈরী পণ্য বিপণনের দায়িত্ব পার্টির উপর বর্তায়।

সহশ্রাব্দি উন্নয় লক্ষ্য অর্জনের আলোকে, ভিশন ২০২১ বাস্তবায়ন ও বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরের নিমিত্ত স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীগণকে যৌথ উদ্যোগ প্রকল্পের  মাধ্যমে আধুনিক স্পিনিং, ওয়েভিং, ডাইং, ফিনিশিং, কম্পোসিট টেক্সটাইল এবং টেক্সটাইল এক্সেসরিস শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে বিটিএমসি পদক্ষেপ গ্রহণ করেছে। বিনিয়োগকারীগণের জন্য যৌথ উদ্যোগ নীতিমালা প্রস্তুত কার্য্য অব্যহত রয়েছে। বাজারের চাহিদার আলোকে আধুনিক মিল স্থাপনের লক্ষ্যে আগ্রহী স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীগণ প্রস্তাব সহ আন্তরিকভাবে আমন্ত্রিত।

ভিশনঃ
বস্ত্র খাতে বিটিএমসিকে একটি লাভজনক ও উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।

মিশনঃ
১. মানসম্মত সূতা ও কাপড় তৈরির মাধ্যমে বিটিএমসিকে টেক্সটাইল সেক্টরে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

২. টেক্সটাইল সেক্টরের উন্নতির মাধ্যমে জাতীয় উৎপাদনে অবদান রাখা।

৩. দেশী-বিদেশী উদ্যোক্তাদের মাধ্যমে বস্ত্র খাতের উন্নয়ন।

৪. দেশী-বিদেশী উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ যোগ্য পরিবেশ সৃষ্টি।

৫. আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার।

৬. কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষন, গবেষনা, ও শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা।










বিটিএমসি’র কার্যক্রম
১। সংস্থার নির্দেশনা ও প্রশাসনিক কার্যক্রম এর ব্যবস্থা এবং এর প্রতিষ্ঠানসমূহ সরকার কর্তৃক নিয়োজিত পরিচালক পর্ষদের উপর ন্যাস্ত।

২। বিদ্যমান প্রতিষ্ঠান সমূহের বাণিজ্যিক ভাবে পরিচালনের জন্য  জাতীয় পরিকল্পনা ও নীতিমালা প্রস্তুতকল্পে   সরকারের সাথে  সমন্বয়ে সহযোগীতা করা।

৩। সরকারের পরামর্শে ও অনুমোদনক্রমে বিএমআরই সহ নতুন উন্নয়ন প্রকল্পের চিত্র সনাক্তে, সূত্রপাত, প্রস্তুতকরন এবং তা বাস্তবায়নের  লক্ষ্যে পদক্ষেপ গ্রহন করা।

৪। সরকারের অনুমোদনক্রমে নতুন  প্রকল্প স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা ও সমীক্ষাসমূহ  চিহ্নিত করন ও সূত্রপাতকরন ।

৫। উন্নয়ন  প্রকল্প  উন্নয়ন জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচীর প্রস্তুত  এবং  বাস্তবায়ন করা।

৬। সংশোধিত এডিপি’তে সম্পদের ঘাটতি পরিলক্ষিত হলে  সরকারের  কর্তৃক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা।

৭। বৈদশিক সাহায্যের মাধ্যমে গৃহীত  উন্নয়ন প্রকল্পেসমূহ  সরকারের পরামর্শ ও অনুমোদনক্রমে সনাক্ত, সূত্রপাত ও প্রক্রিয়াধীন করা।

৮। এডিপির আওতাধীন উন্নয়ণ কর্মকান্ডের বাস্তবায়ন তদারকিকরন,এবং অর্জন,ঘাটতি, সমস্যা ,সংশোধন এবং নীতিমালা বিষয়ক কিছু থাকলে তা সরকারি সংস্থাকে অবহিত করা।

৯। উন্নয়ন প্রকল্পের পুনঃসংশোধন, সংশোধন এবং ভবিষ্যতের কর্মসূচীর চিত্র তুলে ধরতে প্রয়োজনীয় মূল্যায়ন করা।

১০। জাতীয়  চাহিদার প্রেক্ষাপটে  সরকারের চাহিদা অনুযায়ী কোন বিষয়ের উপর সুর্নিদষ্টভাবে  পর্যবেক্ষন করা।

১১। বস্ত্র খাতে উৎপাদন, বিতরন,দাম নির্ধারন, শ্রম,এবং ব্যবস্থাপনা ইত্যাদি সরকারের নীতির আওতায় বাস্তবায়ণ করা।

১২। প্রতিষ্ঠানের বাস্তবভিক্তিক ও অর্থনৈতিক  লক্ষ্যমাত্রা ও উদ্দেশ্য সমূহ উপস্থাপন করা।

১৩। প্রতিষ্ঠানের ভূমিকা,সম্পদের ফলপ্রসূ ও সুষ্ঠ ব্যবহার ,প্রতিষ্ঠানের সমস্যাবলী সনাক্তকরন এবং প্রতিষ্ঠানের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের বিষয়টি তদারকি করা।

১৪। কর্ম পদ্ধতি, পন্যের গুনগতমান, উৎপাদন বৃদ্ধি,অপচয় ও ব্যয় নূন্যতম রাখার মানদন্ড  গ্রহন করা।

১৫। সিদ্ধান্ত গ্রহনের জন্য সংস্থা ও সরকারের সাথে পর্যাপ্ত,সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহের লক্ষ্যে তথ্য  প্রযুক্তির ব্যবস্থার  প্রবর্তন ও তত্ববধান করা।

১৬। প্রতিষ্ঠানের স্বার্থে সংবিধিবদ্ধ ও আইনগত বাধা দূর করতে হবে।

১৭। দক্ষ জনবলের চাহিদা পুরনে মাঠ ও কারখানা পর্যায়ে  মানবসম্পদের  উন্নয়ন ও প্রশিক্ষন প্রদান করা।

১৮। আমদানীকৃত ও স্থানীয় উভয় ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয়ের লক্ষ্যে নীতিমালা ও কার্যপ্রনালী প্রনয়ন করা।

১৯। প্রতিষ্ঠানের  চাহিদা অনুযায়ী মেশিনারী যন্ত্রপাতি, যন্ত্রাংশ  এবং প্রচুর সামগ্রি ক্রয় করা যেগুলো বিভিন্ন কারিগরী প্রতিকূলতা যেমন  বৈদশিক বিনিময় বন্টন,ঋণের সীমাবদ্ধতা,লাইসেন্স অর্জণ করা এবং এল সি খোলা ইত্যাদি  কারনে অন্যভাবে ক্রয় করা যায় না।

২০। প্রতিষ্ঠানের  পন্য, পন্যজাত এবং অন্যান্য সামগ্রি  ‍বিক্রয়ের উদ্দেশ্যে কার্যপ্রণালী প্রনয়ন করা।

২১। শ্রমিক/কর্মচারীদের সমাজসেবার মাধ্যমে সমাজ কল্যাণের মানদন্ডের উন্নয়ন  করা।

২২। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন,তত্ববধান এবং নিয়ন্ত্রন করা।

২৩। বস্ত্র  খাতে যৌথ বিনিয়োগ প্রকল্প প্রনয়ন এবং সম্ভবনা  অনুসন্ধান করা।

বর্তমানে চলমান  কিছু ফেক্টরির তালিকাঃ

Tangail Cotton Mills

Sylhet Textile mills

Kurigram Textile Mills Ltd

Darwani Textile Mills Ltd.

Chittaranjan Cotton Mills Ltd.

Quaderia Textile Mills Ltd.

Ahmed Bawany Textile Mills Ltd.

Rangamati Textile Mills Ltd.

Magura Textile Mills Ltd

ওয়েবসাইটঃ 





বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন ( BTMC)

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)

বিটিএমসি তে স্বাগত

১৯৭২ সালের ২৬ মার্চ বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান (রাষ্ট্রিয়করণ) আদেশের ১০ নং অনুচ্ছেদের আওতায় (১৯৭২ সালের রাষ্ট্রপতি অধ্যাদেশ নং-২৭) বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালের ১লা জুলাই হতে জাতীয়করণকৃত ৭৪টি মিল নিয়ে বিটিএমসি তার আনুষ্ঠানিক কার্য্যক্রম শুরু করে এবং বিটিএমসির লক্ষ্য ছিল জাতীয়করণকৃত এবং বিটিএমসির আওতাধীন মিল সমূহের কার্য্যক্রম সমূহ তদারকি, সমন্বয় ও নিয়ন্ত্রণ করণ; সেই সাথে নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন করণ। পরবর্তীতে বিটিএমসি আরও ১২টি মিল স্থাপন করে; যাতে করে বিটিএমসির মোট মিল সংখ্যা দাড়ায় ৮৬টি।

বিটিএমসির প্রশাসনিক বিষয়াদি ও সাধারণ নির্দেশনা পরিচালক পর্ষদের উপর ন্যাস্ত, যার প্রধান চেয়ারম্যান। সরকারী নীতি সাপেক্ষে করপোরেশনের কার্য্যাবলি সম্পন্ন করা হয়ে থাকে।

সরকারের বিরাষ্ট্রিয়করণ ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর নীতির আওতায় ১৯৭৭ হতে ২০১৩ সালের মধ্যে ৬৫টি মিল হস্তান্তর, বিক্রি ও অবসায়ন করা হয়। বিরাষ্ট্রিয়করণ ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর নীতির পূর্বে বাংলাদেশের সূতা ও কাপড় বাজারে বিটিএমসি একচেটিয়া ব্যবসা করত। বিরাষ্ট্রিয়করণ ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর নীতির ফলে বাজারের অবস্থা নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছিল।

বর্তমানে বিটিএমসির ২৪ টি টেক্সটাইল মিল আছে। ৬টি টেক্সটাইল মিল (৭টি ইউনিট) বর্তমানে সার্ভিস চার্জ সিস্টেমে চালু আছে এবং ৩২/১ হতে ৮০/১ কাউন্টের কটন/ভিসকস সূতা উৎপাদন করছে। আরও ৩টি মিল সার্ভিস চার্জ ও বিএমআরই এর আওতায় পুণঃ চালু করণের চেষ্টা চলছে। ২টি মিল (খুলনা টেক্সটাইল মিলস, খুলনা ও চিত্তরঞ্জন টেক্সটাইল মিলস, নারায়নগঞ্জ) টেক্সটাইল পল্লী স্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। চিত্তরঞ্জন টেক্সটাইল পল্লী ও খুলনা টেক্সটাইল পল্লীতে শিল্প প্লট ক্রয়ের জন্য আগ্রহী বিনিয়োগকারীগণ আমন্ত্রিত।

সার্ভিস চার্জ সিস্টেম হচ্ছে চুক্তিভিত্তিক, যেখানে চুক্তিকারী পার্টি তাদের নিজস্ব খরচে বিটিএমসির সংশ্লিষ্ট মিলে কাচামাল সরবরাহ করে এবং মিল তার লব্ধ কারিগরী সুবিধার মধ্যে পার্টির চাহিদা মোতাবেক বিভিন্ন কাউন্টের সূতা উৎপাদন করে। পার্টির কাছ থেকে মিল বেল প্রতি নূন্যতম সার্ভিস চার্জ প্রাপ্ত হয় এবং তৈরী পণ্য বিপণনের দায়িত্ব পার্টির উপর বর্তায়।

সহশ্রাব্দি উন্নয় লক্ষ্য অর্জনের আলোকে, ভিশন ২০২১ বাস্তবায়ন ও বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরের নিমিত্ত স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীগণকে যৌথ উদ্যোগ প্রকল্পের  মাধ্যমে আধুনিক স্পিনিং, ওয়েভিং, ডাইং, ফিনিশিং, কম্পোসিট টেক্সটাইল এবং টেক্সটাইল এক্সেসরিস শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে বিটিএমসি পদক্ষেপ গ্রহণ করেছে। বিনিয়োগকারীগণের জন্য যৌথ উদ্যোগ নীতিমালা প্রস্তুত কার্য্য অব্যহত রয়েছে। বাজারের চাহিদার আলোকে আধুনিক মিল স্থাপনের লক্ষ্যে আগ্রহী স্থানীয় ও বিদেশী বিনিয়োগকারীগণ প্রস্তাব সহ আন্তরিকভাবে আমন্ত্রিত।

ভিশনঃ
বস্ত্র খাতে বিটিএমসিকে একটি লাভজনক ও উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।

মিশনঃ
১. মানসম্মত সূতা ও কাপড় তৈরির মাধ্যমে বিটিএমসিকে টেক্সটাইল সেক্টরে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

২. টেক্সটাইল সেক্টরের উন্নতির মাধ্যমে জাতীয় উৎপাদনে অবদান রাখা।

৩. দেশী-বিদেশী উদ্যোক্তাদের মাধ্যমে বস্ত্র খাতের উন্নয়ন।

৪. দেশী-বিদেশী উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ যোগ্য পরিবেশ সৃষ্টি।

৫. আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার।

৬. কর্মসংস্থান সৃষ্টি এবং প্রশিক্ষন, গবেষনা, ও শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা।










বিটিএমসি’র কার্যক্রম
১। সংস্থার নির্দেশনা ও প্রশাসনিক কার্যক্রম এর ব্যবস্থা এবং এর প্রতিষ্ঠানসমূহ সরকার কর্তৃক নিয়োজিত পরিচালক পর্ষদের উপর ন্যাস্ত।

২। বিদ্যমান প্রতিষ্ঠান সমূহের বাণিজ্যিক ভাবে পরিচালনের জন্য  জাতীয় পরিকল্পনা ও নীতিমালা প্রস্তুতকল্পে   সরকারের সাথে  সমন্বয়ে সহযোগীতা করা।

৩। সরকারের পরামর্শে ও অনুমোদনক্রমে বিএমআরই সহ নতুন উন্নয়ন প্রকল্পের চিত্র সনাক্তে, সূত্রপাত, প্রস্তুতকরন এবং তা বাস্তবায়নের  লক্ষ্যে পদক্ষেপ গ্রহন করা।

৪। সরকারের অনুমোদনক্রমে নতুন  প্রকল্প স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা ও সমীক্ষাসমূহ  চিহ্নিত করন ও সূত্রপাতকরন ।

৫। উন্নয়ন  প্রকল্প  উন্নয়ন জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচীর প্রস্তুত  এবং  বাস্তবায়ন করা।

৬। সংশোধিত এডিপি’তে সম্পদের ঘাটতি পরিলক্ষিত হলে  সরকারের  কর্তৃক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা।

৭। বৈদশিক সাহায্যের মাধ্যমে গৃহীত  উন্নয়ন প্রকল্পেসমূহ  সরকারের পরামর্শ ও অনুমোদনক্রমে সনাক্ত, সূত্রপাত ও প্রক্রিয়াধীন করা।

৮। এডিপির আওতাধীন উন্নয়ণ কর্মকান্ডের বাস্তবায়ন তদারকিকরন,এবং অর্জন,ঘাটতি, সমস্যা ,সংশোধন এবং নীতিমালা বিষয়ক কিছু থাকলে তা সরকারি সংস্থাকে অবহিত করা।

৯। উন্নয়ন প্রকল্পের পুনঃসংশোধন, সংশোধন এবং ভবিষ্যতের কর্মসূচীর চিত্র তুলে ধরতে প্রয়োজনীয় মূল্যায়ন করা।

১০। জাতীয়  চাহিদার প্রেক্ষাপটে  সরকারের চাহিদা অনুযায়ী কোন বিষয়ের উপর সুর্নিদষ্টভাবে  পর্যবেক্ষন করা।

১১। বস্ত্র খাতে উৎপাদন, বিতরন,দাম নির্ধারন, শ্রম,এবং ব্যবস্থাপনা ইত্যাদি সরকারের নীতির আওতায় বাস্তবায়ণ করা।

১২। প্রতিষ্ঠানের বাস্তবভিক্তিক ও অর্থনৈতিক  লক্ষ্যমাত্রা ও উদ্দেশ্য সমূহ উপস্থাপন করা।

১৩। প্রতিষ্ঠানের ভূমিকা,সম্পদের ফলপ্রসূ ও সুষ্ঠ ব্যবহার ,প্রতিষ্ঠানের সমস্যাবলী সনাক্তকরন এবং প্রতিষ্ঠানের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের বিষয়টি তদারকি করা।

১৪। কর্ম পদ্ধতি, পন্যের গুনগতমান, উৎপাদন বৃদ্ধি,অপচয় ও ব্যয় নূন্যতম রাখার মানদন্ড  গ্রহন করা।

১৫। সিদ্ধান্ত গ্রহনের জন্য সংস্থা ও সরকারের সাথে পর্যাপ্ত,সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট সময়ে তথ্য সরবরাহের লক্ষ্যে তথ্য  প্রযুক্তির ব্যবস্থার  প্রবর্তন ও তত্ববধান করা।

১৬। প্রতিষ্ঠানের স্বার্থে সংবিধিবদ্ধ ও আইনগত বাধা দূর করতে হবে।

১৭। দক্ষ জনবলের চাহিদা পুরনে মাঠ ও কারখানা পর্যায়ে  মানবসম্পদের  উন্নয়ন ও প্রশিক্ষন প্রদান করা।

১৮। আমদানীকৃত ও স্থানীয় উভয় ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও কাঁচামাল ক্রয়ের লক্ষ্যে নীতিমালা ও কার্যপ্রনালী প্রনয়ন করা।

১৯। প্রতিষ্ঠানের  চাহিদা অনুযায়ী মেশিনারী যন্ত্রপাতি, যন্ত্রাংশ  এবং প্রচুর সামগ্রি ক্রয় করা যেগুলো বিভিন্ন কারিগরী প্রতিকূলতা যেমন  বৈদশিক বিনিময় বন্টন,ঋণের সীমাবদ্ধতা,লাইসেন্স অর্জণ করা এবং এল সি খোলা ইত্যাদি  কারনে অন্যভাবে ক্রয় করা যায় না।

২০। প্রতিষ্ঠানের  পন্য, পন্যজাত এবং অন্যান্য সামগ্রি  ‍বিক্রয়ের উদ্দেশ্যে কার্যপ্রণালী প্রনয়ন করা।

২১। শ্রমিক/কর্মচারীদের সমাজসেবার মাধ্যমে সমাজ কল্যাণের মানদন্ডের উন্নয়ন  করা।

২২। প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন,তত্ববধান এবং নিয়ন্ত্রন করা।

২৩। বস্ত্র  খাতে যৌথ বিনিয়োগ প্রকল্প প্রনয়ন এবং সম্ভবনা  অনুসন্ধান করা।

বর্তমানে চলমান  কিছু ফেক্টরির তালিকাঃ

Tangail Cotton Mills

Sylhet Textile mills

Kurigram Textile Mills Ltd

Darwani Textile Mills Ltd.

Chittaranjan Cotton Mills Ltd.

Quaderia Textile Mills Ltd.

Ahmed Bawany Textile Mills Ltd.

Rangamati Textile Mills Ltd.

Magura Textile Mills Ltd

ওয়েবসাইটঃ 





কোন মন্তব্য নেই: