স্যাম্পল হারিয়ে যাওয়া :
ডাইং ফিনিশ এর ক্ষত্রে সবচেয়ে বড় যে অসুবিধায় আমরা পড়ি সেটা হলো আমাদের স্যাম্পল বা ছোট ফেব্রিক গুলি হারিয়ে যাওয়া বা না খুঁজে পাওয়া।
স্যাম্পল খুঁজে বের করার টিপস
১. প্রথমেই ব্যাক প্রসেস বা প্রিট্রিটমেন্ট ডিপার্টমেন্ট এ খুঁজে দেখা লাগবে RFD হলে।
২. ডাইং হলে ববে ডাইং হয়েছে তার ডাইং ডেইট দেখা লাগবে। তা হলে কোন শিফট এ করেছে? কবে করেছে? কে করেছে? জানা যাবে?
৩. স্টেনটারের খাতা চেক করতে হবে হলে কোন শিফট এ করেছে? কবে করেছে? কে করেছে? জানা যাবে?
৪. কম্পেক্টিং এর খাতা চেক করতে হবে হলে কোন শিফট এ করেছে? কবে করেছে? কে করেছে? জানা যাবে?
৫. প্রডাকশন খাতায় এর আগে বা পেছনে কোন কাপড় চালানো হয়েছে তার সাথে পাবার সম্ভাবনা বেশি।
৬. ইন্সপেকশন এর রিসিভ খাতা চেক করুন কবে তারা পেয়েছে এর আগে বা পেছনে কোন কাপড় চালানো হয়েছে তার সাথে পাবার সম্ভাবনা বেশি ।
৭. যে অপারেটর চালিয়েছিলো তার জানার পসিবলিটি বেশী তাই খাতায় দেখতে হবে কোন শিফটে কোন অপারেটর চালিয়েছিলো তাকে জিজ্ঞেস করতে হবে।
৮. স্যাম্পল ডিপার্টমেন্টে জিজ্ঞেস করতে হবে তাদের কাছে স্টোরে চেক করতে হবে।
৯. ডাইং এর রেসিপি ফাইল থেকে সোয়াচ কেটে তার সাথে মিলিয়ে ফ্লোরে খুঁজতে হবে দেখতে হবে সেইম ফেব্রিক এর মতো কোন ফেব্রিক ফ্লোরে আছে কিনা।
৯. ডাইং এর রেসিপি ফাইল থেকে সোয়াচ কেটে তার সাথে মিলিয়ে ফ্লোরে খুঁজতে হবে দেখতে হবে সেইম ফেব্রিক এর মতো কোন ফেব্রিক ফ্লোরে আছে কিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন