মেশিন এর প্যারামিটার চেঞ্জ করে কি ভাবে সেড ওকে করা যায়তার প্রক্রিয়া জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
মেশিন এর প্যারামিটার চেঞ্জ করে কি ভাবে সেড ওকে করা যায় :


১. স্টেনটার এর প্যাডার  প্রেশার কমালে সেড ডিপ হবে কারন কারন প্রেশার বেশি হলে টেক আপ বেশি হয়।

২. স্টেনটার এর প্যাডার প্রেশার বেশি হলে সেড লাইট হয়,  প্রেশার রেঞ্জ ২-৩ এর মধ্যে হয়।

৩. কম্পেক্টর  এর প্যাডার প্রেশার বেশি হলে হলে সেড লাইট হয় এক্ষত্রে স্টিম বাড়িয়ে দিতে হয় ।

৪. ট্রাম্বেল করলে কাপড় ডিপ হয়ে যায়।

৫. নীট ডাইং মেশিন এর কাপড় রান টাইম বাড়ালে কাপড় ডার্কার হয়।  আর রান টাইম কমালে কাপড় লাইট হয়।

৬. কাপড় এর সেড লাইট করতে হলে ডাই লিকারে পানি দিয়ে দিন সেড লাইট হয়ে যাবে।

৭. কন্টিনিউয়াস ওয়াস মেশিনে রানিং স্পিড বাড়ালে সেড ডার্কার হয় কালার কম কাটে। আর স্পিড বেশি হলে সেড লাইট হয়ে যাবে।

৮. জিগার মেশিনে রান কমালে সেড লাইট হয় আর রান বাড়েলে সেড ডার্কার হবে।

৯. ক্লোল্ড প্যাড ব্যাচ বা কন্টিনিউয়াস ডাইং মেশিনে প্যাডার প্রেশার বা পিক আপ % কমালে সেড ডার্ক আর পিক আপ % বাড়ালে সেড ডার্কার হয়।

১০. কিউরিং মেশিনে স্টিম ছাড়া কাপড় চালালে কাপড়ে ইয়োলো আপ হয় আর স্টিম দিয়ে চালালে কাপড়ে রেড আপ হয়।

১১. কম্পেক্টর এর সেড এর টোন চেইঞ্জ করার নিয়ম :
A. সেড রেডিশ করতে টেম্পারেচার বাড়াতে হবে স্টিম কমাতে হবে।
B.  সেড ইয়োলিশ করতে টেম্পারেচার বাড়াতে হবে রবং বিনা স্টিমে কাপড় চালাতে হবে ।
C. সেড ব্লুয়িশ  করতে টেম্পারেচার কমাতে হবে স্টিম বাড়াতে  হবে।

মেশিন এর প্যারামিটার চেঞ্জ করে কি ভাবে সেড ওকে করা যায়তার প্রক্রিয়া জেনে রাখুন

মেশিন এর প্যারামিটার চেঞ্জ করে কি ভাবে সেড ওকে করা যায় :


১. স্টেনটার এর প্যাডার  প্রেশার কমালে সেড ডিপ হবে কারন কারন প্রেশার বেশি হলে টেক আপ বেশি হয়।

২. স্টেনটার এর প্যাডার প্রেশার বেশি হলে সেড লাইট হয়,  প্রেশার রেঞ্জ ২-৩ এর মধ্যে হয়।

৩. কম্পেক্টর  এর প্যাডার প্রেশার বেশি হলে হলে সেড লাইট হয় এক্ষত্রে স্টিম বাড়িয়ে দিতে হয় ।

৪. ট্রাম্বেল করলে কাপড় ডিপ হয়ে যায়।

৫. নীট ডাইং মেশিন এর কাপড় রান টাইম বাড়ালে কাপড় ডার্কার হয়।  আর রান টাইম কমালে কাপড় লাইট হয়।

৬. কাপড় এর সেড লাইট করতে হলে ডাই লিকারে পানি দিয়ে দিন সেড লাইট হয়ে যাবে।

৭. কন্টিনিউয়াস ওয়াস মেশিনে রানিং স্পিড বাড়ালে সেড ডার্কার হয় কালার কম কাটে। আর স্পিড বেশি হলে সেড লাইট হয়ে যাবে।

৮. জিগার মেশিনে রান কমালে সেড লাইট হয় আর রান বাড়েলে সেড ডার্কার হবে।

৯. ক্লোল্ড প্যাড ব্যাচ বা কন্টিনিউয়াস ডাইং মেশিনে প্যাডার প্রেশার বা পিক আপ % কমালে সেড ডার্ক আর পিক আপ % বাড়ালে সেড ডার্কার হয়।

১০. কিউরিং মেশিনে স্টিম ছাড়া কাপড় চালালে কাপড়ে ইয়োলো আপ হয় আর স্টিম দিয়ে চালালে কাপড়ে রেড আপ হয়।

১১. কম্পেক্টর এর সেড এর টোন চেইঞ্জ করার নিয়ম :
A. সেড রেডিশ করতে টেম্পারেচার বাড়াতে হবে স্টিম কমাতে হবে।
B.  সেড ইয়োলিশ করতে টেম্পারেচার বাড়াতে হবে রবং বিনা স্টিমে কাপড় চালাতে হবে ।
C. সেড ব্লুয়িশ  করতে টেম্পারেচার কমাতে হবে স্টিম বাড়াতে  হবে।

কোন মন্তব্য নেই: