ফ্যাক্টরি কিংবা বায়িং হাউজে একজন মার্চেন্ডাইজারের কাজ কী?
অল্প কথায় কিছু ব্যাখ্যাঃ
বায়িং হাউসের কাজের পরিধি অনেক বড়। বায়িং হাউসের মার্চেন্ডাইজাররা বিদেশি বায়ারদের সঙ্গে যোগাযোগ করে পণ্য বিক্রির প্রস্তাব দেন এবং বায়ার রাজি হলে কোম্পানির প্রোডাক্টের স্যাম্পল দেখান। প্রোডাক্ট তৈরিতে কী কী উপকরণ ব্যবহার করা হবে এবং এর মান কতটুকু টেকসই হবে, প্রোডাক্টের সব গুণাগুণ তুলে ধরে এসব বিষয় নিয়ে কথা বলেন। পছন্দ হলে দামের বিষয়টি চূড়ান্ত করে চুক্তিপত্র করা হয়। বায়ারদের চাহিদা অনুযায়ী ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত পুরো কাজ দেখতে হয় মার্চেন্ডাইজারদের। ফ্যাক্টরির মার্চেন্ডাইজাররা বায়িং হাউসের মাধ্যমে পাওয়া কাজ নির্ধারিত সময়ের মধ্যে তৈরি ও পণ্যের মানের বিষয়টি দেখভাল করেন। বায়িং হাউসের মার্চেন্ডাইজারদের কাছে পণ্য বুঝিয়ে দেওয়া পর্যন্ত তাদের কাজ।
তবে,অনেক ফ্যাক্টরিতেই মার্চেন্ডাইজার অর্ডার আনা থেকে শুরু করে অর্ডার বায়ারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো দায়িত্ব পালন করে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন