বুটেক্সের MBA & M. Sc. in Textile ভর্তি সংক্রান্ত কিছু গাইড লাইন - Textile Lab | Textile Learning Blog
Bangladesh University of Textile (BUTEX) MBA & M. Sc. program এর রিভিউ
যারা MBA,  MSc in Textile Engg Admission 2018  দিবা তাদের বলছি তোমারা তোমাদের SSC, HSC, BSc এর সব  Mark Sheet,  Cartificate এর সত্যায়িত কপি নিজের সাথে রেখো আর তোমাদের ডিপার্টমেন্ট এর যে কোনো স্যার এর কাছ থেকে এক পাতার যে কোন টপিক এর উপর একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে রেখো,  কারন এই ডকুমেন্ট গুলি না থাকার দরুন অনেক ছেলেমেয়ে ভর্তি  পরিক্ষা দিতে পারেনা

কি কি নিয়ে তৈরি বা প্রস্তুত  থাকবেনঃ

১. নিজেকে বা নিজের বেসিক।

২. সার্টিফিকেট ও মারর্কশিট।

৩. রিসার্চ প্রপোজাল।

নুনতম যোগ্যতাঃ
SSC - 4 up
HSC - 3.5 up
BSc - 3  Up

If you have Total 9 point then  you may get Eligibility to seat Admission Test for MSc and MBA in BUTex

 MSc in Textile / MBA in Textile এর ভর্তির নিয়ম কানুন  :

General Information of Admission Procedure and Entry Requirement :
The entry requirements for admission test are:

(1) For Post-graduate Courses (M.Sc. in Textile Engineering)

Post-graduate (M.Sc. in Textile Engineering) admission started from the session 2012-13 in Bangladesh University of Textiles, which is also highly competitive and needs at least a 1st Class in B. Sc. in Textile Engineering from any recognized University (Public/Private). Selection of the student for admission is made through admission test of 100 mark (Details in admission notice). Students get chance to take admission according to merit.

(2) For Post-graduate Courses (MBA in Textiles)

Post-graduate (MBA in Textiles) admission started from the session 2012-13 in Bangladesh University of Textiles, which is also highly competitive and needs at least a 1st Class in B. Sc. in Textile Engineering from any recognized University (Public/Private) with at least 9 (nine) points through SSC to M.Sc. Selection of the student for admission is made through admission test (Details in admission notice). Students get chance to take admission according to merit.

Post Graduate Courses (M.Sc. in Textile Engineering): যারা এম এস সি করবেন তাদের জন্য

(a) M.Sc. in Textile Engineering (Yarn Manufacturing) 15 Seat

(b) M.Sc. in Textile Engineering (Fabric Manufacturing) 15 Seat

(c) M.Sc. in Textile Engineering (Wet Processing) 15 Seat

(d) M.Sc. in Textile Engineering (Apparel Manufacturing) 15 Seat

(d) M.Sc. in Textile Engineering (Management & Business Studies) 15 Seat
75 Seat (Total)

Post Graduate Courses (MBA in Textiles)  যারা এম বি এ করবেন তাদের জন্য

(a)  MBA in Textiles (Management & Business Studies)50 Seat (Total)


কোর্স ডিটেইলস

01. M. Sc. in Textile Engineering (Yarn)

Offered From: Department of Yarn Engineering under Faculty of Textile Engineering
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

02. M. Sc. in Textile Engineering (Fabric)
Offered From: Department of Fabric Engineering under Faculty of Textile Engineering
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

03. M. Sc. in Textile Engineering (Wet Process)
Offered From: Department of Wet Process Engineering under Faculty of Textile Chemicals Engineering
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

04. M. Sc. in Textile Engineering (Apparel)
Offered From: Department of Apparel Engineering under Faculty of Textile Fashion Design and Apparel Engineering
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

05. M. Sc. in Textile Engineering (Management & Business Studies)
Offered From: Department of Textile Engineering Management under Faculty of Textile Management and Business Studies
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

06. MBA in Textiles
Offered From: Department of Textile Engineering Management under Faculty of Textile Management and Business Studies
Number of Seats: 100
Number of Semester: 04 (6 months each)
Total Credit: 48



MBA & MSc. করে কি লাভ ?

আমরা অনেকেই এই প্রশ্নের উত্তর চাই।

সোজা উত্তর কোন লাভ নাই।

আর যদি একটু গভীর ভাবে চিন্তা করি, তাহলে বলবো করা উচিৎ।

কেন ??

কারন বর্তমান যুগ ফিউশনের যুগ। টেকনোলজির ফিউশন। টেক্সটাইল এর সাথে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, প্রোডাক্টশন ইঞ্জিয়ারিং,ম্যানেজমেন্ট, একাউন্টিং সব কিছুই অন্তঃসম্পর্কিত।
তাই আপনি যদি একজন দক্ষ ম্যানেজার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ম্যানেজিরিয়াল জ্ঞান সম্পন্ন হতে হবে, অ্যাকাউন্ট , ম্যানেজমেন্ট, এইচ আর, বিজনেস ল' , বিজনেস পলিসি, বিজনেস কমিউনিকেশন, স্কিল এই সব বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

কেন প্রয়োজন ?

যে যত দ্রুত সঠিক সিধান্ত নিতে পারে সেই সফল ম্যানেজার, এ জন্য আপনাকে মার্কেট, কম্পানির ফিনান্সিয়াল পজিশন, টার্গেট, ফরকাসটিং, লোন, ট্যাক্স , শেয়ার মার্কেট, টার্ন ওভার ইত্যাদি
সম্পর্কে জানতে হবে। আর আপনার টেক্সটাইল জ্ঞান তো আছে। তা না হলে অ্যাকাউন্ট অফিসার কিন্তু ফাঁকি দিবে, সরকার টান দিবে, প্রতিযোগিতায় টিকে থাকা দায়।  ভাইরে, একটা সময় দেখবেন স্পেশাল নলেজ, ম্যানেজমেন্ট নলেজ ছাড়া চাকরী, প্রমশন কিছুই হবে না। তাই এমবিএ টা করে ফেলুন।

আর M.Sc. করবেন কেন ?

আপনি যদি আপনার সাবজেক্ট এ আরো বেশি স্পেশালিষ্ট হতে চান, রিসার্চ করতে চান, নতুন কিছু ডেভেলপ করতে চান , পি আইচ ডি করতে চান, সব শেষে মাস্টর(টিচার) হতে চান, তাহলে দেরি না করে...
M.Sc.টা করে ফেলুন। সারকুলার দিবে বুটেক্স এ।  কারন দেশে এম এস সি করা টেক্সটাইল টিচার, ইঞ্জিনিয়ার অনেক কম, আর স্কলারশিপ ছাড়া বাইরে যেয়ে এম এস সি করা অনেক টাকার ব্যাপার।
এবার আসি আসল কথায়, আপনি পারবেন কি পারবেন না, একটু ভেবে দেখুন। ক্লাস না করলে এখনে পাশ করা, ভালো রেজাল্ট করা খুবই কঠিন।

 ডিপ্লোমাধারীরা কি  MSc করতে পারবে? 
আপনাকে  MSc হলে আপনার ডিপ্লোমাশেষে  আপনার  BSc in Textile কম্পলিট থাকতে  হবে তবেই আপনি আবেদন করতে পারনেন

 প্রাইভেট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কি পারবে ?
হা অবশ্যই পারবে প্রতিবছর বিপুল পরিমানে প্রাইভেটইউনিভার্সিটিরগ্রেজুয়েট চানস পাচ্ছে যে সকল ইন্সটিটিউটের স্টুডেন্ট বেশি    তারা হলেন আমানুল্লা, প্রাইমএশিয়া,সাউথইস্ট,ডেফোডি, নিটার ইত্যাদি   


কস্টিংঃঃ 

১.এম বি এ, দুই বছর। ২০০০০/- একটা শুন্য কম হয়ে গেছে =২০০০০০/- দুই লক্ষ টাকা,
প্রথম সেমিস্টার + ভর্তি =৫৫৭০০/- টাকা।
ক্লাস-শুক্রবার সকাল ৯.৩০ টা থেকে ১২.৩০, আবার বিকেল ৩.৩০ টু রাত ৯.৩০...,
শনিবার বিকেল ৩.৩০ টু রাত ৯.৩০..
সিট- ১০০ টা
মার্ক- ১০০ (টেক্সটাইল- ৫০, গনিত- ৩০, ইংলিশ- ২০) চান্স পাওয়া খুবই সহজ।

২. M.Sc. দেড় বছর, ৩ সেমিস্টার
প্রথম সেমিস্টার + ভর্তি = ২৮১৫০/-
মার্ক- ১০০ (রিলেটেড টেক্সটাইল সাবজেক্ট- ৪০, টেক্সটাইল - ৪০, ইংলিশ- ২০)
ক্লাস- এমবিএ এর মতো।
চান্স পাওয়া খুব সহজ নয়।

আমরা অনেকে জানিনা বা বুজতে পারিনা question type কেমন হয়, আমি নিজেও এইবার MBA & M.Sc. Exam এ Question paper হাতে পাবার আগে 100% sure ছিলাম না question কেমন হয়, যদিও question type নিয়ে exam এর আগে অনেক বড় ভাইদের কাছে জানেছি। আসলে BUTEX এই ২ টা program এর জন্য Exam preparation and Exam competition থেকে বেশি দরকার Mental preparation । ২ টা program এ বিগত বছর গুলোতে Exam type MCQ হলেও 2015-2016 session থেকে Exam type Written করা হয়েছে। MBA and M.Sc. 100 মার্ক





Question  মূলত ৩ টি বিষয় থেকে আসে
1.Textile
2. English
3. Math

বলে রাখা ভাল যে এই বছর 100 marks জন্য 50 questions আসছিল, per question 2 marks and total exam duration 90 minutes.

এই বছর M.Sc. তে 100 marks এর marks distribution টা ছিল এই রকম, আপনি যে subject apply করবেন যেমন Yarn, Fabric, Wet, Garments, Textile Management ওই subject ওই থেকে ২০ টা question, ২০ টা question other Textile subject আর ১০ টা question English থেকে।
আর এই বছর MBA তে 100 marks এর marks distribution টা ছিল এই রকম, 25 questions from overall Textile Subject, 15 questions from Math and rest 10 questions from English.

English
For English preparation Class 9-10 English grammar is quite enough. Translation from English to Bengali and Bengali to English are almost available in exam.

Math
And for Math same issue is also here, Class 9-10 math is also enough for math preparation. কিন্তু যদি কেউ Public Varsity গুলোর MBA এর Math বই solve করেন , তার জন্য Math full marks পাওয়া বা math question গুলো answer করা অনেক easy হয়ে যাবে।

সবশেষে Textile Subject  এর প্রিপারেশনঃ 
In Textile subject questions are come from TEXTILE RAW MATERIALS, YARN, FABRIC, WET PROCESSING, GARMENTS, TTQC, INDUSTRIAL ENGINEERING, TEXTILE MANAGEMENT.
For textile preparation, our varsity class lectures and lecture sheets are very much effective. Varsity exam এ যে question গুলোর marks 1-3 থাকে ওই type question ই admission test বেশি থাকে, descriptive question exam এ আসে না বললেই চলে । Exam এ textile related কিছু figure (i.e. cotton fiber maturity, Stitch type class-401, these type of figure) থাকে যা exam hall এ extra pain create করে। তার

নিচের বই গুলো অনেক কার্যকারী-

1. Textile Terms and Definition by The Textile Institute (for overall textile Subject),

2. Knitting Technology by David J. Spencer (Special for Knitting),

3. Manual of Textile Technology by W. Klein (special for Yarn),

4. Understanding Textiles for a Merchandiser by Engr. Shah Alimuzzaman Belal ( special for Fabric and overall textile also),

5. Wet Processing by Moshiour Rahman (special for Wet Processing),

6. General Knowledge in Textile & Garments (Special for Garments and overall textile)
আর সব কথার শেষ কথা টাকা, MBA তে প্রায় ২০০০০০ (২ লক্ষ) টাকা, আর M.Sc. তে প্রায় ৭০০০০ (৭০ হাজার) টাকার মতন লাগবে।

• Specific টাকার পরিমানটা যদি কেউ জানেন তবে জানাবেন।

• Exam এ calculator ব্যাবহার করা যায় না, সকল question এর answer কালো কালির বল কলম দিয়ে লিখতে হবে।

• তার বাহিরে আপনারা নিজেদের মতো করেও preparation নিতে পারেন।

• ওপরের লেখা গুলো ২০১৫-২০১৬ সেশনের পরীক্ষার উপর ভিত্তি করে লেখা।






Bangladesh University of Textiles
92 Shaheed Tajuddin Ahmed Avenue
Tejgaon Industrial Area,
Dhaka - 1208, Bangladesh
Ph: +88 02 911 4260
Fax: +88 02 9124255
Email: info@butex.edu.bd

  প্রস্তুতির জন্য ভিডিগুলি দেখুন এতে বিস্তারিত মৌখিক ভাবে বলা হয়েছে    







2017 এডমিশনে আসা একটা স্যাম্পল প্রশ্নের লিংক 




Websites: 
https://www.butex.edu.bd/


কপিরাইটঃ
M M Saikh Josy BUTex MBA
Formar PAU 

বুটেক্সের MBA & M. Sc. in Textile ভর্তি সংক্রান্ত কিছু গাইড লাইন

Bangladesh University of Textile (BUTEX) MBA & M. Sc. program এর রিভিউ
যারা MBA,  MSc in Textile Engg Admission 2018  দিবা তাদের বলছি তোমারা তোমাদের SSC, HSC, BSc এর সব  Mark Sheet,  Cartificate এর সত্যায়িত কপি নিজের সাথে রেখো আর তোমাদের ডিপার্টমেন্ট এর যে কোনো স্যার এর কাছ থেকে এক পাতার যে কোন টপিক এর উপর একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে রেখো,  কারন এই ডকুমেন্ট গুলি না থাকার দরুন অনেক ছেলেমেয়ে ভর্তি  পরিক্ষা দিতে পারেনা

কি কি নিয়ে তৈরি বা প্রস্তুত  থাকবেনঃ

১. নিজেকে বা নিজের বেসিক।

২. সার্টিফিকেট ও মারর্কশিট।

৩. রিসার্চ প্রপোজাল।

নুনতম যোগ্যতাঃ
SSC - 4 up
HSC - 3.5 up
BSc - 3  Up

If you have Total 9 point then  you may get Eligibility to seat Admission Test for MSc and MBA in BUTex

 MSc in Textile / MBA in Textile এর ভর্তির নিয়ম কানুন  :

General Information of Admission Procedure and Entry Requirement :
The entry requirements for admission test are:

(1) For Post-graduate Courses (M.Sc. in Textile Engineering)

Post-graduate (M.Sc. in Textile Engineering) admission started from the session 2012-13 in Bangladesh University of Textiles, which is also highly competitive and needs at least a 1st Class in B. Sc. in Textile Engineering from any recognized University (Public/Private). Selection of the student for admission is made through admission test of 100 mark (Details in admission notice). Students get chance to take admission according to merit.

(2) For Post-graduate Courses (MBA in Textiles)

Post-graduate (MBA in Textiles) admission started from the session 2012-13 in Bangladesh University of Textiles, which is also highly competitive and needs at least a 1st Class in B. Sc. in Textile Engineering from any recognized University (Public/Private) with at least 9 (nine) points through SSC to M.Sc. Selection of the student for admission is made through admission test (Details in admission notice). Students get chance to take admission according to merit.

Post Graduate Courses (M.Sc. in Textile Engineering): যারা এম এস সি করবেন তাদের জন্য

(a) M.Sc. in Textile Engineering (Yarn Manufacturing) 15 Seat

(b) M.Sc. in Textile Engineering (Fabric Manufacturing) 15 Seat

(c) M.Sc. in Textile Engineering (Wet Processing) 15 Seat

(d) M.Sc. in Textile Engineering (Apparel Manufacturing) 15 Seat

(d) M.Sc. in Textile Engineering (Management & Business Studies) 15 Seat
75 Seat (Total)

Post Graduate Courses (MBA in Textiles)  যারা এম বি এ করবেন তাদের জন্য

(a)  MBA in Textiles (Management & Business Studies)50 Seat (Total)


কোর্স ডিটেইলস

01. M. Sc. in Textile Engineering (Yarn)

Offered From: Department of Yarn Engineering under Faculty of Textile Engineering
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

02. M. Sc. in Textile Engineering (Fabric)
Offered From: Department of Fabric Engineering under Faculty of Textile Engineering
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

03. M. Sc. in Textile Engineering (Wet Process)
Offered From: Department of Wet Process Engineering under Faculty of Textile Chemicals Engineering
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

04. M. Sc. in Textile Engineering (Apparel)
Offered From: Department of Apparel Engineering under Faculty of Textile Fashion Design and Apparel Engineering
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

05. M. Sc. in Textile Engineering (Management & Business Studies)
Offered From: Department of Textile Engineering Management under Faculty of Textile Management and Business Studies
Number of Seats: 15
Number of Semester: 03 (6 months each)
Total Credit: 36

06. MBA in Textiles
Offered From: Department of Textile Engineering Management under Faculty of Textile Management and Business Studies
Number of Seats: 100
Number of Semester: 04 (6 months each)
Total Credit: 48



MBA & MSc. করে কি লাভ ?

আমরা অনেকেই এই প্রশ্নের উত্তর চাই।

সোজা উত্তর কোন লাভ নাই।

আর যদি একটু গভীর ভাবে চিন্তা করি, তাহলে বলবো করা উচিৎ।

কেন ??

কারন বর্তমান যুগ ফিউশনের যুগ। টেকনোলজির ফিউশন। টেক্সটাইল এর সাথে মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, প্রোডাক্টশন ইঞ্জিয়ারিং,ম্যানেজমেন্ট, একাউন্টিং সব কিছুই অন্তঃসম্পর্কিত।
তাই আপনি যদি একজন দক্ষ ম্যানেজার হতে চান তাহলে অবশ্যই আপনাকে ম্যানেজিরিয়াল জ্ঞান সম্পন্ন হতে হবে, অ্যাকাউন্ট , ম্যানেজমেন্ট, এইচ আর, বিজনেস ল' , বিজনেস পলিসি, বিজনেস কমিউনিকেশন, স্কিল এই সব বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

কেন প্রয়োজন ?

যে যত দ্রুত সঠিক সিধান্ত নিতে পারে সেই সফল ম্যানেজার, এ জন্য আপনাকে মার্কেট, কম্পানির ফিনান্সিয়াল পজিশন, টার্গেট, ফরকাসটিং, লোন, ট্যাক্স , শেয়ার মার্কেট, টার্ন ওভার ইত্যাদি
সম্পর্কে জানতে হবে। আর আপনার টেক্সটাইল জ্ঞান তো আছে। তা না হলে অ্যাকাউন্ট অফিসার কিন্তু ফাঁকি দিবে, সরকার টান দিবে, প্রতিযোগিতায় টিকে থাকা দায়।  ভাইরে, একটা সময় দেখবেন স্পেশাল নলেজ, ম্যানেজমেন্ট নলেজ ছাড়া চাকরী, প্রমশন কিছুই হবে না। তাই এমবিএ টা করে ফেলুন।

আর M.Sc. করবেন কেন ?

আপনি যদি আপনার সাবজেক্ট এ আরো বেশি স্পেশালিষ্ট হতে চান, রিসার্চ করতে চান, নতুন কিছু ডেভেলপ করতে চান , পি আইচ ডি করতে চান, সব শেষে মাস্টর(টিচার) হতে চান, তাহলে দেরি না করে...
M.Sc.টা করে ফেলুন। সারকুলার দিবে বুটেক্স এ।  কারন দেশে এম এস সি করা টেক্সটাইল টিচার, ইঞ্জিনিয়ার অনেক কম, আর স্কলারশিপ ছাড়া বাইরে যেয়ে এম এস সি করা অনেক টাকার ব্যাপার।
এবার আসি আসল কথায়, আপনি পারবেন কি পারবেন না, একটু ভেবে দেখুন। ক্লাস না করলে এখনে পাশ করা, ভালো রেজাল্ট করা খুবই কঠিন।

 ডিপ্লোমাধারীরা কি  MSc করতে পারবে? 
আপনাকে  MSc হলে আপনার ডিপ্লোমাশেষে  আপনার  BSc in Textile কম্পলিট থাকতে  হবে তবেই আপনি আবেদন করতে পারনেন

 প্রাইভেট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কি পারবে ?
হা অবশ্যই পারবে প্রতিবছর বিপুল পরিমানে প্রাইভেটইউনিভার্সিটিরগ্রেজুয়েট চানস পাচ্ছে যে সকল ইন্সটিটিউটের স্টুডেন্ট বেশি    তারা হলেন আমানুল্লা, প্রাইমএশিয়া,সাউথইস্ট,ডেফোডি, নিটার ইত্যাদি   


কস্টিংঃঃ 

১.এম বি এ, দুই বছর। ২০০০০/- একটা শুন্য কম হয়ে গেছে =২০০০০০/- দুই লক্ষ টাকা,
প্রথম সেমিস্টার + ভর্তি =৫৫৭০০/- টাকা।
ক্লাস-শুক্রবার সকাল ৯.৩০ টা থেকে ১২.৩০, আবার বিকেল ৩.৩০ টু রাত ৯.৩০...,
শনিবার বিকেল ৩.৩০ টু রাত ৯.৩০..
সিট- ১০০ টা
মার্ক- ১০০ (টেক্সটাইল- ৫০, গনিত- ৩০, ইংলিশ- ২০) চান্স পাওয়া খুবই সহজ।

২. M.Sc. দেড় বছর, ৩ সেমিস্টার
প্রথম সেমিস্টার + ভর্তি = ২৮১৫০/-
মার্ক- ১০০ (রিলেটেড টেক্সটাইল সাবজেক্ট- ৪০, টেক্সটাইল - ৪০, ইংলিশ- ২০)
ক্লাস- এমবিএ এর মতো।
চান্স পাওয়া খুব সহজ নয়।

আমরা অনেকে জানিনা বা বুজতে পারিনা question type কেমন হয়, আমি নিজেও এইবার MBA & M.Sc. Exam এ Question paper হাতে পাবার আগে 100% sure ছিলাম না question কেমন হয়, যদিও question type নিয়ে exam এর আগে অনেক বড় ভাইদের কাছে জানেছি। আসলে BUTEX এই ২ টা program এর জন্য Exam preparation and Exam competition থেকে বেশি দরকার Mental preparation । ২ টা program এ বিগত বছর গুলোতে Exam type MCQ হলেও 2015-2016 session থেকে Exam type Written করা হয়েছে। MBA and M.Sc. 100 মার্ক





Question  মূলত ৩ টি বিষয় থেকে আসে
1.Textile
2. English
3. Math

বলে রাখা ভাল যে এই বছর 100 marks জন্য 50 questions আসছিল, per question 2 marks and total exam duration 90 minutes.

এই বছর M.Sc. তে 100 marks এর marks distribution টা ছিল এই রকম, আপনি যে subject apply করবেন যেমন Yarn, Fabric, Wet, Garments, Textile Management ওই subject ওই থেকে ২০ টা question, ২০ টা question other Textile subject আর ১০ টা question English থেকে।
আর এই বছর MBA তে 100 marks এর marks distribution টা ছিল এই রকম, 25 questions from overall Textile Subject, 15 questions from Math and rest 10 questions from English.

English
For English preparation Class 9-10 English grammar is quite enough. Translation from English to Bengali and Bengali to English are almost available in exam.

Math
And for Math same issue is also here, Class 9-10 math is also enough for math preparation. কিন্তু যদি কেউ Public Varsity গুলোর MBA এর Math বই solve করেন , তার জন্য Math full marks পাওয়া বা math question গুলো answer করা অনেক easy হয়ে যাবে।

সবশেষে Textile Subject  এর প্রিপারেশনঃ 
In Textile subject questions are come from TEXTILE RAW MATERIALS, YARN, FABRIC, WET PROCESSING, GARMENTS, TTQC, INDUSTRIAL ENGINEERING, TEXTILE MANAGEMENT.
For textile preparation, our varsity class lectures and lecture sheets are very much effective. Varsity exam এ যে question গুলোর marks 1-3 থাকে ওই type question ই admission test বেশি থাকে, descriptive question exam এ আসে না বললেই চলে । Exam এ textile related কিছু figure (i.e. cotton fiber maturity, Stitch type class-401, these type of figure) থাকে যা exam hall এ extra pain create করে। তার

নিচের বই গুলো অনেক কার্যকারী-

1. Textile Terms and Definition by The Textile Institute (for overall textile Subject),

2. Knitting Technology by David J. Spencer (Special for Knitting),

3. Manual of Textile Technology by W. Klein (special for Yarn),

4. Understanding Textiles for a Merchandiser by Engr. Shah Alimuzzaman Belal ( special for Fabric and overall textile also),

5. Wet Processing by Moshiour Rahman (special for Wet Processing),

6. General Knowledge in Textile & Garments (Special for Garments and overall textile)
আর সব কথার শেষ কথা টাকা, MBA তে প্রায় ২০০০০০ (২ লক্ষ) টাকা, আর M.Sc. তে প্রায় ৭০০০০ (৭০ হাজার) টাকার মতন লাগবে।

• Specific টাকার পরিমানটা যদি কেউ জানেন তবে জানাবেন।

• Exam এ calculator ব্যাবহার করা যায় না, সকল question এর answer কালো কালির বল কলম দিয়ে লিখতে হবে।

• তার বাহিরে আপনারা নিজেদের মতো করেও preparation নিতে পারেন।

• ওপরের লেখা গুলো ২০১৫-২০১৬ সেশনের পরীক্ষার উপর ভিত্তি করে লেখা।






Bangladesh University of Textiles
92 Shaheed Tajuddin Ahmed Avenue
Tejgaon Industrial Area,
Dhaka - 1208, Bangladesh
Ph: +88 02 911 4260
Fax: +88 02 9124255
Email: info@butex.edu.bd

  প্রস্তুতির জন্য ভিডিগুলি দেখুন এতে বিস্তারিত মৌখিক ভাবে বলা হয়েছে    







2017 এডমিশনে আসা একটা স্যাম্পল প্রশ্নের লিংক 




Websites: 
https://www.butex.edu.bd/


কপিরাইটঃ
M M Saikh Josy BUTex MBA
Formar PAU 

৪টি মন্তব্য:

Texhut বলেছেন...

2 lu TK kiser jonno lagbe kindly janaben?

Unknown বলেছেন...

kindly
I want to know about MBA&MSc admission on butex,
now i am a student on bsc in textile,diploma in textile,ssc(buisne
Will i take chance admission test on butex MBA&BBA.

Bishwajit roy বলেছেন...

kindly
I want to know about MBA&MSc admission on butex,
now i am a student on bsc in textile,diploma in textile,ssc(buisne
Will i take chance admission test on butex MBA&BBA

নামহীন বলেছেন...

Diploma holder ra ki mba korte parbe ekhan theke?