বাংলাদেশ থেকে পোশাক যারা আমদানি করবেন তাদের জন্য কিছু পরামর্শ - Textile Lab | Textile Learning Blog

বাংলাদেশ থেকে পোশাক যারা আমদানি করবেন তাদের জন্য কিছু পরামর্শ

বাংলাদেশের বাইরে যারা আমাদের গার্মেন্টস আমদানিকারক আছেন তারা কিছু বিষয় ফলো করবেন :

১. গার্মেন্টস নেয়ার সময় যে কোন বাইং হাউস এর সাহায্য নিন যারা আপনার অর্ডার আপনার প্রতিনিধি হয়ে ফলোয়াপ করবে।

২. সাপ্লাইয়ার খোজার সময় আশেপাশে যারা ব্যাবসা করেছেন তাদের খোজ  নিন, তাদের রেফারেন্স অনুযায়ী ভালো সাপ্লাইয়ার পাবেন ।

৩. যেহেতু এটি ব্যাবসা তাই আপনার কাছে লিখিত চুক্তি এবং ডেমারেজ এর গেরান্টি ব্যাতিত অর্ডার দেবেন না, পথে বসে যাওয়ার চেয়ে এটা করাই ভালো ।

৪. টাকা ৫০% অগ্রিম দিবেন এর বেশি দিবেন না কারন ডেমারেজ হলে যাতে আপনি ৫০% টাকা আটকে দিতে পারেন, এটা আপনার বিজনেস কে রিক্স ফ্রি করবে ।

৫. স্পেসিফিক ডিজাইন মিজারমেন্ট দিন না পারলে গার্মেন্টস এরর স্যাম্পল দিন প্রয়োজনে বাংলাদেশি মার্চেন্টডাইজার দের হেল্প নিন, প্রয়োজনে মিজারমেন্ট এর স্যাম্পল ইনচার্জ বা QC  দের সহায়তা নিতে পারেন ।

৬. গার্মেন্টস ১০০% ইন্সপেকশন প্যাকিং এর সময়  নিজের একজন  লোক রাখুন যাতে করে কোন ফল্ট যুক্ত গার্মেন্টস চলে না যায় ।

৭. কেও ফ্রড করলে তার তথ্য  আপনাদের মালিক সমিতির কাছে জানান এবং সবাইকে সতর্ক করে দিন উক্ত সাপ্লাইয়ার এর বিষয়ে ।

৮. ডেলিভারির জন্য সময় চাইলে একটু সময় বাড়িয়ে দিন এতে গার্মেন্টস এর কোয়ালিটি ভালো হবে না হয় চাপে পড়ে আপনাকে খারাপ মাল দিয়ে দিতে পারে ।

৯. স্টকলট এর ৮০% খারাপ মাল থাকে তাই স্টক ধরিয়ে দিলো কিনা তা চেক করে অবশ্যই নিবেন।

১০. LC তে পারলে ইম্পোর্ট করুন কারন এতে এক্সপোর্টার ইম্পোর্টার উভয়ের টাকার বিষয় টা নিরাপদ থাকবে।

কোন মন্তব্য নেই: