ডাইং এর পোকার সমস্যা : করনীয় কি | Insects Problem on Dyeing Floor - Textile Lab | Textile Learning Blog
নাইট ডিউটি : পোকার যন্ত্রনা

আমাদের শীত কাল ঘনিয়ে আসছে সাথে একটি সমস্যাও, আমাদের শীতকালে ডাইং ফিনিশিং মেশিন গুলিতে একটি সমস্যা দেখা যায় যে মেশিন চালালে মেশিন এর ফ্রন্ট এবং প্যাডিং জোন যেখানে কাপড় ইন এবং আউট হয় সেখানে লাইট থাকলে বাইরে থেকে আলোর টানে ঘাসের পোকা গুলি চলে আসে ।  এসে যে তাদের খুব বেশি উপকার হয় তা না, এসেই সে গুলি মারা যায় ;) কিন্ত ক্ষতি করে দিয়ে যায় আমাদের এই পোকাগুলি কাপড় এর সাথে লেগে থাকে পরবর্তিতে এই গুলি কম্পেক্টিং এর সময় এই গুলি কাপড় এর সাথে লেপ্টে যায় আর কাপড়ে স্পট চলে আসে । স্পট গুলি বাজে উঠতে চায় না ।

আমাদের সতর্কতার জন্য পোকা না আসা রোধ করতে লাইট অফ করে মেশিন চালাতে হয়,  তবে এটা অনে রিক্সের কারন এতে অনেক ফেব্রিক এর সমস্যা ধরা যায় না।




পোকা থেকে নিস্তার পেতে কিছু করনীয় উপায়:

১. ৪-৫ টার পর বিকালবেলা জানালা গুলি অফ করব দিতে হবে।

২. জানালার বাইরে হলুদ বাতি লাগাতে হবে কারন হলুদ বাতি পোকাকে দূরে রাখে।

৩. মেশিন এর প্যাডিং জোনে ব্লোয়ার, ডাস্ট সাকার লাগাতে হবে।

৪. ফেব্রিক চেকিং করা ব্যাতিত মেশিন এর উপররের টিউবলাইট গুলি অফ করে রাখতে হবে।





ডাইং এর পোকার সমস্যা : করনীয় কি | Insects Problem on Dyeing Floor

নাইট ডিউটি : পোকার যন্ত্রনা

আমাদের শীত কাল ঘনিয়ে আসছে সাথে একটি সমস্যাও, আমাদের শীতকালে ডাইং ফিনিশিং মেশিন গুলিতে একটি সমস্যা দেখা যায় যে মেশিন চালালে মেশিন এর ফ্রন্ট এবং প্যাডিং জোন যেখানে কাপড় ইন এবং আউট হয় সেখানে লাইট থাকলে বাইরে থেকে আলোর টানে ঘাসের পোকা গুলি চলে আসে ।  এসে যে তাদের খুব বেশি উপকার হয় তা না, এসেই সে গুলি মারা যায় ;) কিন্ত ক্ষতি করে দিয়ে যায় আমাদের এই পোকাগুলি কাপড় এর সাথে লেগে থাকে পরবর্তিতে এই গুলি কম্পেক্টিং এর সময় এই গুলি কাপড় এর সাথে লেপ্টে যায় আর কাপড়ে স্পট চলে আসে । স্পট গুলি বাজে উঠতে চায় না ।

আমাদের সতর্কতার জন্য পোকা না আসা রোধ করতে লাইট অফ করে মেশিন চালাতে হয়,  তবে এটা অনে রিক্সের কারন এতে অনেক ফেব্রিক এর সমস্যা ধরা যায় না।




পোকা থেকে নিস্তার পেতে কিছু করনীয় উপায়:

১. ৪-৫ টার পর বিকালবেলা জানালা গুলি অফ করব দিতে হবে।

২. জানালার বাইরে হলুদ বাতি লাগাতে হবে কারন হলুদ বাতি পোকাকে দূরে রাখে।

৩. মেশিন এর প্যাডিং জোনে ব্লোয়ার, ডাস্ট সাকার লাগাতে হবে।

৪. ফেব্রিক চেকিং করা ব্যাতিত মেশিন এর উপররের টিউবলাইট গুলি অফ করে রাখতে হবে।





1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

1. Define fabric finishing

2. Give the classification of fabric finishing

3. What are the objects of fabric finishing?

4. What are the factors to be considered to choice of finishing route?

5. What are the objects of calendaring machine?

6. What are the main elements of essentials of calendaring finish?

7. What are the types of damping m/c?

8. Give a general description of a calendaring m/c?

9. Describe a: swizzing finish b. friction calendaring c. chasting finish d. embossing

10. What is raising?

11. What is flunnel fabric and what is fleece fabric?

12. What are the types of raising m/c?

13. What is double acting m/c and single acting m/c?

14. What is emerizing?

15. What is polar fleece?

16. What do you mean by the term residual shrinkage?

17. What is sanforizing?

18. What are the objects of sanforizing process?

19. Explain sanforizing process with a schematic diagram

20. What do you mean by the term compressive shrinkage?

21. What is mercerization?

22. What are the objects of mercerization?

23. What physical and chemical changes happened in the cotton fibre by mercerization process?

24. What are the benefits obtained by the mercerization process?

25. Why strength, hygroscopicity, dye-affinity and luster increased by mercerization process?

26. What are the effects of tension on mercerization process?

27. What are the effects of temperature on mercerization process?

28. What are the effects of caustic soda concentration on mercerization process?

29. What are the effects of time of treatment on mercerization process?

30. What are the effects of washing condition on mercerization process?

31. How yarn can be mercerized in hank form and continuous sheet form?

32. Describe cloth mercerizing process

33. How mercerizing effect can be assessed?

34. What is resin?

35. What are the benefits of resin finishing on cotton fabric?

36. Give a general recipe for resin finishing

37. What is urea formaldehyde precondensate?

38. Give the probable reactions may happened at the time of treatment of cotton material with urea formaldehyde.

39. What are the advantages and disadvantages of urea formaldehyde resin?

40. What are the advantages and disadvantages of Kaurit AF140?

41. What are the advantages of di-methyl ethylene urea?

42. What is Kaurit AF140?

43. What are the advantages and disadvantages of DMEU?

44. Give the application procedure DMEU?

45. What is DMDHEU? (Di methylol di hydroxy ethylene urea)

46. Give the reactions has taken place with Di methylol di hydroxy ethylene urea and cotton

47. Give the application procedure of DMDHEU

48. What is water proof, water repellant and shower proof fabric?

49. What do you mean by the term durable water repellant finish/

50. Describe the application procedure of Valan PF and Cerol WB?

51. Give the application procedure of Persuitol VS & Phobotex FT?

52. What are poly siloxanes?

53. What are the types of poly siloxanes?

54. Describe the application procedure of silicon emulsion M478

55. Give the burning cycle of polymer

56. Give the thermal degradation chart of cellulose

57. What are the required properties of an ideal flame retardant chemical/

58. What are the types of flame retardant process/

59. Give the application procedure of Pyrovatex and THPC

60. What are the advantages of THPC over other flame retardant chemicals?

61. Give a schematic diagram of vapor loc system of scouring & also give the recipe

62. What are the advantages and disadvantages of vapor loc system of scouring?

63. What do you mean by the term solvent scouring?

64. Mention with flow diagram of solvent scouring of cotton fabric

65. What are the advantages and disadvantages of solvent scouring?

66. How scouring effect can be estimated?

67. How bleaching effect can be estimated?

68. How mercerizing effect can be estimated?

69. Describe the methods of determination of available chlorine in bleaching powder

70. Describe the methods of determination of strength of hydrogen peroxide
..please answer this question