গার্মেন্টস প্রডাক্ট এর কোয়ালিটি চেনার বোঝার কিছু উপায় | Garment Quality - Textile Lab | Textile Learning Blog
১. ফেব্রিক কোয়ালিটি টেস্টিং
কিছু ফ্যাব্রিক টেনে হাতের মুঠে আনুন এবং কয়েক মিনিটের জন্য আপনার মুষ্টি মধ্যে শক্তভাবে এটি নিথর।  যদি ফ্যাব্রিকটি পরে চূর্ণবিচূর্ণ কাগজের মত দেখায় তবে এর অর্থ এটি স্পেশাল ক্যামিকেল দিয়ে ফিনিশ করা । প্রথম ধোয়ার পর এই ধরনের জামাকাপড় কোয়ালিটি খারাপ হয়ে যাবে ।


২.  সিম এর ভেতরের গ্যাপ গুলি চেক করা
গার্মেন্টস এর দুইটা পার্ট একত্রে স্টিচ করা আছে এমন একটি পার্ট বের করুন যেমন স্লিভ তারপর একটি পার্ট থেকে অন্য পার্ট হালকা টেনে আলাদা করার চেস্টা করুন দেখবেন স্টিচ গুলি যদি টাইট হয় তবে এর কোয়ালিটি ভালো আর টেনশনে স্টিচ গুলি যদি কুঁচকে যায় তবে টি মানসম্পন্ন নয়। ভালো প্রডাক্ট গুলি স্টিচ অনেক ঘন হবে যা টেনশনে কুচকে বা ঢেউ ঢেউ হবে না।


. খোলা zippers এড়িয়ে চলুন
গার্মেন্টস প্রডাক্টডাক্ট কেনার ক্ষত্রে জিপার। চেক এর সময় দেখনবেন যে সকল জিপার মেটালে তৈরি করা  এবং যেনো এর উপরে কভার করা থাকে,  ভালো কোয়ালিটির কাপড়ে মেটাল জিপার ব্যাবহার করা হয় যে সকল জিপার প্লাস্টিক এর খোলা সে জিপার যুক্ত গার্মেন্টস গুলি কোয়ালিটি সম্পন্ন হয় না।


. হেম এর সাইজ যেনো ছোট না হয়
প্যান্ট এবং স্কার্ট এর হেম সাধারণত 4Cm  হওয়া  উচিৎ  শার্ট এর জন্য 2cm হওয়া উচিৎ এর কম হলে এটি  বা হেম না থাকলে এটি লোয়ার কোয়ালিটির একটি প্রডাক্ট বলে পরিগণিত হবে।


৫. ফ্যাব্রিক একটি tug বা ইলাস্টিসিটি চেক করুন
আপনি যে গার্মেন্টস প্রডাক্ট কিনবেন তার ফেব্রিক কে ছবির মতো স্ট্রেসিং করুন আবার ছেড়ে দিন লক্ষ করুন ফেব্রিকটি কি আবার আগের মতো হয়ে যায় কিনা নাকি লুজ হয়ে যায়,  ফেব্রিক টি লুজ হয়ে গেলে এটি অবশ্যই খারাপ কোয়ালিটির প্রডাক্ট।


৬. জিপার ম্যাচিং :
ভালো কোয়ালিটিরর গার্মেন্টস প্রডাক্ট এর জিপার এর লেন্থ কালার হাইট সম্পুর্ন ফেব্রিক এর সাথে মিলে যাবে।


৭. লেবেলটির কম্পোজিশন  চেক করুন
ন্যাচারাল ফাইবার কটন , সিল্ক এবং উল  synthetics তুলনায় আরো টেকসই হয়। তবে, 100% তুলা ওয়াশিং পরে দ্রুত স্রিংক  করে । এজন্য synthetic ফাইবার (ভিস্কোজ, পলিয়েস্টার, নাইলন, ইত্যাদি) এর একটি যোগ (5-30%) সঙ্গে ফেব্রিক বানানো যেতে পারে। এই জামাকাপড় প্রসারিত হবে না এবং আপনার অনেক দিন পড়তে পারবেন ।


৮. চেক করুন যেনো seams এবং থ্রেড মেলে
ফ্যাব্রিক গ্রেইন লাইন বা এলাইনমেন্ট এবং থ্রেড রং পরীক্ষা যদি প্যাটার্ন না  মেলে এবং ফেব্রিক এর কালার এর সাথে সুইং থ্রেড এর কালার যদি না মেলে তবে ধারনা করতে হবে সুইং খুবি দ্রুত করা হয়েছিলো এবং কোয়ালিটিরর প্রতি কোন খেয়াল ছিলো না তাদের  ।

৯. বাটন বাটন হোল চেক
যখন ম্যানুফেচারার রা ফেইক প্রডাক্ট লোয়ার কোয়ালিটিরর প্রডাক্ট বানায় তখন তারা অনেক ছোট খাটো বিষয়ে কন্সেন্ট্রেইট করে না তার ভেতরে বাটন এবং বাটন হোল অন্যতম। বাটন, বাটন হোল এর ফিনিশ এবং স্টিচিং কোয়ালিটি খারাপ মানে গার্মেন্টস কোয়ালিটি খারাপ।

১০. পার্ট বাই পার্ট সেডিং
ফেব্রিক এর এক পার্ট এর গার্মেন্টস এর বডি পার্ট গুলি একটির সাথে অন্যটি মিলিয়ে দেখুন, লক্ষ করুন সেড ডিপ লাইট আছে কিনা  এবং ফেব্রিক এর সাথে একসোসরিস গুলির ম্যাচিং আছে কিনা চেক করুন।



কার্টেসি : Brightside





গার্মেন্টস প্রডাক্ট এর কোয়ালিটি চেনার বোঝার কিছু উপায় | Garment Quality

১. ফেব্রিক কোয়ালিটি টেস্টিং
কিছু ফ্যাব্রিক টেনে হাতের মুঠে আনুন এবং কয়েক মিনিটের জন্য আপনার মুষ্টি মধ্যে শক্তভাবে এটি নিথর।  যদি ফ্যাব্রিকটি পরে চূর্ণবিচূর্ণ কাগজের মত দেখায় তবে এর অর্থ এটি স্পেশাল ক্যামিকেল দিয়ে ফিনিশ করা । প্রথম ধোয়ার পর এই ধরনের জামাকাপড় কোয়ালিটি খারাপ হয়ে যাবে ।


২.  সিম এর ভেতরের গ্যাপ গুলি চেক করা
গার্মেন্টস এর দুইটা পার্ট একত্রে স্টিচ করা আছে এমন একটি পার্ট বের করুন যেমন স্লিভ তারপর একটি পার্ট থেকে অন্য পার্ট হালকা টেনে আলাদা করার চেস্টা করুন দেখবেন স্টিচ গুলি যদি টাইট হয় তবে এর কোয়ালিটি ভালো আর টেনশনে স্টিচ গুলি যদি কুঁচকে যায় তবে টি মানসম্পন্ন নয়। ভালো প্রডাক্ট গুলি স্টিচ অনেক ঘন হবে যা টেনশনে কুচকে বা ঢেউ ঢেউ হবে না।


. খোলা zippers এড়িয়ে চলুন
গার্মেন্টস প্রডাক্টডাক্ট কেনার ক্ষত্রে জিপার। চেক এর সময় দেখনবেন যে সকল জিপার মেটালে তৈরি করা  এবং যেনো এর উপরে কভার করা থাকে,  ভালো কোয়ালিটির কাপড়ে মেটাল জিপার ব্যাবহার করা হয় যে সকল জিপার প্লাস্টিক এর খোলা সে জিপার যুক্ত গার্মেন্টস গুলি কোয়ালিটি সম্পন্ন হয় না।


. হেম এর সাইজ যেনো ছোট না হয়
প্যান্ট এবং স্কার্ট এর হেম সাধারণত 4Cm  হওয়া  উচিৎ  শার্ট এর জন্য 2cm হওয়া উচিৎ এর কম হলে এটি  বা হেম না থাকলে এটি লোয়ার কোয়ালিটির একটি প্রডাক্ট বলে পরিগণিত হবে।


৫. ফ্যাব্রিক একটি tug বা ইলাস্টিসিটি চেক করুন
আপনি যে গার্মেন্টস প্রডাক্ট কিনবেন তার ফেব্রিক কে ছবির মতো স্ট্রেসিং করুন আবার ছেড়ে দিন লক্ষ করুন ফেব্রিকটি কি আবার আগের মতো হয়ে যায় কিনা নাকি লুজ হয়ে যায়,  ফেব্রিক টি লুজ হয়ে গেলে এটি অবশ্যই খারাপ কোয়ালিটির প্রডাক্ট।


৬. জিপার ম্যাচিং :
ভালো কোয়ালিটিরর গার্মেন্টস প্রডাক্ট এর জিপার এর লেন্থ কালার হাইট সম্পুর্ন ফেব্রিক এর সাথে মিলে যাবে।


৭. লেবেলটির কম্পোজিশন  চেক করুন
ন্যাচারাল ফাইবার কটন , সিল্ক এবং উল  synthetics তুলনায় আরো টেকসই হয়। তবে, 100% তুলা ওয়াশিং পরে দ্রুত স্রিংক  করে । এজন্য synthetic ফাইবার (ভিস্কোজ, পলিয়েস্টার, নাইলন, ইত্যাদি) এর একটি যোগ (5-30%) সঙ্গে ফেব্রিক বানানো যেতে পারে। এই জামাকাপড় প্রসারিত হবে না এবং আপনার অনেক দিন পড়তে পারবেন ।


৮. চেক করুন যেনো seams এবং থ্রেড মেলে
ফ্যাব্রিক গ্রেইন লাইন বা এলাইনমেন্ট এবং থ্রেড রং পরীক্ষা যদি প্যাটার্ন না  মেলে এবং ফেব্রিক এর কালার এর সাথে সুইং থ্রেড এর কালার যদি না মেলে তবে ধারনা করতে হবে সুইং খুবি দ্রুত করা হয়েছিলো এবং কোয়ালিটিরর প্রতি কোন খেয়াল ছিলো না তাদের  ।

৯. বাটন বাটন হোল চেক
যখন ম্যানুফেচারার রা ফেইক প্রডাক্ট লোয়ার কোয়ালিটিরর প্রডাক্ট বানায় তখন তারা অনেক ছোট খাটো বিষয়ে কন্সেন্ট্রেইট করে না তার ভেতরে বাটন এবং বাটন হোল অন্যতম। বাটন, বাটন হোল এর ফিনিশ এবং স্টিচিং কোয়ালিটি খারাপ মানে গার্মেন্টস কোয়ালিটি খারাপ।

১০. পার্ট বাই পার্ট সেডিং
ফেব্রিক এর এক পার্ট এর গার্মেন্টস এর বডি পার্ট গুলি একটির সাথে অন্যটি মিলিয়ে দেখুন, লক্ষ করুন সেড ডিপ লাইট আছে কিনা  এবং ফেব্রিক এর সাথে একসোসরিস গুলির ম্যাচিং আছে কিনা চেক করুন।



কার্টেসি : Brightside