Shrinkage Test এর কিছু বিষয় :
১. ওভেন কাপড় এর স্রিংকেজ এর টলারেন্স +/- ৪ % (Warp & Weft)
২. ওভেন কাপড় এর স্রিংকেজ টলারেন্স +/- ৫ % (Warp & Weft)
৩. স্রিংকেজ টেস্ট এর জন্য দেয়া হয় প্রায় এক মিটার স্যাম্পল।
৪. স্রিংকেজ টেস্ট এর কাপড় টেনে ছিড়া যাবে না কাপড় সিজার দিয়ে কাটে দিতে হবে।
৬. ফিনিশিং স্টেজে কাপড় এর স্রিংকেজ টেস্ট করা হয়।
৭. নীট কাপড় স্টেনটার এর পর এবং কম্পেক্টিং এর পর স্রিংকেজ টেস্ট করা হয়।
৮. স্টেনটারে ফিনিশিং করা কাপড় এর স্রিংকেজ কম্পেক্ট করা কাপড় এর তুলনায় বেশি।
৯. লায়ক্রা কাপড় এর স্রিংকেজ ১০০% কটন এর তুলানায় বেশি।
১০. লায়ক্রা কাপড় এর এক্সেপ্টটেবল রেঞ্জ হলো
নীট +/- ৭%
ওভেন -/+ ৮%
ওভেন -/+ ৮%
১১. ট্রাম্বেল এর পর ও স্রিংকেজ মাপা হয়।
১২. স্রিংকেজ মাপার সময় কাপড় গরম আবস্থায় মাপা যায় না, মাপার আগে কাপড় কে ঠান্ডা এবং রিলাক্সে রাখতে হয় ১-২ ঘন্টা।
১৩. স্রিংকেজ মাপার সময় কাপড় এর ডায়া আর জি এস এম ও মাপা হয়।
১৪. স্রিংকেজ স্যাম্পল দেয়ার সময় ওভেন কাপড় এর স্যাম্পল কে সাইড সেলাই করে দিতে হয় আর নীট কাপড় কে চার পাশ সেলাই করে ব্লাংকেট বানিয়ে দেয়া হয়।
১৫. গার্মেন্টস কাটিং এর সময় একটি সহজে স্রিংকেজ টেস্ট করা যায়, করার নিয়ম হলো ছোট সাইজ এর ব্লাংকেট বানানোর পর তার উপর আয়রন স্টিম দিয়ে ভালো করে স্টিমিং করা হয় এটে কাপড় স্রিনক করলে বোঝা যায়।
১৬. কাপড় ওয়াসের পর তার স্রিংকেজ টেস্ট করা হয়, % মাপার জন্য স্কেল আছে। রেজাল্ট - হলে স্রিংকেজ আর রেজাল্ট + হলে তাকে এক্সটেনশন বলে।
১৭. কাপড় কে যতো স্ট্রেস করবেন স্রিংকেজ ততো কমবে।
১৮. স্রিংকেজ + হলে তাকে বলা হয় স্ট্রেস।
স্রিংকেজ কন্ট্রোল করার জন্য কিছু পরামর্শঃ-
১. স্রিংকেজ কন্ট্রোল এর জন্য ফেব্রিক এর কনস্ট্রাকশন সঠিক হওয়া প্রধান তম শর্ত।
২.ফেব্রিক ইন্সপেকশন এর সময় এক্সসেসিভ টেনশন কমাতে হবে।
৩. হাইড্রো এক্সট্রাক্ট করার পর ওয়াটার এর পরিমান ৬৫% এর নিচে থাকতে হবে।
৪. সঠিক সফেনার ব্যাবহার করতে হবে প্যাডিং এর সময়।
৫. স্প্রেডিং এবং প্যাডিং এর সময় আনুমানিক ৩০% ময়েসচার থাকতে হবে।
৬. মার্সারাইজিং এবং কম্পেক্টিং করে ১% কমানো সম্ভব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন