টেক্সটাইল এর কাজের কিছু ফাক ফোকোর - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইলীয় চুরি

১. ওভেন কাপড় এর ওয়ার্প এর EPI -Ends এবং ওয়েফট এর PPI - Picks এর সুতা চুরির করার একটি প্রবনতা ওভেন কাপড় সাপ্লাইয়াদের বা ম্যানুফেকচারার দের মাঝে আছে। যেমন কাপড় এর কন্সট্রাকশন এর EPI 133 হলে একে 130 দিলেও যে ডাইং করবে সে বুঝতে পারবে না।
যেমন  133X72/40X40 Popline এর পারিবর্তে যদি 128X68/40X40 দিয়ে করেন তার পরো সমস্যা হবে না।
কিন্ত কাপড় যদি সানফোরাইজ করেন এর স্রিংকেজ অনেক হাই হয়ে যাবে।

২. প্রসেস চুরিঃ
হোয়াইট কাপড় মার্সারাইজেশন না করে ব্লিচিং এর পর হোয়াইট করা হয় এতে কাপড় এর সমস্যা হয় না,  কিন্তু বায়ার বা পার্টির বা সাব কন্ট্রাক্টরদের কাছ থেকে এর টাকা হিসেব করেই কস্টিং করা হয়।

৩. অফ হোয়াইটঃ
অনেক সময় বায়ার কিছু পেন্টোন নাম্বার দেয় যা কিছুটা অফ হোয়াইট এর মতোই।  এটি RFD কাপড় থেকেই করা যায় বিনা ব্রাইটেনারে।  এক্ষত্রে বায়ারকে ভুল বুঝিয়ে কাপড় ডেলিভারি দিয়ে ডাইং এর কস্টিং নেয়া হয়।  কাপড় এর প্রিট্রিটমেন্ট  চার্জ ৮ টাকা ডাইং চার্জ ৩৫ টাকা পার মিটার। পিকে কিছু সুতা কম দিলে ও তা ধরার উপায় না।  সুতা ফাকি দিলে অনেক টাকা সেইভ হয় কোম্পানির







৪. সানফোরাইজিং ফাকি :
ওভেন কাপড় স্টেন্টারে ফিনিশিং এর সময় এর ডায়া বা Width কমিয়ে চালালে কাপড় এর স্রিংকেজ ফেইল করে না আর কাপড় সানফোরাইজ করা লাগে না। যেমন বায়ার ৫৮" চাইলে কাপড় ৫৭.৫" হলে হয়।
এক্ষত্রে বায়ারদের দের কাছ থেকে কম্পেক্টিং এর চার্জ নেয়া হয় সানফোরাইজ না করেই।

৫. খারাপ ডাইজ /ক্যামিকেলঃ
লোকাল পার্টির কাপড় এর জন্য বিশেষ করে ডার্ক কালার হলে,  কম দামি ডাইজ ক্যামিকেল গুলি দেয়া হয়।  এগুলির দাম কম কিন্ত কস্টিং এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এর মতো ধরা হয় ।

৬. কার্ডিং সুতা - কম্বিং সুতা :
কিছু কিছু ক্ষত্রে বায়ার কে কার্ডেড সুতা কে কম্বড সুতা লিখে চালিয়ে দেয়া হয়।  ভালো ক্যামিকেল দিয়ে ফিনিশিং বা ভালো করে এনজাইম করলে কেও বুঝতে পারবে না সুতা কি কার্ডেড না কম্বড।  কম্বড সুতার দাম কার্ডেড সুতার তুলনায় বেশি। এক্ষত্রে অনেক টাকা সেভ করে কোম্পানি কম্বড এর যায়গায় কার্ডেড সুতা দিয়ে।

৭. GSM ফাঁকি
বায়ার এর ফিনিশ  GSM এর টলারেন্স থাকে বায়ার যা GSM চায় তার চেয়ে +/- ৫% বেশি বা কম ,  কিন্তু  টেক্সটাইল এর অভিজ্ঞতা থেকে দেখা যায় GSM বেশি তো হয় না বরং - ১০% পর্যন্ত ডেলিভারি দেয়া হয়। ওজন কম মানে সুতা কম আর সুতা কম মানে প্রফিট বেশি।


৮. প্রসেস লস :
বায়ার দের কাছে কাপড় এর প্রসেস লস বেশি দেখানো,  সাধারনত লায়ক্রা তে ৮% ,  ১০০% সলিড কাপড় এর জন্য ৫% হলে হয় কিন্তু সলিড ৩% লায়ক্রা ৫% ধরলে ও হয়। বায়ার অর্ডার কোয়ানটিটির বেশি নেয় না, প্রসেস লস এর শর্ট কোয়ানটিটি গুলি ফেক্টরিতে পড়ে থাকে। এটি ইচ্ছে করেই করা হয় লেফট ওভার বা ঝুট বাড়ানোর জন্য।

নোটঃ 
এতে অবাক হওয়ার কিছু নাই,  প্রডাকশন এর লোক দের জন্য এই গুলি করা যায়েজ,  আর যদি নাযায়েজ খুঁজতে যান তবে চাকুরী করা যাবে না।




টেক্সটাইল এর কাজের কিছু ফাক ফোকোর

টেক্সটাইলীয় চুরি

১. ওভেন কাপড় এর ওয়ার্প এর EPI -Ends এবং ওয়েফট এর PPI - Picks এর সুতা চুরির করার একটি প্রবনতা ওভেন কাপড় সাপ্লাইয়াদের বা ম্যানুফেকচারার দের মাঝে আছে। যেমন কাপড় এর কন্সট্রাকশন এর EPI 133 হলে একে 130 দিলেও যে ডাইং করবে সে বুঝতে পারবে না।
যেমন  133X72/40X40 Popline এর পারিবর্তে যদি 128X68/40X40 দিয়ে করেন তার পরো সমস্যা হবে না।
কিন্ত কাপড় যদি সানফোরাইজ করেন এর স্রিংকেজ অনেক হাই হয়ে যাবে।

২. প্রসেস চুরিঃ
হোয়াইট কাপড় মার্সারাইজেশন না করে ব্লিচিং এর পর হোয়াইট করা হয় এতে কাপড় এর সমস্যা হয় না,  কিন্তু বায়ার বা পার্টির বা সাব কন্ট্রাক্টরদের কাছ থেকে এর টাকা হিসেব করেই কস্টিং করা হয়।

৩. অফ হোয়াইটঃ
অনেক সময় বায়ার কিছু পেন্টোন নাম্বার দেয় যা কিছুটা অফ হোয়াইট এর মতোই।  এটি RFD কাপড় থেকেই করা যায় বিনা ব্রাইটেনারে।  এক্ষত্রে বায়ারকে ভুল বুঝিয়ে কাপড় ডেলিভারি দিয়ে ডাইং এর কস্টিং নেয়া হয়।  কাপড় এর প্রিট্রিটমেন্ট  চার্জ ৮ টাকা ডাইং চার্জ ৩৫ টাকা পার মিটার। পিকে কিছু সুতা কম দিলে ও তা ধরার উপায় না।  সুতা ফাকি দিলে অনেক টাকা সেইভ হয় কোম্পানির







৪. সানফোরাইজিং ফাকি :
ওভেন কাপড় স্টেন্টারে ফিনিশিং এর সময় এর ডায়া বা Width কমিয়ে চালালে কাপড় এর স্রিংকেজ ফেইল করে না আর কাপড় সানফোরাইজ করা লাগে না। যেমন বায়ার ৫৮" চাইলে কাপড় ৫৭.৫" হলে হয়।
এক্ষত্রে বায়ারদের দের কাছ থেকে কম্পেক্টিং এর চার্জ নেয়া হয় সানফোরাইজ না করেই।

৫. খারাপ ডাইজ /ক্যামিকেলঃ
লোকাল পার্টির কাপড় এর জন্য বিশেষ করে ডার্ক কালার হলে,  কম দামি ডাইজ ক্যামিকেল গুলি দেয়া হয়।  এগুলির দাম কম কিন্ত কস্টিং এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এর মতো ধরা হয় ।

৬. কার্ডিং সুতা - কম্বিং সুতা :
কিছু কিছু ক্ষত্রে বায়ার কে কার্ডেড সুতা কে কম্বড সুতা লিখে চালিয়ে দেয়া হয়।  ভালো ক্যামিকেল দিয়ে ফিনিশিং বা ভালো করে এনজাইম করলে কেও বুঝতে পারবে না সুতা কি কার্ডেড না কম্বড।  কম্বড সুতার দাম কার্ডেড সুতার তুলনায় বেশি। এক্ষত্রে অনেক টাকা সেভ করে কোম্পানি কম্বড এর যায়গায় কার্ডেড সুতা দিয়ে।

৭. GSM ফাঁকি
বায়ার এর ফিনিশ  GSM এর টলারেন্স থাকে বায়ার যা GSM চায় তার চেয়ে +/- ৫% বেশি বা কম ,  কিন্তু  টেক্সটাইল এর অভিজ্ঞতা থেকে দেখা যায় GSM বেশি তো হয় না বরং - ১০% পর্যন্ত ডেলিভারি দেয়া হয়। ওজন কম মানে সুতা কম আর সুতা কম মানে প্রফিট বেশি।


৮. প্রসেস লস :
বায়ার দের কাছে কাপড় এর প্রসেস লস বেশি দেখানো,  সাধারনত লায়ক্রা তে ৮% ,  ১০০% সলিড কাপড় এর জন্য ৫% হলে হয় কিন্তু সলিড ৩% লায়ক্রা ৫% ধরলে ও হয়। বায়ার অর্ডার কোয়ানটিটির বেশি নেয় না, প্রসেস লস এর শর্ট কোয়ানটিটি গুলি ফেক্টরিতে পড়ে থাকে। এটি ইচ্ছে করেই করা হয় লেফট ওভার বা ঝুট বাড়ানোর জন্য।

নোটঃ 
এতে অবাক হওয়ার কিছু নাই,  প্রডাকশন এর লোক দের জন্য এই গুলি করা যায়েজ,  আর যদি নাযায়েজ খুঁজতে যান তবে চাকুরী করা যাবে না।




৪টি মন্তব্য:

namin বলেছেন...

১০০% সত্য

Unknown বলেছেন...

Jana silo na but jene vhalol laglo ��

Sheikh Jahangir Alam বলেছেন...

Branded buyer knows very well about these type of short fall. To replying your all the points it will take 30-40 pages. So difficult to reply. I have some difference idea about your points. How eve, thanks for your write up. Textile is totally unlimited technology and endless. If you have 3-4 hours ideal time, we can discuss about this technology. In general your right but classically it may change partially.

নামহীন বলেছেন...

This is a real picture of production division. But brother do you thought ever why they do this.