গার্মেন্টস এর প্রডাকশন প্রসিডিউর : ফিনিশ ফেব্রিক - শিপমেন্ট - Textile Lab | Textile Learning Blog
গার্মেন্টস প্রডাকশন

পোশাক কিভাবে তৈরী করা হয় বা পোশাক তৈরির ধাপ সমূহ বা লে-আউট সম্পর্কে ধারণা।
পোশাক তৈরিতে বিভিন্ন ধাপ বা পদক্ষেপ অবলম্বন করা হয়ে থাকে।প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন ধরনের কাজ হয়।

কাজের ধাপগুলো নিচে বর্ণনা করা হলঃ-

১.স্টোর/ভান্ডার/গুদাম ( Store )

২.ফেব্রিক চেক/ইন্সপেকশণ ( Fabric Inspection)

৩.ক্যাড মার্কার ( Auto cad )

৪.স্যম্পল ( Sample )

৫.কাটিং ( Cutting )

৬.সুইং/সেলাই করা ( Sewing Line )

৭.ফিনিশিং ( Finishing )

৮.শিপিং গুদাম ( Shiping store/X-bond )
উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ ই অত্যন্ত গুরুত্তপূর্ন ভূমিকা পালন করে থাকে।নিচে আলোচনা করা হলঃ-
স্টোর/ভান্ডার/গুদাম ( Store )
গুদাম বা স্টোর সেকশন সকল কাপড় এবং এক্সসরিজ অর্ডার নাম্বার ,কাটিং ,সাইজ, কালার,তারিখ ইত্যাদি অনুসারে সাজানো থাকে যার ফলে প্রডাকশন  কাজ চলাকালে খুব দ্রুত এগুলো খুজে পাওয়া যায়। এছাড়া ক্রেতা ও কারখানার সম্পদ সংরক্ষন করে সমূহ ক্ষতির হাত থেকে রক্ষা করে।

ফেব্রিক চেক/ইন্সপেকশণ ( Fabric Inspection )
কাপড় চেক বা ফেব্রিক ইন্সপেকশন সেকশনে পোশাক তৈরির জন্য সংগৃহীত কাপড়ের গুনাগুত মান নিশ্চিত করা হয়, যেমনঃ-কোন বুনন সমস্যা আছে কিনা,রঙ্গের তারতম্য আছে কিনা,ছিড়া বা ছিদ্র,হোল আছে কিনা,চেক বা প্রিন্ট জাতীয় কোন সমস্যা আছে কিনা,যাতে পোশাক তৈরির পর কাপড়ের ত্রুটি জনিত কারনে পোশাকের মান খারাপ হয়ে পোশাক নস্ট হওয়া থেকে রক্ষা পায়।

ক্যড মার্কার ( Auto cad )
পোশাক কারখানায় একসাথে অনেক কাপড় কাটার জন্য একটা একটা করে কাপড় স্তরে স্তরে সাজিয়ে কাটা হয়,কাটার জন্য কাপড়ের উপরের স্তরে একটা দাগ দেয়া কাগজ বিছানো হয় উক্ত কাগজের দাগ নির্ণয় করে কাপড় কাটা হয়,এই কাগজটাকে মার্কার প্যটার্ন বলে।
মার্কার প্যটার্ন ক্যড সেকশনে তৈরী করা হয়,এতে পোশাকের কোন অংশ কোথায় এবং কিভাবে কাটতে হবে তার দিকনির্দেশনা দেয়া থাকে। কার্যাদেশ অনুযায়ী উল্লেখিত পরিমান পোশাক তৈরী করতে কি পরিমান বা কত গজ কাপড় লাগবে তার হিসেব করতেও সাহায্য করে থাকে।

স্যম্পল ( Sample )
পোশাক তৈরী থেকে শুরু করে রপ্তানী কাজ শেষ করা পর্যন্ত অনেক ধরনের স্যম্পল তৈরী করা হয়।স্যম্পল একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্তপূর্ন বিষয়,পোশাক তৈরির অনেক ধাপে স্যম্পল কাজে দরকার হয় যেমনঃ-খরচ/কস্টিং করতে,লে-আউট করতে,গুনগত মান যাচাই করতে,কাপড় ও সেলাই করার সূতার পরিমান বের করতে।
এমনকি বায়ার স্যাম্পল পোশাক দেখে,যাচাই করেই কার্যাদেশ প্রদান করবে কি না তা নির্ধারন করে থাকে।উৎপাদন কাজ শুরু করতে আগে লাইন লে-আউট করতে হয় এই সময় ও স্যাম্পল খুব প্রোয়জন।প্রি প্রডাকশন  ( পি.পি )মিটিং করার জন্য ও স্যাম্পল দরকার হয়।
পি.পি. মিটিংয়ে পোশাকের সকল তৈরির সকল প্রকার দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে।

কাটিং ( Cutting )
একটি পোশাক তৈরিতে যতগুলো কাপড়ের টুকরা অংশ দরকার তার সবই জোগান দেয় কাটিং সেকশন।অর্থাৎ পোশাক তৈরির কাপড়কে প্রয়োজন অনুসারে কাটার কাজ যে স্থানে হয় তাকে কাটিং সেকশন বলা হয়।কাটিং সেকশন কাপড় কেটে সব টুকরা অংশকে আলাদা আলাদা ভাবে নাম্বার,কালার,সাইজ ও কাটিং অনুযায়ী বান্ডিল করে সাজিয়ে রাখে যাতে সুইং/সেলাই সেকশন চাহিবা মাত্র জোগান দিতে পারে।যার কারনে সেলাই সেকশন দ্রুততার সাথে তার কাজ সম্পাদন করতে পারে।

সুইং/সেলাই করা ( Sewing Line )
ছোট ছোট টুকরা কাপড়ের অংশকে মানুষের পরিধান যোগ্য করে তৈরী করাই সুইং/সেলাই সেকশনের কাজ।কাটিং সেকশন থেকে পাওয়া টুকরা অংশ গুলোকে ক্রমনুযায়ী একটা একটা সেলাই করে জুড়ে দিয়ে পরিধান যোগ্য একটা একটা সুন্দর পোশাক তৈরিই করাই সুইং সেকশনের মুল কাজ,যা অত্যন্ত নিখুত কারিগরি বিদ্যা বা জ্ঞান।সুইং সেকশনের কাজের দক্ষতার উপরই নির্ভর করে কারখানার ভাল মন্দ এবং ক্রেতার চাহিদা অনুযায়ী জোগান,ক্রেতার সুন্তুস্টি এবং কারখানার উন্নতি।

ফিনিশিং ( Finishing ):
ফিনিশিং সেকশন হল বিয়ে বাড়ির বিয়ের কনেকে সাজিয়ে তার সৌন্দর্য ফুটিয়ে তোলার মত।পোশাককে পলি,কার্টন,লেবেল,ট্যাগ ইত্যাদি দিয়ে সাজিয়ে বিক্রয়ের জন্য সুন্দর ও আকর্ষণীয় করার কাজটাই করে ফিনিশিং সেকশন। যা উৎপাদন ও রপ্তানীর এক অনন্য ও বিশেষ কার্য।তৈরী পোশাককে সুন্দর ভাবে সাজিয়ে রপ্তানী উপযোগী করে রপ্তানীর জন্য প্রস্তুত করার কাজটি এই সেকশন করে থাকে।

শিপিং গুদাম ( Shiping store/X-bond )
রপ্তানী উপযোগী পোশাকের কার্টন কারখানার বাহিরে বের করার পূর্ব মূহুর্ত পর্যন্ত যে গুদামে অপেক্ষমাণ রাখা হয় তাকে শিপিং গুদাম বলে।এই স্থানটিতে সম্পূর্ণ সর্বসাধারণের প্রবেশ অধীকার সংরক্ষিত থাকে কারণ যাতে কোন প্রকার পরিবর্তন বা পরিমার্জন করা না হয়।

গার্মেন্টস এর প্রডাকশন প্রসিডিউর : ফিনিশ ফেব্রিক - শিপমেন্ট

গার্মেন্টস প্রডাকশন

পোশাক কিভাবে তৈরী করা হয় বা পোশাক তৈরির ধাপ সমূহ বা লে-আউট সম্পর্কে ধারণা।
পোশাক তৈরিতে বিভিন্ন ধাপ বা পদক্ষেপ অবলম্বন করা হয়ে থাকে।প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন ধরনের কাজ হয়।

কাজের ধাপগুলো নিচে বর্ণনা করা হলঃ-

১.স্টোর/ভান্ডার/গুদাম ( Store )

২.ফেব্রিক চেক/ইন্সপেকশণ ( Fabric Inspection)

৩.ক্যাড মার্কার ( Auto cad )

৪.স্যম্পল ( Sample )

৫.কাটিং ( Cutting )

৬.সুইং/সেলাই করা ( Sewing Line )

৭.ফিনিশিং ( Finishing )

৮.শিপিং গুদাম ( Shiping store/X-bond )
উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপ ই অত্যন্ত গুরুত্তপূর্ন ভূমিকা পালন করে থাকে।নিচে আলোচনা করা হলঃ-
স্টোর/ভান্ডার/গুদাম ( Store )
গুদাম বা স্টোর সেকশন সকল কাপড় এবং এক্সসরিজ অর্ডার নাম্বার ,কাটিং ,সাইজ, কালার,তারিখ ইত্যাদি অনুসারে সাজানো থাকে যার ফলে প্রডাকশন  কাজ চলাকালে খুব দ্রুত এগুলো খুজে পাওয়া যায়। এছাড়া ক্রেতা ও কারখানার সম্পদ সংরক্ষন করে সমূহ ক্ষতির হাত থেকে রক্ষা করে।

ফেব্রিক চেক/ইন্সপেকশণ ( Fabric Inspection )
কাপড় চেক বা ফেব্রিক ইন্সপেকশন সেকশনে পোশাক তৈরির জন্য সংগৃহীত কাপড়ের গুনাগুত মান নিশ্চিত করা হয়, যেমনঃ-কোন বুনন সমস্যা আছে কিনা,রঙ্গের তারতম্য আছে কিনা,ছিড়া বা ছিদ্র,হোল আছে কিনা,চেক বা প্রিন্ট জাতীয় কোন সমস্যা আছে কিনা,যাতে পোশাক তৈরির পর কাপড়ের ত্রুটি জনিত কারনে পোশাকের মান খারাপ হয়ে পোশাক নস্ট হওয়া থেকে রক্ষা পায়।

ক্যড মার্কার ( Auto cad )
পোশাক কারখানায় একসাথে অনেক কাপড় কাটার জন্য একটা একটা করে কাপড় স্তরে স্তরে সাজিয়ে কাটা হয়,কাটার জন্য কাপড়ের উপরের স্তরে একটা দাগ দেয়া কাগজ বিছানো হয় উক্ত কাগজের দাগ নির্ণয় করে কাপড় কাটা হয়,এই কাগজটাকে মার্কার প্যটার্ন বলে।
মার্কার প্যটার্ন ক্যড সেকশনে তৈরী করা হয়,এতে পোশাকের কোন অংশ কোথায় এবং কিভাবে কাটতে হবে তার দিকনির্দেশনা দেয়া থাকে। কার্যাদেশ অনুযায়ী উল্লেখিত পরিমান পোশাক তৈরী করতে কি পরিমান বা কত গজ কাপড় লাগবে তার হিসেব করতেও সাহায্য করে থাকে।

স্যম্পল ( Sample )
পোশাক তৈরী থেকে শুরু করে রপ্তানী কাজ শেষ করা পর্যন্ত অনেক ধরনের স্যম্পল তৈরী করা হয়।স্যম্পল একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্তপূর্ন বিষয়,পোশাক তৈরির অনেক ধাপে স্যম্পল কাজে দরকার হয় যেমনঃ-খরচ/কস্টিং করতে,লে-আউট করতে,গুনগত মান যাচাই করতে,কাপড় ও সেলাই করার সূতার পরিমান বের করতে।
এমনকি বায়ার স্যাম্পল পোশাক দেখে,যাচাই করেই কার্যাদেশ প্রদান করবে কি না তা নির্ধারন করে থাকে।উৎপাদন কাজ শুরু করতে আগে লাইন লে-আউট করতে হয় এই সময় ও স্যাম্পল খুব প্রোয়জন।প্রি প্রডাকশন  ( পি.পি )মিটিং করার জন্য ও স্যাম্পল দরকার হয়।
পি.পি. মিটিংয়ে পোশাকের সকল তৈরির সকল প্রকার দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে।

কাটিং ( Cutting )
একটি পোশাক তৈরিতে যতগুলো কাপড়ের টুকরা অংশ দরকার তার সবই জোগান দেয় কাটিং সেকশন।অর্থাৎ পোশাক তৈরির কাপড়কে প্রয়োজন অনুসারে কাটার কাজ যে স্থানে হয় তাকে কাটিং সেকশন বলা হয়।কাটিং সেকশন কাপড় কেটে সব টুকরা অংশকে আলাদা আলাদা ভাবে নাম্বার,কালার,সাইজ ও কাটিং অনুযায়ী বান্ডিল করে সাজিয়ে রাখে যাতে সুইং/সেলাই সেকশন চাহিবা মাত্র জোগান দিতে পারে।যার কারনে সেলাই সেকশন দ্রুততার সাথে তার কাজ সম্পাদন করতে পারে।

সুইং/সেলাই করা ( Sewing Line )
ছোট ছোট টুকরা কাপড়ের অংশকে মানুষের পরিধান যোগ্য করে তৈরী করাই সুইং/সেলাই সেকশনের কাজ।কাটিং সেকশন থেকে পাওয়া টুকরা অংশ গুলোকে ক্রমনুযায়ী একটা একটা সেলাই করে জুড়ে দিয়ে পরিধান যোগ্য একটা একটা সুন্দর পোশাক তৈরিই করাই সুইং সেকশনের মুল কাজ,যা অত্যন্ত নিখুত কারিগরি বিদ্যা বা জ্ঞান।সুইং সেকশনের কাজের দক্ষতার উপরই নির্ভর করে কারখানার ভাল মন্দ এবং ক্রেতার চাহিদা অনুযায়ী জোগান,ক্রেতার সুন্তুস্টি এবং কারখানার উন্নতি।

ফিনিশিং ( Finishing ):
ফিনিশিং সেকশন হল বিয়ে বাড়ির বিয়ের কনেকে সাজিয়ে তার সৌন্দর্য ফুটিয়ে তোলার মত।পোশাককে পলি,কার্টন,লেবেল,ট্যাগ ইত্যাদি দিয়ে সাজিয়ে বিক্রয়ের জন্য সুন্দর ও আকর্ষণীয় করার কাজটাই করে ফিনিশিং সেকশন। যা উৎপাদন ও রপ্তানীর এক অনন্য ও বিশেষ কার্য।তৈরী পোশাককে সুন্দর ভাবে সাজিয়ে রপ্তানী উপযোগী করে রপ্তানীর জন্য প্রস্তুত করার কাজটি এই সেকশন করে থাকে।

শিপিং গুদাম ( Shiping store/X-bond )
রপ্তানী উপযোগী পোশাকের কার্টন কারখানার বাহিরে বের করার পূর্ব মূহুর্ত পর্যন্ত যে গুদামে অপেক্ষমাণ রাখা হয় তাকে শিপিং গুদাম বলে।এই স্থানটিতে সম্পূর্ণ সর্বসাধারণের প্রবেশ অধীকার সংরক্ষিত থাকে কারণ যাতে কোন প্রকার পরিবর্তন বা পরিমার্জন করা না হয়।

কোন মন্তব্য নেই: