ক্ষুদ্র গার্মেন্টস ফ্যাক্টরী স্থাপন, এক্সপোর্ট ও বিদেশী বায়ার ডেভেলপের করার উপায় ও প্রশিক্ষণ
এলসি-ব্যাংকিং-শিপমেন্ট -ইমপোর্ট-এক্সপোর্ট ও প্রোডাকশন ম্যানেজমেন্ট সহ বাংলাদেশের গার্মেন্টস এবং বায়িং হাউস একটি বিশাল ব্যবসায়িক খাত। ১৯৮০ সাল থেকে মানুষের নেগেটিভ দৃষ্টি ভঙ্গি থাকা সত্যেও প্রত্যেক বছর গার্মেন্টস সেক্টরের উন্নতি অবিশাস্য রকমের। ২০১৯ সালেই বাংলাদেশ থেকে প্রথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে প্রায় $37.42 বিলিওন ডলার যা টাকার মূল্য দাঁড়ায় ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকার উপরে। ফলে বাংলাদেশে ১৫ হাজারের বেশি ছোট -বড় গার্মেন্টস ফ্যাক্টরী গড়ে উঠেছে।বর্তমানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া,মালয়েশিয়া, দুবাই,সৌদি আরব, মিসর,পাকিস্তান,আফ্রিকা সহ পৃথিবীর ১৯০ দেশে প্রতিদিন ৯০০ কোটি টাকার বেশি গার্মেন্টস রপ্তানি করছে । অধিকন্তু দেশে রয়েছে তৈরী পোশাকের বিশাল বাজার।
গার্মেন্টস সেক্টরে বিশাল আয়ের সুযোগ থাকা সত্যেও,বেশির ভাগ উদ্যোক্তা এর সম্ভাবনা সম্পর্কে জানতে পারছে না।যার মূলকারন,এ সেক্টরে ব্যবসা শুরু করতে কত টাকা বিনিয়োগ করতে হয় ,কি কি কাঁচামাল,কিভাবে পরিচালনা করতে হয় এবং অনেক গুরুত্ব পূর্ণ বিষয় আশয়।এই ট্রেনিং টি যারা “ক্ষুদ্র বিনিয়োগে গার্মেন্টস ফ্যাক্টরী স্থাপন ও বায়িং হাউস এর মাধ্যমে রপ্তানি করে সফল হতে হতে চান । সঠিক অভিজ্ঞতা ও আইডিয়া নিয়ে দেশের যেকোন উদ্যোক্তা এ ব্যবসা শুরু করে নিশ্চিত সফল হতে পারবেন।
এই প্রশ্ন গুলি সমাধান করলে যে যে সুবিধা পাবেনঃ
১.একটি ক্ষুদ্র গার্মেন্টস ফ্যাক্টরী করার যাবতীয় পক্রিয়া
২.গার্মেন্টস আইটেম প্রোডাকশন কস্ট হিসাব
৩.প্রতিদিনের প্রোডাকশনের হিসাব এবং দৈনিক টার্গেট
৪.কাপড়ের খরচ,CM,EXW,FOB কস্টিং এবং প্রাইস
৫.বিদেশের বাজারে ও দেশের ভেতরে পণ্য বিক্রয়ের মার্কেটিং
এই প্রশ্ন গুলি সমাধান করলে করলে যা শিখতে পারবেনঃ
* নিজে নিজেই ক্ষুদ্র গার্মেন্টস পরিচালনা ও এক্সপোর্ট করার যোগ্যতা হবে
* ক্ষুদ্র-মাঝারি ও নতুন উদ্যোক্তারা দ্রুত সময়ে বায়ার ডেভেলপ করতে পারবেন
* নিজেস্ব অথবা অন্যের উৎপাদিত পণ্যের কমিশনের এক্সপোর্ট করা
* একই ট্রেনিংয়ের মাধ্যমে গার্মেন্টস,ওভেন, নীট, ডেনিম, টি -শার্ট রপ্তানী করতে পারবেন
* জানতে পারবেন -ক্ষুদ্র ও বেশি পরিমান পণ্য যেকোন দেশে
* এক্সপোর্ট ব্যাবসার জন্য যেকোন L /C হ্যান্ডলিং করার দক্ষতা ও অভিজ্ঞতা
* দৈনিক,সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে প্রোডাকশন ও মার্কেটিং প্ল্যান
* একটি ফ্যাক্টরী অপারেট করার ম্যানেজমেন্ট দক্ষতা ও সক্ষমতা
* এক্সপোর্ট করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রদত্ত সুযোগ ও সুবিধা
* দ্রুত সময়ে বায়ার ডেভেলপ করার আধুনিক যোগ্যতা
✅ গার্মেন্টস বায়িং হাউস ব্যবসা
* বায়িং হাউস কি ও এর ম্যানেজমেন্ট ও কার্য পরিধি
* বায়িং হাউস ব্যবসার সুযোগ ও সম্ভাবনা
* ক্ষুদ্র বিনিয়োগে গার্মেন্টস ব্যবসা শুরু ও পরিকল্পনা
* বিনিয়োগ পরিকল্পনা ও কোথায় কত খরচ হবে
* ভাষা ভিত্তিক- সার্চের মাধ্যমে বিভিন্ন দেশের বায়ার খোঁজা
* দেশ ভিত্তিক (Country Wise) এক্সপোর্ট মার্কেট নির্বাচন
*** কমপ্লায়েন্স-ভিত্তিক-বায়ার:
* আমেরিকা,কানাডা,মেক্সিকো,ব্রাজিল ভিত্তিক বায়ার সার্চ স্ট্রাটেজি
* ইউরোপ ভিত্তিক বায়ার সার্চ -UK,France,Germany,ডেনমার্ক
* নন ক্যাটাগরি -Australia,Japan,Korea,Italy,Spain,Hungry etc
*** নন-কমপ্লায়েন্স-ভিত্তিক-বায়ার:
* Medium Quality -ফিলিপাইন,মালয়েশিয়া,আরব,থাইল্যান্ড,চায়না ইত্যাদি
* Normal Quality- ইন্ডিয়া,নেপাল,পাকিস্থান,নাইজেরিয়া, ইত্যাদি
* পন্য ভিত্তিক (Products Wise) এক্সপোর্ট মার্কেট প্ল্যান
* বাংলাদেশে থেকে গার্মেন্টস যে পণ্য রপ্তানি হয় তার HS কোড
* বাংলাদেশ থেকে টপ এক্সপোর্ট আইটেমের পণ্যের তালিকা
* গার্মেন্টস ট্যাক্স ইন্সেন্টিভ পণ্যের লিস্ট ও সুবিধা
* কমপ্লিট গার্মেন্টস ও বায়িং হাউস অপারেশন প্ল্যান
✅ ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে গার্মেন্টস ফ্যাক্টরীর মাধ্যমে পর্যাপ্ত আয়ের সুযোগ হওয়া সত্যেও বেশির ভাগ উদ্যোক্তাদের ধারণা নেই কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরী স্থাপন করে সফল উদ্যোক্তা হওয়া যায়।বাংলাদেশের শত শত ক্ষুদ্র গার্মেন্টস ফ্যাক্টরি পণ্য উৎপাদ করে তা ইন্ডিয়া, দুবাই,নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া পণ্য রপ্তানি করছে ।
* ক্ষুদ্র আকারে (small Scale)গার্মেন্টস ফ্যাক্টরী পরিকল্পনা
* কত টাকা বিনিয়োগে ব্যবসা শুরু করতে হয়
* ব্যবসার লোকেশন নির্বাচন
* কাঁচামালের সোর্স
* প্রয়োজনীয় শ্রমিক ও দক্ষ লোক
* প্রয়োজনীয় মেশিন ও মিনিমাম বিনিয়োগ
* দৈনিক প্রোডাক্টন টার্গেট ও বিক্রয়
* দৈনিক ও মাসিক প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটাল
* দৈনিক,মাসিক প্রফিট
* প্রয়োজনীয় সরকারী ডকুমেন্ট
* লোকাল অর্ডার থেকে প্রোডাকশন
* বিদেশী অর্ডার এবং প্রোডাক্টন টার্গেট
✅ গার্মেন্টস মার্চেন্ডাইজিং
* গার্মেন্টস মার্চেন্ডাইজারদের ফ্যাক্টরী ও বায়িং হাউসে কাজের পরিধি
* প্রোডাকশন ম্যানেজমেন্ট ও এক্সপোর্ট অর্ডার
* অর্ডার কনফামের জন্য বিভিন্ন টাইপের স্যাম্পল তৈরী
* ফাইবার কি এবং টেক্সটাইল ফাইবারের প্রকারভেদ
* ন্যাচারাল ফাইবার ও ম্যান মেড ফাইবার
* ইয়ার্ন ফ্যাক্টরীতে ব্যাবহৃত মেশিনের লিস্ট
* ইয়ার্ন প্রোডাক্টশনে প্রয়োজনীয় মেশিনের লিস্ট
* কোম্ব ইয়ার্ন ও কার্ড ইয়ানের প্রসেস ফ্লো চার্ট
* নীট ফ্যাব্রিক্স কংসাম্পশনের মেথড এবং ফর্মুলা
* টেক্সটাইলে নীটিং ফ্যাব্রিক্স প্রোডাকশন পক্রিয়া
* উইভিং পক্রিয়া এবং গার্মেন্টস ফ্যাব্রিক্স তৈরী
* প্রিন্টিং মেথড এবং টেক্সটাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রিন্টিং
* স্কোয়ারিং (Scouring) কি ? এর প্রসেস ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার
* সিঙ্গেরিং (Singeing) পক্রিয়া ও ডায়িংয়ে বিভিন্ন ধরণের সিঙ্গেরিং পক্রিয়া
* গার্মেন্টস ওয়াশিং কি ?ওয়াশিং প্লান্টে পিগমেন্ট,স্টোন ওয়াশ ব্যবহার
* সুপার হোয়াইট ডেনিম ও এনজাইম ওয়াশিং -এদের টেকনিক ও এপ্লিকেশন
* টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এম্ব্রডারীর কাজ ও এ কাজের বিভিন্ন ধরণ
* সেলাই (sewing) কি ? গার্মেন্টসে ব্যবহৃত স্টিচ স্ট্যান্ডার্ড 3870:1991 & ISO
* লিড টাইম কি ?একটি অর্ডার বায়ারকে প্রদানের জন্য লিড টাইমের গুরুত্ব
* একটি গার্মেন্টস অর্ডার এক্সিকিউশনের জন্য টাইম ও অ্যাকশন ক্যালেন্ডার তৈরী
* ফ্যাব্রিক্স কংসাম্পশন এবং নীট ফ্যাব্রিক্স কংসাম্পশনের জন্য ক্যালকুলেশন
* গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত কমন ওয়ার্ড বা শব্দ
✅ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং(IE) ডিপার্টমেন্ট :
* লীন (Lean) ম্যানুফ্যাচারিং কি ? এর প্রিন্সিপাল,মেথড ও কৌশল
* আধুনিক গার্মেন্টস প্রোডাকশনে লীন মেথড কেন গুরুত্বপূর্ণ
* টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ফুল ওয়ার্কিং প্রসেস
* গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক-স্টাডির প্রসেস ফ্লো-চার্ট ও অবশ্যকীয়তা
* অপারেশন ব্রেক ডাউন কি ? গার্মেন্টস প্রোডাক্টের জন্য কিভাবে তা করা হয়
* একটি পলো টি -শার্ট তৈরী করতে বিভিন্ন মেশিন,স্টিচ ও সিমের ব্যবহার
* টাইম ও মেথড স্টাডি কিভাবে অপ্টিমাইজ প্রোডাকশন বৃদ্ধি করে
* টি শার্ট(T-shirt) প্রোডাক্শনের প্রসেস ফ্লো চার্ট ও পক্রিয়া
* গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেসিক টি শার্ট তৈরিতে প্রসেস সিকিয়েন্স
* কেস: ১ Operation Break-Down পলো টি শার্ট ও এসএভি(SMV)প্রোডাকশন টার্গেট
* কেস: ২ Operation Break-Downবেসিক টি শার্ট ও এসএমভি(SMV)প্রোডাকশন টার্গেট
* কেস: ৩ অপারেশন বুলেটিন পলো টি শার্ট (T-shirt),মেশিন লে-আউট প্ল্যান
* কেস: ৪ অপারেশন বুলেটিন বেসিক টি শার্ট (T-shirt),মেশিন লে-আউট প্ল্যান
কোয়ালিটি কন্ট্রোল :
* ফ্যাব্রিক্স ইন্সপেকশন কি ? ফোর (৪) পয়েন্ট ফ্যাব্রিক্স ইন্সপেকশন সিস্টেম
* গার্মেন্টস ডিফেক্ট(Defect) কি ? গার্মেন্টস কোয়ালিটি ক্লাসিফিকেশন
✅ নীট গার্মেন্টস প্রোডাকশন ও প্ল্যানিং :
* গার্মেন্টস অর্ডার শিট এবং প্রোডাক্টন প্ল্যানিং
* গার্মেন্টস প্রোডাক্টনে যে বিষয় প্রভাব ফেলে
* টাইম ও অ্যাকশন প্লানিং ও তৈরীর নিয়ম
* গ্যান্ট চার্ট এবং কিভাবে এ চার্ট তৈরী করতে হয়
* কিভাবে সুতা (ইয়ার্ন ) সংগ্রহ করতে হয়
* রং ও কেমিক্যাল এর প্রকিউরমেন্ট প্ল্যান
* ল্যাপি ডিপ ,ইয়ার্ন ডিপ সংগ্রহের প্ল্যান
* গার্মেন্টস একসেসোরিজের প্রকিউরমেন্ট প্ল্যানিং
* collection of Knit Fabrics & Flat Knit Collar & Cuffs.
* planning for Sub-Contract Knitting (if needed).
* ফ্যাব্রিকের ব্যাচিং ও ডায়িং পক্রিয়া সম্পূর্ণ করা
* গার্মেন্টস ফ্যাক্টরীতে ফ্যাব্রিক্স ডেলিভারী .
* প্ল্যান ফর ফ্যাব্রিক্স কাটিং,প্রিন্টিং এবং এমব্রয়ডারি
* প্ল্যানিং ফর স্যাম্পল ও ল্যাব টেস্ট
* সুইং মেশিন এরেঞ্জমেন্ট প্ল্যানিং
* ড্রেস সুইংয়ের জন্য প্রোডাকশন প্ল্যানিং
* প্ল্যানিং ফর ওয়াশিং,থ্রেড ট্রিমিং,আইরনিং
* ফোল্ডিং ,পলি,গার্মেন্টস চেকিং
* কোয়ালিটি কন্ট্রোল,ইন্সপেকশন,শিপিং
* প্ল্যানিং ফর স্পেশাল ওয়ার্ক -বাটন হোল (Button Holes),বাটন অ্যাটাচ (Button Attach),বার টুক (Bartuck) , স্ন্যাপ বাটন ( Snap Button), আইলেট(Eyelet), গ্রমেট (Grommet), রিভেট(Rivet) ইত্যাদি
✅ ওভেন কস্টিং,প্ল্যানিং ও প্রোডাকশন
কারেক্ট ফ্যাব্রিক্স কংসাম্পশন ও কস্টিং জানা যেকোন মার্চেন্ডাইজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ।যেকোন গার্মেন্টস প্রোডাক্শনে ৩৫-৪০% খরচ ফেব্রিক্সের সাথে জড়িত।প্রতিটি বিষয়ে,বিস্তারিত জানলেই,কেবল ভালো মুনাফা করা সম্ভব
১.ওভেন গার্মেন্টস এনালাইসিস
২.গার্মেন্টস স্পেক্ট শিট (Spec sheet) এনালাইসিস
৩.প্যাটার্ন এনালাইসিস
৪.ফ্যাব্রিক্স শ্রীনকেজ এনালাইসিস
৫.কস্টিং ও কংসামশন অফ ফ্যাব্রিক
৬.ওভেন গার্মেন্টস বটম গার্মেন্টস এনালাইসিস
৭.ফ্যাব্রিক্স কন্সাম্পশন -ওভেন বটম গার্মেন্টস
৮.ওভেন বটম গার্মেন্টস -কেস এনালাইসিস
৯.ওভেন টপস -ফ্যাব্রিক কংসামশন
১০.একসোরিজ কংসাম্পশন ও কস্টিং
১১.প্রিন্টিং কস্ট এনালাইসিস
১২.এমব্রোডারী কস্টিং
১৩.ওয়াশিং কস্ট এনালাইসিস
১৪.টোটাল ড্রেস মেকিং কস্ট
১৪.কমার্শিয়াল কস্ট ফর এক্সপোর্ট
✅ গার্মেন্টস আইটেম এক্সপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
একটি ক্ষুদ্র হোক বা বড় হোক যেকোন রপ্তানি মুখী ব্যবসা করার জন্য ব্যাংকিং, এলসি,শিপিং এবং বৈদেশিক ব্যবসা সম্পর্কিত ডকুমেন্ট সম্পর্কে স্পষ্ট আইডিয়া লাগবে ।এ ট্রেনিংয়ে এক্সপোর্ট সম্পর্কিত যাবতীয় ডকুমেন্ট হাতে নাতে শেখার কারণে যে কেউ এ কাজ সহজেই করতে পারবেন।যেমনঃ
*বিদেশি ক্রেতার জন্য quotation যেভাবে তৈরি করতে হয়
* বায়ারের জন্য Pro-Forma Invoice (PI) তৈরির নিয়ম
* Commercial Invoice ড্রাফটিং
* Packing List যেভাবে তৈরী করা হয়
* Certificate of Origin/Country of Origin/GSP সংগ্রহের নিয়মাবলী
* Bill Of Lading (B/L) / Air Way Bill তৈরী
* Import / Export Declaration Form তৈরির ফরমেট
* বিদেশী এলসি(L/C) ‘র বিপরীতে ব্যাংক থেকে টাকা প্রাপ্তি
* Test Report যেভাবে তৈরী করা হয়
* Letter of Authorization ইস্যু
* Bill Of Exchange স্ট্যান্ডার্ড কপি
* Product Testing Certificate ডেমো কপি
* Health Certificate স্ট্যান্ডার্ড কপি
* Phytosanitary Certificate কপি
* Fumigation Certificate কপি
* এলসি’র (L/C) প্রকারভেদ ?এক্সপোর্ট ব্যবসায়ে L/C র ভূমিকা
* কিভাবে ( L/C ) ‘র মাধ্যমে পণ্য পাঠানোর আগেই টাকা তুলতে হয়
* Transferable L/C এবং এক্সপোর্ট ব্যবসার নিয়ম
* এলসির (L/C)ধারা পরীক্ষা ও L/C তে কি কি বিধান থাকে
* এলসি’র ধারা পরিবর্তন ও সংশোধন (Amendment) পক্রিয়া
* ব্যাংকে এলসি সংক্ৰান্ত খরচের তালিকার লিস্ট
* বিদেশী Buyer এর এক্সপোর্ট এলসি গ্রহন
* Master L/C কি তার বিস্তারিত ধারা
* Back To Back এলসি(L/C) ওপেনের নিয়ম
* Back To Back মাধ্যমে কাঁচামাল সংগ্রহের নিয়ম
* গার্মেন্টস পণ্যে রপ্তানির জন্য যে ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় তার কপি
এ ছাড়াও এক্সপোর্টার অন্যান্য ডকুমেন্ট যেমনঃ Inspection Certificate, Insurance Certificate, Product Testing Certificate,Trust Receipt (T/R), Shipping Guarantee, House Air Waybill (HAWB), Air Waybill (AWB), House Bill of Lading .
একটি পণ্য ফ্যাক্টরিতে উৎপাদনের পর তা দ্রুত সময় এক্সপোর্টের জন্য বিদেশী ক্রেতা (Buyer ) কে পাঠাতে হয়।সঠিক সময়ের মধ্যে পণ্য বিদেশে পাঠাতে পারলেই কেবল বায়ার সন্তস্ট হয়ে থাকে।বিদেশে এ পণ্য গুলো পাঠাতে বিমান ও জাহাজের মাধ্যমে পাঠানো যায় যা আমরা এ খানে শিখব ।
* জাহাজের মাধ্যমে যেকোন দেশে পণ্য পাঠানো নিয়ম
* বিভিন্ন ধরণের শিপিং লাইন ও কন্টেইনার সম্পর্কে ধারণা
* শিপিং লাইনের মাধ্যমে স্বল্প খরচে এক্সপোর্ট পক্রিয়া
* গার্মেন্টস নীট,ওভেন, জিন্স সহ যেকোন পণ্যের কন্টেইনার নির্বাচন
* বিমানের কার্গোর মাধ্যমে পণ্য রপ্তানি ও ভাড়ার হিসেবে
* কুরিয়ান ও ব্যাগেজ রুলের আওতায় কংসাইনমেন্ট ও স্যাম্পল এক্সপোর্ট
* আন্তর্জাতিক কুরিয়ার DHL,FEDEX,TNT মাধ্যমে এক্সপোর্ট পক্রিয়া
* 20 ফিট কন্টেইনার,40 ফিট কন্টেইনার,40 HQ কন্টেইনার ডিটেইল
* কনটেইনারে প্রোডাক্টস ও উডেন বাক্স ,কার্টুন বক্স হিসাব ক্যাল্কুলেশন
* CBM calculation এবং নিজে নিজেই কন্টেইনার ভাড়া করা
* পুরো শিপিং কনটেইনারে (FCL) একই পণ্য লোডিং ও এক্সপোর্ট
* একই কন্টেইনারে মাল্টিপল পণ্য লোডিং ও এক্সপোর্ট
* কনটেইনারের আংশিক জায়গা ভাড়া,লোডিং ও এক্সপোর্ট
,* নানান ধরণের ইন্টারন্যাশনাল শিপিং, THC, Mother & Feeder vessel
* পোর্ট চার্জ ও লোডিং ও আপ লোডিং চার্জ
* Pre-shipment inspection এ একজন এক্সপোর্টারের দায়িত্ব
* এক্সপোর্টে ক্ষেত্রে চট্টগ্রাম পোর্টের ফর্মালিটিজ সমূহ
* সিএন্ডএফ (C&F) এজেন্টের কাজ ও কমিশন হার
* শিপিং ও কমাশিয়াল ডকুমেন্ট পরিচিতি ও ড্রাফটিং
* বিল অফ ল্যাডিং (B/L) কি এবং বিস্তারিত ধারা সমূহ
* এক্সপোর্টার জন্য শিপিং ম্যাপ এবং বিভিন্ন দেশে ভাড়ার রেট
* শিপমেন্টে এবং পণ্য ট্রান্সপোর্টে ইনডেন্টরের দায়িত্ব ও কর্তব্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন