বারট্যাঁক ষ্টিচ ( Bar Tack Stitch)
একটি পোশাক তৈরি করার সময় বিভিন্ন রকমের সেলাই দরকার হয় । এ রকম একটি সেলাই হচ্ছে বারট্যাঁক ষ্টিচ ( Bar Tack Stitch) ।
একটি পোশাক ব্যবহার করার সময় যে সব স্থানে বেশি চাপ পরে, সে সব স্থানে এই ধরনের ষ্টিচ দেয়া হয় যেন অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে পোশাকের ঐ স্থানটি ছিড়ে বা নষ্ট না হয়ে যায় । একটি জিন্স প্যান্টের সেলাই লক্ষ্য করলে অবশ্যই এ ধরনের সেলাই চোখে পড়বে ।
মূলত এটি একধরনের জিকজাক (Zig Zag ) সেলাই যা সামনে পিছনের দিকে এটির ওপরই বার বার করার মাধ্যমে দুই বা তার বেশি কাপড়কে জোড়া লাগানো হয়। এর ফলে ঐ ছিমটি (Seam) অনেকবেশি শক্তিশালী, টিকসই হয় এবং অনেকবেশি চাপ সহ্য করতে পারে ।
বাণিজ্যিক ভাবে (ফ্যাক্টরিতে) পোশাক তৈরি করার সময় এই ধরনের ষ্টিচ দেয়ার জন্য আলাদা স্পেশাল বারট্যাঁক ম্যাশিনই( Bar Tack Stitch Machine) রয়েছে । বাড়িতেও এ ধরনের সেলাই করা যেতে পারে, সে জন্য নির্দিষ্ট স্থানে সামনে পিছনে কয়েকবার টাইট জিকজাক (Tight Zig Zag) সেলাই দিলেই কাঙ্ক্ষিত কার্যকারিতার ষ্টিচটি পাওয়া যাবে ।
একটি তৈরি পোশাকের এমন কিছু স্থান রয়েছে যেখানে বারট্যাঁক ষ্টিচ ( Bar Tack Stitch) না দেয়া হলে তা কয়েকবার ব্যবহার করলেই অতিরিক্ত প্রেসারের জন্য তা ছিড়ে বা নষ্ট হয়ে যেতে পারে ।
একটি প্যান্টের পকেটের কোনা (Corner of Pocket), বেল্ট লুপ (Belt Loop), ফ্লাই পিছ ( Fly Piece) ইত্যাদি স্থানে সেলাইয়ের শক্তি (Load ) বহন করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য বারট্যাঁক ষ্টিচ ( Bar Tack Stitch) দেয়া হয় ।
পোস্টটির সাথে একটি ছবি দেয়া হল ।
সাধ্যমত সহজকরে লেখার চেষ্টা করেছি। আশা করি আপনারা সহজেই বোঝতে পারবেন। কোন অসুবিদা হলে দয়া করে কমেন্ট করে জানান ।
আমাদের দেয়া পোস্ট গুলো সবার কাছে পোঁছায় না, আপনি নিয়মিত আমাদের পোস্ট গুলা পেতে চাইলে লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথে থাকুন ।
ধন্যবাদ
Mehedi Tusher
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন