মার্চেন্ডাইজিং এ দুই ধরণের বস একাউন্ট ম্যানেজার/মার্চেন্ডাইজিং ম্যানেজার | Merchandiser - Textile Lab | Textile Learning Blog
মার্চেন্ডাইজিং এ দুই ধরণের বস/একাউন্ট ম্যানেজার/মার্চেন্ডাইজিং ম্যানেজার দেখা যায়

ধরেন, আপনি এমন একটা ভুল করেছেন,যেটা ম্যানেজবল!

১- আপনার ভুলের জন্যে আপনাকে বকা দিবে,এবং টপ ম্যানেজমেন্টের সামনে আপনাকে হাইলাইট করবে।খুব বাজে ভাবেই হাইলাইট করবে।জবও চলে যেতে পারে!!এরকম বসেরা ম্যানেজমেন্টকে তেল দিয়ে নিজের চাকড়ি টিকিয়ে রাখে আপনাকে কি আর শেল্টার দিবে!এরা খুব কম কাজ বুঝে,এবং আপনার ১০০% নিবে ঠিকই।

নিয়ে তার ক্রেডিটে দেখিয়ে বাৎসরিক ইনক্রিমেন্ট ঠিকই তারটা বাড়িয়ে নিবে।সাবধান,এরকম বস হতে।লাইফ হেল হয়ে যাবে!!অন্য জায়গায় জব খুজতেঁ থাকুন!বেতন ৫ হাজার কম হলেও ক্ষতি নেই।মানসিক শান্তি পাবেন।

২- আপনার ভুলের জন্যে আপনাকে বকা দিবে।কিন্তু টপ ম্যানেজমেন্টের কাছে হাইলাইট করবে না।ফিনান্স জিএম/এমডি কিছু বললে,বেশ ভালোভাবেই হ্যান্ডেল করবে!এনারা কাজ বুঝে।ভদ্রলোক।এদের আন্ডারে কাজ যেমন শিখা যায়,তেমনি নিজের জব লাইফ এনজয় করা যায়।৮ ঘন্টার জায়গায় এনাদের আন্ডারে ১২ ঘন্টা কাজ করলেও, ক্লান্তি আসে না।

মার্চেন্ডাইজিং এ দুই ধরণের বস একাউন্ট ম্যানেজার/মার্চেন্ডাইজিং ম্যানেজার | Merchandiser

মার্চেন্ডাইজিং এ দুই ধরণের বস/একাউন্ট ম্যানেজার/মার্চেন্ডাইজিং ম্যানেজার দেখা যায়

ধরেন, আপনি এমন একটা ভুল করেছেন,যেটা ম্যানেজবল!

১- আপনার ভুলের জন্যে আপনাকে বকা দিবে,এবং টপ ম্যানেজমেন্টের সামনে আপনাকে হাইলাইট করবে।খুব বাজে ভাবেই হাইলাইট করবে।জবও চলে যেতে পারে!!এরকম বসেরা ম্যানেজমেন্টকে তেল দিয়ে নিজের চাকড়ি টিকিয়ে রাখে আপনাকে কি আর শেল্টার দিবে!এরা খুব কম কাজ বুঝে,এবং আপনার ১০০% নিবে ঠিকই।

নিয়ে তার ক্রেডিটে দেখিয়ে বাৎসরিক ইনক্রিমেন্ট ঠিকই তারটা বাড়িয়ে নিবে।সাবধান,এরকম বস হতে।লাইফ হেল হয়ে যাবে!!অন্য জায়গায় জব খুজতেঁ থাকুন!বেতন ৫ হাজার কম হলেও ক্ষতি নেই।মানসিক শান্তি পাবেন।

২- আপনার ভুলের জন্যে আপনাকে বকা দিবে।কিন্তু টপ ম্যানেজমেন্টের কাছে হাইলাইট করবে না।ফিনান্স জিএম/এমডি কিছু বললে,বেশ ভালোভাবেই হ্যান্ডেল করবে!এনারা কাজ বুঝে।ভদ্রলোক।এদের আন্ডারে কাজ যেমন শিখা যায়,তেমনি নিজের জব লাইফ এনজয় করা যায়।৮ ঘন্টার জায়গায় এনাদের আন্ডারে ১২ ঘন্টা কাজ করলেও, ক্লান্তি আসে না।

কোন মন্তব্য নেই: