ক্রিজ মার্ক কি এবং জেনে নিন পরিত্রাণ এর উপায় - Textile Lab | Textile Learning Blog

ক্রিজ মার্ক :

এটি আমাদের প্রি ট্রিটমেন্ট ফল্ট,  এটি আমাদের সবচেয়ে বেশি ভোগায়।  টেম্পারেচার এর ভেরিয়েশনে আর আর মেশিন এর রোলার আর গাইড রোলার এর কারনে এই সমস্যা হয়।

ওভেন কাপড়ে এই সমস্যা বেশি হয় কারন ঈভেন এর মেশিন গুলি রোলার বেসিস হয় তাই কাপড় এর রোলার এর চাপে কাপড় কুঁচকে যায়  ,  নীট কাপড়ে এই সমস্যা হয় না কারন তা এক্সজোস্ট মেথডে করা হয় আর কাপড়ে এন্টিক্রিজ দেয়া দয়।

সমস্যা:

১. ক্রিজ পড়লে কাপড় ডাইং এর পরো ক্রিজ থাকে।

২. ক্রিজ আয়রন এর পরো যায় না ।

৩. ক্রিজ যুক্ত কাপড় গার্মেন্টস রিজেক্ট হয়।

সমাধানের উপায়:

কাপড়কে স্ট্রিপ করে তাকে আবার পুনোরায় ডাইং করা। অথবা রি স্টেনটার করা। রিডাকশন করার সময় ক্যামিকেল এর সাথে এন্টি ক্রিজ দিতে পারেন।

ক্রিজ মার্ক কি এবং জেনে নিন পরিত্রাণ এর উপায়

ক্রিজ মার্ক :

এটি আমাদের প্রি ট্রিটমেন্ট ফল্ট,  এটি আমাদের সবচেয়ে বেশি ভোগায়।  টেম্পারেচার এর ভেরিয়েশনে আর আর মেশিন এর রোলার আর গাইড রোলার এর কারনে এই সমস্যা হয়।

ওভেন কাপড়ে এই সমস্যা বেশি হয় কারন ঈভেন এর মেশিন গুলি রোলার বেসিস হয় তাই কাপড় এর রোলার এর চাপে কাপড় কুঁচকে যায়  ,  নীট কাপড়ে এই সমস্যা হয় না কারন তা এক্সজোস্ট মেথডে করা হয় আর কাপড়ে এন্টিক্রিজ দেয়া দয়।

সমস্যা:

১. ক্রিজ পড়লে কাপড় ডাইং এর পরো ক্রিজ থাকে।

২. ক্রিজ আয়রন এর পরো যায় না ।

৩. ক্রিজ যুক্ত কাপড় গার্মেন্টস রিজেক্ট হয়।

সমাধানের উপায়:

কাপড়কে স্ট্রিপ করে তাকে আবার পুনোরায় ডাইং করা। অথবা রি স্টেনটার করা। রিডাকশন করার সময় ক্যামিকেল এর সাথে এন্টি ক্রিজ দিতে পারেন।

কোন মন্তব্য নেই: