সেইম নাম্বারের TCX - TPX এর সেডের মধ্যে পার্থক্য কেমন - Textile Lab | Textile Learning Blog
TCX - TPX এর সেডের মধ্যে পার্থক্যঃ

বেশ কিছু দিন আগে আমাদের একটি সেড এর এপ্রুভাল নিয়ে সমস্যা হচ্ছিল, সেড সাবমিট করার পর বায়ার বলছিলো সেড ডিপ, প্রায় দুবার রিজেক্ট করছিলো ।  কারন অনুসন্ধান করতে গিয়ে শোনা গেলো বাইং হাউসে যাদের কাছে সেড সাবমিট করা হয়েছিলো তারা  দেখেছিলো TPX বইয়ের সাথে মুলত  ওর্ডার সিটে তাদের কালার  স্টেন্ডার্ড TCX নাম্বারে।

সেইম নাম্বারের TCX - TPX এর সেডের মধ্যে পার্থক্য থাকে, থাকার কারন নিচে বিশ্লেষণ করলাম :

TCX, TPX উভয় পেন্টন এর  কালার স্টেন্ডার্ড,  কিন্ত এদের আলাদা করে প্রস্তুত করা হয়েছে ভিন্ন ভিন্ন কাজের উদ্যাশে।

TPX - color swatch on paper.

TCX - color is done on cotton woven fabrics.

পুর্নরুপঃ

TCX-Textile cotton xtend.

TPX-Textile paper xtend

কিছু তথ্য জেনে নিন

১. TCx সাধারনত ব্যাবহার করা হয় রিয়েক্টিভ ডিস্পার্সের এর জন্য স্টেন্ডার্ড কালার সোয়াচ হিসেবে।

২. TPX পিগমেন্ট এর জন্য ফলো করা হয়,  এটি প্রিন্টিং এর জন্য স্টেন্ডার্ড হিসেবে ব্যাবহার করা হয়।

৩.  TCX হলো পপলিন কাপড়ে ডাইং করা স্টেন্ডার্ড কালার।

৪. TPX- হলো কাগজে  প্রিন্টিং করা কালার সোয়াচ।

৫. একই কালার বা পেন্টোন নাম্বার এর TPX, TCX আলাদা হয় আর যদি মিল থাকে তবে TCX এর তুলনায়  TPX ১৫% লাইট হয়ে থাকে বা TPX এর তুলনায়  TCX ১৫% ডিপ হয়  । TPX যেহেতু কাগজের উপর প্রিন্টিং করা কালার এটা লাইট হওয়া এবং কালার এর ব্রাইটেনেস বেশি হওয়া স্বাভাবিক কিন্ত TCX যেহেতু ফেব্রিকের উপর করা তাই এর ডেপথ বেশি হবে ব্রাইটনেস কম হবে এটা স্বাভাবিক।

কিছু বাইং হাউস আছে যাঁদের TCX বই নেই যারা TCX - TPX  মধ্যে পার্থক্য বোঝে না তারা সেড লিখে TCX মেলায় TPX এর সাথে যার ফলে তাদের কাছে সেড ডার্ক লাগে।  নাম্বার মিললেও TCX - TPX   ডেপথ এর পার্থক্য থেকেই যাবে।  তাই কখনো TCX - TPX এক ভাবা যাবে না।







সেইম নাম্বারের TCX - TPX এর সেডের মধ্যে পার্থক্য কেমন

TCX - TPX এর সেডের মধ্যে পার্থক্যঃ

বেশ কিছু দিন আগে আমাদের একটি সেড এর এপ্রুভাল নিয়ে সমস্যা হচ্ছিল, সেড সাবমিট করার পর বায়ার বলছিলো সেড ডিপ, প্রায় দুবার রিজেক্ট করছিলো ।  কারন অনুসন্ধান করতে গিয়ে শোনা গেলো বাইং হাউসে যাদের কাছে সেড সাবমিট করা হয়েছিলো তারা  দেখেছিলো TPX বইয়ের সাথে মুলত  ওর্ডার সিটে তাদের কালার  স্টেন্ডার্ড TCX নাম্বারে।

সেইম নাম্বারের TCX - TPX এর সেডের মধ্যে পার্থক্য থাকে, থাকার কারন নিচে বিশ্লেষণ করলাম :

TCX, TPX উভয় পেন্টন এর  কালার স্টেন্ডার্ড,  কিন্ত এদের আলাদা করে প্রস্তুত করা হয়েছে ভিন্ন ভিন্ন কাজের উদ্যাশে।

TPX - color swatch on paper.

TCX - color is done on cotton woven fabrics.

পুর্নরুপঃ

TCX-Textile cotton xtend.

TPX-Textile paper xtend

কিছু তথ্য জেনে নিন

১. TCx সাধারনত ব্যাবহার করা হয় রিয়েক্টিভ ডিস্পার্সের এর জন্য স্টেন্ডার্ড কালার সোয়াচ হিসেবে।

২. TPX পিগমেন্ট এর জন্য ফলো করা হয়,  এটি প্রিন্টিং এর জন্য স্টেন্ডার্ড হিসেবে ব্যাবহার করা হয়।

৩.  TCX হলো পপলিন কাপড়ে ডাইং করা স্টেন্ডার্ড কালার।

৪. TPX- হলো কাগজে  প্রিন্টিং করা কালার সোয়াচ।

৫. একই কালার বা পেন্টোন নাম্বার এর TPX, TCX আলাদা হয় আর যদি মিল থাকে তবে TCX এর তুলনায়  TPX ১৫% লাইট হয়ে থাকে বা TPX এর তুলনায়  TCX ১৫% ডিপ হয়  । TPX যেহেতু কাগজের উপর প্রিন্টিং করা কালার এটা লাইট হওয়া এবং কালার এর ব্রাইটেনেস বেশি হওয়া স্বাভাবিক কিন্ত TCX যেহেতু ফেব্রিকের উপর করা তাই এর ডেপথ বেশি হবে ব্রাইটনেস কম হবে এটা স্বাভাবিক।

কিছু বাইং হাউস আছে যাঁদের TCX বই নেই যারা TCX - TPX  মধ্যে পার্থক্য বোঝে না তারা সেড লিখে TCX মেলায় TPX এর সাথে যার ফলে তাদের কাছে সেড ডার্ক লাগে।  নাম্বার মিললেও TCX - TPX   ডেপথ এর পার্থক্য থেকেই যাবে।  তাই কখনো TCX - TPX এক ভাবা যাবে না।







কোন মন্তব্য নেই: