কেনো ফ্যাব্রিক GSM টলারেন্স +/-5% ধরা হয় ?
ফ্যাব্রিক জিএসএম (গ্রাম প্রতি বর্গ মিটার) হল পরিমাপের একটি একক যা প্রতি ইউনিট এলাকায় ফ্যাব্রিকের ওজন নির্ধারণ করতে ব্যবহৃত হয়, সাধারণত গ্রাম প্রতি বর্গ মিটার (g/m²) বা আউন্স প্রতি বর্গ গজ (oz/yd²) দ্বারা প্রকাশ করা হয়। এই মান নির্দেশ করে যে একটি ফ্যাব্রিক হালকা বা ভারী কিনা ।
উদাহরণস্বরূপ,
যদি একটি ফ্যাব্রিকের জিএসএম 100 gm (+/-5% টলারেন্স ধরলে ৫%- হলে জিএসএম হবে 95 gm ৫% + হলে 105 gm )
ধরা যাক অন্য আরেকটা ফেব্রিক আছে যার জিএসএম 400 gm ( জিএসএম এর এসেপ্টেন্স টলারেন্স +/-5% হলে ওই ফেব্রিকের জিএসএম আসবে 380 gm থেকে 420 gm এসেপ্ট হবে ), এটি স্পষ্ট যে দ্বিতীয় ফ্যাব্রিকটি প্রথমটির তুলনায় প্রায় চারগুণ ভারী । সে অনুযায়ী এর ৫% ধরা হবে।
অনেকগুলি কারণ আছে যা ফ্যাব্রিক জিএসএমকে সরাসরি প্রভাবিত করতে বা কম বেশী করতে পারে । যার জন্য আপনি কখনো এটা ডাইং ফিনিশিং এর পর ১০০% একুরেট রাখতে পারবেন না । ময়েসচার প্রসেস জনিত কারনে তার ভেতর কিছুটা পরিবর্তন আসতে পারে ।
আপনি গ্রে ফেব্রিক ১৪০ জিএসএম বানালে সেটা প্রিট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট এর পর ফিনিশিং এর পর একুরেট জিএসএম ১৪০ হবে এটা বলতে পারবেন না । এটা কিছু প্রসেসে ওয়েট লস করবে কিছু প্রসেসে গেইন করবে । এর জন্য একে একটা এক্সসেপ্টেড রেঞ্জের মধ্যে রাখা হয় যা সাধারণত +/- ৫% ধরা হয় ।
আসুন তেমন কিছু কারন দেখে নেয়া যাক যা ফেব্রিক জিএসএম কে প্রভাবিত করে :
1. ফ্যাব্রিক কন্সট্রাকশন , ইয়ার্ন টাইপ, ক্রিম্প % এবং ফেব্রিকের উইভ টাইপ এর কারনে জিএসএম কম বেশী হতে পারে ।
2. সেইম ফেব্রিক ফাইবারের টাইপের জন্য জিএসএম কম বেশী হতে পারে । উদাহরণ স্বরুপ ভিসকস ফাইবার এর ফেব্রিকের জিএসএম কটনের চেয়ে বেশি হবে, কটন ফাইবারের চেয়ে লিনেন বা টেনসেল ফেব্রিকের GSM বেশী হবে। স্কাওরিং এবং ব্লিচিংয়ের পর, ফাইবার এবং ফাইবারের কোয়ালিটির উপর ভিত্তি করে ইয়ার্ন কাউন্ট আরও সূক্ষ্ম হয় এবং কম জিএসএম দেয়।
3. সুতার প্রকার জিএসএম কম বেশী হবার কারন
যেমন রিং ইয়ার্ন সর্বদা ওপেন এন্ড OE -Rotor Yarn সুতার চেয়ে বেশি জিএসএম এর হয় , কারণ ওপেন এন্ড ওপেন যাকে রোটার সুতাও বলা হয়, এতে ইমপিউরিটি থাকে যা স্কাওয়ারিং এবং ব্লিচিংয়ের পর দূর হয়ে যায় যার জন্য রোটর ইয়ার্নের ফেব্রিকের জিএসএম কম হয়।
4. ডাইং টাইপ
সেইম কন্সট্রাকশনের ইয়ার্ন ডাইড ফেব্রিকের চেয়ে সলিড ডাইড ফেব্রিকের জিএসএম তুলনামূলক বেশী হয় । সলিড ডাইং এর ক্ষত্রে ডাইজ ক্যামিকেল পিক আপ বেশী হয়।
5. ফেব্রিকের শেডের ডেপথ
শেডের ডেপথ জিএসএম চেইঞ্জের কারন ( যেমন ফেব্রিকে ব্ল্যাক বা নেভি টাইপ ডার্ক শেড সবসময় লাইট শেডের চেয়ে বেশি জিএসএম দেয় । ডাইং ফ্যাব্রিকের জিএসএম সবসময় RFD/PFD বা অপটিক্যাল হোয়াইট (OBA) ফ্যাব্রিকের চেয়ে বেশি হয় । এটি মুলত কারন ফেব্রিকের ডাইজ পিক আপ ডাই এবজরভ করে ফেব্রিকের ওয়েট বেড়ে যায় যত ডিপ সেড তত বেশী ওয়েট।
6. ফেব্রিকের ফিনিশের টাইপ
ফিনিশিংয়ের টাইপ ফ্যাব্রিক জিএসএম-এর উপরও প্রভাব ফেলে । কিছু স্পেশাল ফিনিশিংয়ের জন্য 120 gpl -এর বেশি ক্যামিকেলের প্রয়োজন হয়, যা সাধারণ সফট ফিনিশের চেয়ে বেশি জিএসএম ফেব্রিককে দেয় । যেমন হার্ড ফিনিশের ক্ষেত্রে ওয়েট বেশী হবে সফট ফিনিশিংয়ে তুলনামূলক কম জিএসএম হয়।
7. ফ্যাব্রিক স্রিংকেজ :
যদি ফ্যাব্রিক স্রিংক হয় তবে জিএসএম কম হবে এবং ফ্যাব্রিক এক্সটেন্ড হয় তবে জিএসএম বেশী হয়।
8. ফ্যাব্রিক Width
যদি ফ্যাব্রিকের Width প্রয়োজনের চেয়ে বেশি হয়, তাহলে, তাহলে ওই ফেব্রিকের জিএসএম কমে যায় । ফ্যাব্রিকের Width কমে ফেলে ওই ফেব্রিক GSM বেড়ে যায় ।
উপরের উল্লেখিত নিয়ম গুলির কারনে কখনই GSM 100% মেইনটেইন করা যায় না। তাই এইগুলি বিবেচনা করে, ফ্যাব্রিক GSM +/-5% এর জন্য একটি ইন্টারন্যাশনাল টলারেন্স রয়েছে। কিছু বায়ার তাদের টলারেন্স রেঞ্জ +/-3% দিয়ে থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন