এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড। ওই একই বছর বাণিজ্যিক উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি। অল্প সময়ের মধ্যে দেশের নামকরা বস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে পরিণত হয় তারা যাত্রা শুরু হয় এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের।
এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুন-উর-রশিদ। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি তিনি। বাংলাদেশের শিল্প-বাণিজ্য প্রসারে তার বেশ ভূমিকা রয়েছে। দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। তার মেধা ও নিরলস শ্রমের ফসল এই গ্রুপটি। তার বাবা মরহুম মো. ইমান আলীও একজন প্রথিতযশা ব্যবসায়ী ছিলেন। বাবার কারণেই ছোটবেলা থেকে ব্যবসার প্রতি আলাদা ঝোঁক তৈরি হয় মো. হারুন-উর-রশীদের। শিক্ষাজীবন শেষ করে তাই পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেন তিনি। প্রাথমিক পর্যায়ে পাইকারি কাপড়ের ব্যবসা শুরু করেন। বর্তমানে এশিয়ান গ্রুপের পাশাপাশি ‘এশিয়ান টিভি’ ও এফএম বেতার কেন্দ্র ‘এশিয়ান রেডিও’র চেয়ারম্যানও তিনি।
শুরুটা ভীষণ চ্যালেঞ্জের হলেও কর্মদক্ষতা, অধ্যবসায় আর অক্লান্ত পরিশ্রমের কারণে স্বল্প সময়ের মধ্যে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে এই গ্রুপটি এবং গুণগত মান ও স্বকীয়তার ওপর ভর করে টিকে আছে। দেশ ও অর্থনীতির কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
শুধু নিজের গ্রুপের দেখভালই নয়, প্রতিষ্ঠাতার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞা দেশীয় শিল্প-বাণিজ্যের পরিসরে যুক্ত করেছে একটি নতুন মাত্রা। বাংলাদেশের টেক্সটাইল শিল্পের সফল উদ্যোক্তা তিনি। তার সময়োপযোগী উদ্যোগ বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
কাজের স্বীকৃতিস্বরূপ হারুন-উর-রশিদ ১৯৯৮ সাল থেকে ধারাবাহিকভাবে সিআইপি কার্ড পেয়ে আসছেন। তিনি এফবিসিসিআই’র পরিচালনা পর্ষদে ছিলেন বেশ কয়েকবার। এক মেয়াদে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। এছাড়া তিনি দেশে ও বিদেশে অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অন্যতম প্রতিষ্ঠান এশিয়ান টেক্সটাইলস। আন্তর্জাতিক মানের বস্ত্র উৎপাদনের জন্য এশিয়ান টেক্সটাইল মিলস ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০১, ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১২ ও ২০১৩ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাণিজ্য মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে।
শুধু মুনাফা বৃদ্ধিই এই গ্রুপের লক্ষ্য নয়। বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই গ্রুপের কর্তৃপক্ষ। বিশেষ করে প্রতিষ্ঠাতার ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসা, মসজিদ, স্কুলসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি তিনি দেশের যেকোনো দুর্দিনে অসহায়ের পাশে থাকেন। উল্লেখ্য ১৯৮৭, ১৯৮৮ ও ১৯৯৮ সালের বন্যার সময় বন্যাদুর্গতদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন এবং এ সময় লঙ্গরখানা খুলেছিলেন।
সিস্টার কনসার্নঃ
এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড
এশিয়ান ফ্যাব্রিকস মিলস লিমিটেড
এশিয়ান স্পেশালাইজড টেক্সটাইল মিলস লিমিটেড
এশিয়ান টেলিকাস্ট লিমিটেড (এশিয়ান টিভি)
এশিয়ান রেডিও লিমিটেড
ফাদার টেক্সটাইল মিলস লিমিটেড
এশিয়ান কটন স্পিনিং মিলস লিমিটেড
শিয়ান ইয়ার্ন ডায়িং মিলস
ফাদার টেক্সটাইল মিলস লিমিটেড
স এশিয়ান ডায়িং অ্যান্ড প্রিন্টিং মিলস
এশিয়ান হাউজিং লিমিটেড
উল্লিখিত সিসটার কনসার্নের মধ্যে এশিয়ান টেক্সটাইল মিলস ও এশিয়ান ফেব্রিকস মিলসের নিজস্ব ডায়িং, প্রিন্টিং ও ফিনিশিং ইউনিট রয়েছে। এশিয়ান স্পেশালাইজড টেক্সটাইল মিলসের স্পিনিং ইউনিটে প্রায় ৫৩ হাজার স্পিনডেলস রয়েছে। একই প্রতিষ্ঠানের উইভিং ইউনিটে প্রায় ৪০০ প্রজেক্টাইল লুম রয়েছে। এশিয়ান ইয়ার্ন ডায়িং প্রতি মাসে প্রায় এক দশমিক ৬০ মিলিয়ন কেজি সুতা উৎপাদন করে।
দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের সমন্বয়ে গঠন করা হয়েছে এশিয়ান গ্রুপের জনশক্তি। এখানকার সব অঙ্গপ্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কর্মস্থলে দুর্ঘটনা এড়াতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয়। কর্মীবান্ধব হিসেবে সুনাম রয়েছে এই গ্রুপের। সব উৎসব-পার্বণে ভাতা দেয় গ্রুপটির সব প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ সব সময় কর্মীদের প্রাপ্য বুঝিয়ে দিতে তৎপর, বেতনভাতা প্রদানে কখনও বিলম্ব হয় না। কর্মীদের দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সম-অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এখানে আরামপ্রদ ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা হয়েছে। এজন্য কর্মপরিবেশ নিয়ে কর্মীরা সন্তুষ্ট। একই সঙ্গে পরিবেশবান্ধব গ্রুপ হিসেবেও সুনাম রয়েছে এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের।
‘বাংলাদেশের সম্ভাবনাময় খাত ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এ শিল্পের অগ্রগতিতে আমাদের আরও বেশি বিনিয়োগ করতে হবে। সুষ্ঠু বিনিয়োগের জন্য সরকারের পাশাপাশি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। ব্যাংকগুলোকে প্রতিবেশী দেশগুলোর তুলনায় সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। রফতানির বেলায় সরকারকে আরও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে’
Asian Textile Mills ltd.
Asian Textile Mills Unit-2 ltd.
Asian Specialised Textile Mills ltd.
Asian Telecast ltd. (Asian TV)
Asian Radio ltd.
H.R. International
Saj Trading Corporation
Asian Hi-Tech Industries ltd.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন