কিভাবে কার্টন মেজারমেন্ট করবেন ?
সাধারণত কার্টুনের জন্য বায়ারের পক্ষ থেকে একটি রেঞ্জ দিয়ে দেয়া হয় । যেমন Length x Width x Height (60x40x40) । এ ক্ষেত্রে আপনাকে হয়তো বলবে Length x Width ঠিক রেখে শুধু Height পরিমাণ মত নির্ধারণ করতে । এমন করার কারণ হচ্ছে বায়ারের ওয়ের হাউজে যে রেক আছে যেখানে কার্টুন রাখা হয় তার নির্দিষ্ট পরিমাপ অনুসরণ না করলে ঐ কার্টুন রেকে রাখা যাবে না । আর তাহলে স্ক্যানার দিয়ে কার্টুন সনাক্ত করা সম্ভবও নয় । একটি ব্যাপার মনে রাখতে হবে বায়ারদের ওয়ের হাউজে কখনো হাতে ধরে কোন পণ্য রাখা হয় না ।
সম্পূর্ণ অটো মেশিনে সফট ওয়েরের মাধ্যমে যেখানে যে কার্টুন রাখা প্রয়োজন তা করা হয় । আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে কার্টুনে দেখবেন অনেক সময় বার কোড দেয়া হয় । আর এটি সাধারণত নির্দিষ্ট পরিমাপে রাখা যন্ত্র দিয়ে পড়া হয় বলে কোন কার্টুন বেশি উপর বা নিছে হয়ে গেলে বার কোড রিডার তা সনাক্ত করতে পারে না । তখন অনেক জটিলতা দেখা দেয় । তাই আমদের সামান্য ভুল বায়ারের জন্য অনেক ঝামেলার ব্যাপার । যেখানে লেবার কস্ট অনেক বেশি সেখানে ম্যানুয়ালি কাজ করা খুব ব্যয়বহুল ও সময় সাপেক্ষ । সে কারণে কার্টুন মেজারমেন্ট করতে অবশ্যই বায়ারের ম্যানুয়াল অনুসরণ করা উচিত ।
কার্টুন মেজারমেন্ট করতে গেলে প্রথমে আপনাকে গার্মেন্টস এর ফোল্ডিং সাইজ জেনে নিতে হবে । কারণ ফোল্ডিং সাইজ এর উপর নির্ভর করে কার্টুনের সাইজ । যেমন ফোল্ডিং সাইজ হল Length ৩০ সি এম এবং Width ২৪ সি এম । তাহলে কার্টুন হবে Length এ কম পক্ষে ১ সিএম বাড়িয়ে তেমনি Width হবে ১ সিএম বাড়িয়ে যাতে গার্মেন্টস ভাল ভাবে কার্টুনে রাখা যায় । তাই ফোল্ডিং সাইজ থেকে যদি কার্টুন ছোট বড় হয়ে যায় তবে তা কোন কাজে আসবে না । আপনাকে নতুন করে কার্টুন আনতে হবে । যা গার্মেন্টস উৎপাদনের সব লাভ শেষ করে দিবে ।
এবার আসুন কি করবেন নির্দিষ্ট পরিমাপের কার্টুন পেতে । এখানে একটি কথা বলে রাখা ভাল তা হল কার্টুন মেজারমেন্ট সঠিক না হলে আপনার গুডস কার্টুনে ভাল ভাবে রাখা যাবে না । ছোট হলে গার্মেন্টস রাখা একেবারে সম্ভব না । আর বড় হলে কার্টুনের ভিতর গার্মেন্টস এলোমেলো হয়ে যাবে । তাতে আপনার গার্মেন্টস এর গেট আপ ঠিক থাকবে না ।মেজারমেন্ট হতে হবে সম্পূর্ণ সঠিক ।
সে জন্য যা করতে হবে তা হল ফোল্ডিং করা বেশ কিছু গার্মেন্টস নিবেন যে প্রোডাক্ট শিপমেন্ট করছেন সেটি যদি পান ভাল আর তা নাহলে সে রকম সাদৃশ্য গার্মেন্টস নিয়ে নির্দিষ্ট ফোল্ড করে যে কোন সাধারণ কার্টুনে রাখবেন । তার পর যথা সম্ভব চাপ প্রয়োগ করে তার উচ্চতা জেনে নিন । যেমন আপনি দশ পিচ গার্মেন্টস যথাক্রমে একটির উপর একটি রাখলেন । তার পর সেটাকে উপর থেকে চাপ প্রয়োগ করবেন যেমন কার্টুন ক্লোজ করার সময় করা হয় । এভাবে রেখে দেখি নিন উচ্চতা কত হল । তখন খুব সহজে আপনার নির্দিষ্ট মেজারমেন্ট পেয়ে যাবেন এবং জানতে পারবেন এক কার্টুনে কত গুডস রাখা যাবে ।
মনে রাখবেন বায়ারের কার্টুনের রেঞ্জ দেখে বুঝে নিতে হবে সেখানে দুই সারিতে গুডস রাখা হবে নাকি এক সারিতে । যেমন মেজারমেন্ট রেঞ্জ যদি (L 60x W 40x H 40) হয় তবে বুঝতে হবে কার্টুন দুই সারিতে দরকার । কারণ দৈর্ঘ্যে ৬০ সি এম দুই সারির জন্য । সাধারণত গুডস হাফ ফল্ডিং না হলে দৈর্ঘ্যে ফোল্ড করা হয় ১৮/১৯ সি এম । আর প্রস্থে ২৮ সি এম ।
আমরা যখন পোষাক অথবা অন্য কিছু বিদেশে Shipment করি মানে Export করি তখন কার্টুনে করে পাঠাই। Garments industry তে অনেক রকম carton ব্যাবহার করা হয় । পেপার অথবা Size এর উপর ভিত্তি করে কার্টুনের দাম নির্ধারন করা হয়।
নিচে সংক্ষিপ্ত ভাবে কার্টুনের প্রকারভে :
Size এর উপর ভিত্তি করে : Master ctn, Inner ctn.
Liner এর উপর ভিত্তি করে : Both side liner, Outside liner.
Ply এর দিক থেকে : 3ply, 5ply, 7ply.
Paper এর উপর ভিত্তি করে : Khaki বা Brown পেপার, Duplex পেপার,
কার্টুন বানানোর পেপর সাধারনত বাইরে থেকে import করে আনা হয়, কিন্তু অনেকেই এখন Domestic পেপার ও Use করে।
garments knowledge house
1 টি মন্তব্য:
7 FLy carton,, carton rate 2 taka.
Messermeant carton # 54*33*36
Body 500 pcs
Tahole koto SFT carton lagbe
একটি মন্তব্য পোস্ট করুন