AQL নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর | Acceptable Quality Level (এক্সেপটেবল কোয়ালিটি লেভেল) - Textile Lab | Textile Learning Blog
What is AQL? how kinds of AQL &
AQL Chart?
AQL full from ?
Ans: Acceptable Quality Level (এক্সেপটেবল কোয়ালিটি লেভেল)

AQL এর অর্থ কি?
এ.কিউ.এল (AQL) এর অর্থ হল গ্রহণযোগ্য মানের স্তর"

AQL কি?
যে প্রক্রিয়ায় গ্রহণযোগ্য মানের স্তরকে বিবেচনা করা হয় তাই Acceptable Quality Level বা AQL.

AQL মিলিটারী স্ট্যান্ডার্ড ১০৫ ই" কি?
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে আমেরিকার সেনাবাহিনীরা একটি সংযুক্তিমূলক ধারণার উদ্ভব ঘটায়। যার মাধ্যমে উৎপাদিত পণ্যগুলো এলোমেলোভাবে সাজানো থাকে। আর পছন্দ করা নমুনার থেকে একটি ছোট অংশের অল্পসংখ্যক পরীক্ষা করতে হবে। 

ঐ উৎপাদিত পণ্যের অল্প সংখ্যক নমুনা পরীক্ষার ফলাফল অনুসারে অপরিক্ষীত সকল উৎপাদিত পণ্যের গ্রহণযোগ্যতা পাবে। একেই "মিলিটারী স্ট্যান্ডার্ড ১০৫ ই" বলে।

AQL পদ্ধতি কত প্রকার?
গার্মেন্টস উৎপাদন শিল্পে AQL এর পদ্ধতি ছয় ধরনের যেমনঃ

AQL-1.0%
AQL-1.5%
AQL-2.5%
AQL-4.0%
AQL-6.5%
AQL -10%

AQL এর ত্রুটি কত ধরনের?

পরিদর্শনের সময় পাওয়া AQL এর ত্রুটি প্রধানত ৪ ধরনের যেমনঃ
জটিলঃ ১০০% সঠিক হতে হবে। অথবা কোন পরিসীমা নেই।

মেজরঃ সাধারণত ২.৫%
ক্ষুদ্রঃ সাধারণত ৪%
সামান্যঃ সাধারণত ৬.৫%

AQL বা গ্রহণযোগ্য মানের স্তর বলতে সর্বাধিক ত্রুটিযুক্ত আইটেমগুলোকে বোঝায় যা নমুনা এবং পরিদর্শনয়ের সময় গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে। 

AQL গড় ত্রুটিযুক্ত আইটেমগুলোর একটি (%) সংখ্যাতে প্রকাশ করা হয় যেখানে গড় ত্রুটিপূর্ণ আইটেম পরিদর্শনকালে পাওয়া ত্রুটিযুক্ত আইটেমগুলোর মোট সংখ্যা এবং পরিদর্শিত আইটেমগুলোর মোট সংখ্যাগুলোর একাধিক ফলাফল।।।। American national standard institution are AQL limit or Laval 3 kinds there are GI, GII and GIII.... Thanks


What is AQL & OQL?

A.Q.L=Acceptable Quality Level

O.Q.L=Observed Quality Level

সাধারণ একটা ধারনা দিচ্ছি ।  আশা করি বুঝতে পারবেন-

কোয়ালিটি ডিপার্টমেন্ট এ দুটি শাখা-

১/ কোয়ালিটি কন্ট্রোল (নিয়ন্ত্রণ করা)

২/ কোয়ালিটি এ্যাসিওরেন্স (নিশ্চিত করা)

কোয়ালিটি কন্ট্রোল বা গুনগত মান নিয়ন্ত্রণ করতে কোয়ালিটি ম্যানেজার, কোয়াঃ ইনচার্জ, কন্ট্রোলার রানিং গার্মেন্টসের বায়ার রিকুয়ারমেন্ট অনুযায়ী কাজ করে একই সাথে কোন ডিফেক্টটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ডিফেক্টের হার( DHU)   কিভাবে কমানো যায়, কতটুকু টলারেন্স এর মধ্যে রাখা যায় তা নিয়ে কাজ করে। এক্ষেত্রে কোয়ালিটি লেভেল নিয়ে পরীক্ষা-নীরিক্ষা, পর্যবেক্ষণ  ও আলোচনা করে সিদ্ধান্তে আসে কোন কোয়ালিটির পোশাক আমরা আউটপুট করছি। এই কোয়ালিটির মাত্রাই হল
OQL= পপর্যবেক্ষণকৃত কোয়ালিটি লেভেল।

কোয়ালিটি অডিটর, GPQ, RQS, NQC, এরা অডিট,  ইনলাইন ইন্সপেকশন, প্রি-ফাইনাল ইন্সপেকশন, এবং বায়ার প্রি-ফাইনাল, ফাইনাল ইন্সপেকশন করে দেখেন যে রিকুয়ারমেন্ট সঠিক আছে কিনা, OQL এর নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, ডিফেক্টের মাত্রা( DHU) টলারেন্সের ভিতর আছে কি না তা নিশ্চিত করা।

এটা করতে গিয়ে বায়ার কত পিস পোশাকে কয়টি সমস্যার বেশি পেতে পারবে না সেটা নির্দিষ্ট করে দেন। সেই নির্দিষ্ট নিয়মটি হল

AQL= গ্রহণযোগ্য কোয়ালিটি লেভেল।

এটি একটি চার্ট এর মাধ্যমে প্রকাশ করা হয়।


" What is AQL?"

✅✅ Acceptable Quality Level/limit (AQL) refers to the maximum number of defective items that could be considered accepted during the random sampling and inspection.

☑️☑️ (গ্রহণযোগ্য Quality স্তর/সীমা (AQL) ত্রুটিপূর্ণ আইটেমগুলির সর্বাধিক সংখ্যাকে বোঝায় যা Random নমুনা এবং Inspection এর সময় গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে।)

✅✅ Basically we will randomly select a sampling size quantity to be inspected. After inspection according to the number of defect found, we will advise to accept or to reject our shipment from the chart of AQL.

☑️☑️ (মূলত আমরা Inspection এর জন্য এলোমেলোভাবে একটি Sample আকারের পরিমাণ নির্বাচন করব। পাওয়া Defects  সংখ্যা অনুযায়ী Inspection  করার পরে, আমরা AQL এর চার্ট থেকে আমাদের Shipment Accept & Reject করার পরামর্শ দেব।)

✅✅ There are five parts of sampling plan……

🔁 Lot size quantity
🔁 Sample size quantity
🔁 AQL
🔁 Accept number
🔁 Reject number

🔷🔷 Generally in garment industries, inspections are made 1%, 1.5%, 2.5%, 4%, 6.5%, etc. 
👍👍 This depends on the buyer’s requirements.







AQL নিয়ে কিছু প্রশ্ন এবং উত্তর | Acceptable Quality Level (এক্সেপটেবল কোয়ালিটি লেভেল)

What is AQL? how kinds of AQL &
AQL Chart?
AQL full from ?
Ans: Acceptable Quality Level (এক্সেপটেবল কোয়ালিটি লেভেল)

AQL এর অর্থ কি?
এ.কিউ.এল (AQL) এর অর্থ হল গ্রহণযোগ্য মানের স্তর"

AQL কি?
যে প্রক্রিয়ায় গ্রহণযোগ্য মানের স্তরকে বিবেচনা করা হয় তাই Acceptable Quality Level বা AQL.

AQL মিলিটারী স্ট্যান্ডার্ড ১০৫ ই" কি?
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে আমেরিকার সেনাবাহিনীরা একটি সংযুক্তিমূলক ধারণার উদ্ভব ঘটায়। যার মাধ্যমে উৎপাদিত পণ্যগুলো এলোমেলোভাবে সাজানো থাকে। আর পছন্দ করা নমুনার থেকে একটি ছোট অংশের অল্পসংখ্যক পরীক্ষা করতে হবে। 

ঐ উৎপাদিত পণ্যের অল্প সংখ্যক নমুনা পরীক্ষার ফলাফল অনুসারে অপরিক্ষীত সকল উৎপাদিত পণ্যের গ্রহণযোগ্যতা পাবে। একেই "মিলিটারী স্ট্যান্ডার্ড ১০৫ ই" বলে।

AQL পদ্ধতি কত প্রকার?
গার্মেন্টস উৎপাদন শিল্পে AQL এর পদ্ধতি ছয় ধরনের যেমনঃ

AQL-1.0%
AQL-1.5%
AQL-2.5%
AQL-4.0%
AQL-6.5%
AQL -10%

AQL এর ত্রুটি কত ধরনের?

পরিদর্শনের সময় পাওয়া AQL এর ত্রুটি প্রধানত ৪ ধরনের যেমনঃ
জটিলঃ ১০০% সঠিক হতে হবে। অথবা কোন পরিসীমা নেই।

মেজরঃ সাধারণত ২.৫%
ক্ষুদ্রঃ সাধারণত ৪%
সামান্যঃ সাধারণত ৬.৫%

AQL বা গ্রহণযোগ্য মানের স্তর বলতে সর্বাধিক ত্রুটিযুক্ত আইটেমগুলোকে বোঝায় যা নমুনা এবং পরিদর্শনয়ের সময় গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে। 

AQL গড় ত্রুটিযুক্ত আইটেমগুলোর একটি (%) সংখ্যাতে প্রকাশ করা হয় যেখানে গড় ত্রুটিপূর্ণ আইটেম পরিদর্শনকালে পাওয়া ত্রুটিযুক্ত আইটেমগুলোর মোট সংখ্যা এবং পরিদর্শিত আইটেমগুলোর মোট সংখ্যাগুলোর একাধিক ফলাফল।।।। American national standard institution are AQL limit or Laval 3 kinds there are GI, GII and GIII.... Thanks


What is AQL & OQL?

A.Q.L=Acceptable Quality Level

O.Q.L=Observed Quality Level

সাধারণ একটা ধারনা দিচ্ছি ।  আশা করি বুঝতে পারবেন-

কোয়ালিটি ডিপার্টমেন্ট এ দুটি শাখা-

১/ কোয়ালিটি কন্ট্রোল (নিয়ন্ত্রণ করা)

২/ কোয়ালিটি এ্যাসিওরেন্স (নিশ্চিত করা)

কোয়ালিটি কন্ট্রোল বা গুনগত মান নিয়ন্ত্রণ করতে কোয়ালিটি ম্যানেজার, কোয়াঃ ইনচার্জ, কন্ট্রোলার রানিং গার্মেন্টসের বায়ার রিকুয়ারমেন্ট অনুযায়ী কাজ করে একই সাথে কোন ডিফেক্টটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ডিফেক্টের হার( DHU)   কিভাবে কমানো যায়, কতটুকু টলারেন্স এর মধ্যে রাখা যায় তা নিয়ে কাজ করে। এক্ষেত্রে কোয়ালিটি লেভেল নিয়ে পরীক্ষা-নীরিক্ষা, পর্যবেক্ষণ  ও আলোচনা করে সিদ্ধান্তে আসে কোন কোয়ালিটির পোশাক আমরা আউটপুট করছি। এই কোয়ালিটির মাত্রাই হল
OQL= পপর্যবেক্ষণকৃত কোয়ালিটি লেভেল।

কোয়ালিটি অডিটর, GPQ, RQS, NQC, এরা অডিট,  ইনলাইন ইন্সপেকশন, প্রি-ফাইনাল ইন্সপেকশন, এবং বায়ার প্রি-ফাইনাল, ফাইনাল ইন্সপেকশন করে দেখেন যে রিকুয়ারমেন্ট সঠিক আছে কিনা, OQL এর নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা, ডিফেক্টের মাত্রা( DHU) টলারেন্সের ভিতর আছে কি না তা নিশ্চিত করা।

এটা করতে গিয়ে বায়ার কত পিস পোশাকে কয়টি সমস্যার বেশি পেতে পারবে না সেটা নির্দিষ্ট করে দেন। সেই নির্দিষ্ট নিয়মটি হল

AQL= গ্রহণযোগ্য কোয়ালিটি লেভেল।

এটি একটি চার্ট এর মাধ্যমে প্রকাশ করা হয়।


" What is AQL?"

✅✅ Acceptable Quality Level/limit (AQL) refers to the maximum number of defective items that could be considered accepted during the random sampling and inspection.

☑️☑️ (গ্রহণযোগ্য Quality স্তর/সীমা (AQL) ত্রুটিপূর্ণ আইটেমগুলির সর্বাধিক সংখ্যাকে বোঝায় যা Random নমুনা এবং Inspection এর সময় গ্রহণযোগ্য বলে বিবেচিত হতে পারে।)

✅✅ Basically we will randomly select a sampling size quantity to be inspected. After inspection according to the number of defect found, we will advise to accept or to reject our shipment from the chart of AQL.

☑️☑️ (মূলত আমরা Inspection এর জন্য এলোমেলোভাবে একটি Sample আকারের পরিমাণ নির্বাচন করব। পাওয়া Defects  সংখ্যা অনুযায়ী Inspection  করার পরে, আমরা AQL এর চার্ট থেকে আমাদের Shipment Accept & Reject করার পরামর্শ দেব।)

✅✅ There are five parts of sampling plan……

🔁 Lot size quantity
🔁 Sample size quantity
🔁 AQL
🔁 Accept number
🔁 Reject number

🔷🔷 Generally in garment industries, inspections are made 1%, 1.5%, 2.5%, 4%, 6.5%, etc. 
👍👍 This depends on the buyer’s requirements.